শ্লেটমুখী ও অন্যান্য

    শ্লেটমুখী

অরীয় বেণিদ্বয়ের শামুক-দোলন, সরে
এপাশে ওপাশে প্রতিসম বিস্তার, ভেঙে
বেণিদ্বয় দুলে ওঠে, উঠতেই থাকে,
ঘনোপর্দায় ছায়াগুলো শরীর ঢাকছে, তাই
বেণিদ্বয় সচকিতে
শ্লেটে লেখা এলোমেলো আঁকিবুকি মুছে দেয়।

    ঋতুযাপন

মাতৃকোষে জলীয় কিছু ভালোবাসা জমে থাকতো
আসাযাওয়া-জীবন জুড়ে মেলে থাকা
ব্যাপিত শরৎ-
গুমোট ভাদ্রে ভিজে ফেরা ক্যাম্বিস-ব্যাগ,
কিংবা হলদে হারানো ছাতাটি,
সকলেই জমে জমে অপত্য বনে যায়।

    অনন্যার আঁচল

নিহত হবার আগে অনন্যা যা দেখছিলো
গ্লু গড়িয়ে সেছবিটা ঘোলা হয়ে গেলে
অনন্যার আঁচল মুক্ত হতে পারে।
জানালার খোলা রোদ এসে শীতলার্ত-
অনন্যাকে ছুঁয়ে বেহাগী চর বসে থাকবে।

    রোডোডেনড্রন

ইনসেটের প্রয়োজন ছবিজুড়ে তোমাকে
উৎক্ষিপ্ত করে বিশেষ করার জন্যে-
সেখানে ভূমি-জমিনে সার সার মুখ-চোয়াল-চুল
ক্ষুদ্ধ চোখ আর ময়লা শার্টেরা
সহসাই রোদগন্ধী রোডোডেনড্রন হয়ে যায়।
সাদা কাগজে তখন সহবাসী মৌতাত!

    কাঁটাগুচ্ছ ও বিড়াল

বিড়ালটি শুঁকে শুঁকে ঠিকই কাঁটাগুচ্ছের
রসনা টেনে নেবে-
আমি কিঞ্চিত উদগ্রীব, তার চলনোদ্যত
নখ, থাবা, রোম জুড়ে কেমন
অপ্রস্তুত বিকশিত ক্ষুধা!

—–
-১৮.৯.৮~২৩.৯.৮
[এই লেখাগুলি সবই অফিসে বসে লেখা। কাজকর্মের ফাঁকে ফাঁকে। আমি যে স্বভাবজাত অলস এবং ফাঁকিবাজ তার উৎকৃষ্ট প্রমাণ! :)]

৩,৬৩১ বার দেখা হয়েছে

৪৮ টি মন্তব্য : “শ্লেটমুখী ও অন্যান্য”

  1. রেজওয়ান (৯৯-০৫)
    মাতৃকোষে জলীয় কিছু ভালোবাসা জমে থাকতো
    আসাযাওয়া-জীবন জুড়ে মেলে থাকা
    ব্যাপিত শরৎ-
    গুমোট ভাদ্রে ভিজে ফেরা ক্যাম্বিস-ব্যাগ,
    কিংবা হলদে হারানো ছাতাটি,
    সকলেই জমে জমে অপত্য বনে যায়।

    :clap: :clap: :clap:

    জবাব দিন
  2. তাইফুর (৯২-৯৮)

    মাথার তিন হাত উপর দিয়া গেল। ... ধুর আমারে দিয়া কিছু হইব না। 😮
    মনে হয় 'বেশী ভাল হইসে' ... :boss:


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  3. সানাউল্লাহ (৭৪ - ৮০)
    নিহত হবার আগে অনন্যা যা দেখছিলো
    গ্লু গড়িয়ে সেছবিটা ঘোলা হয়ে গেলে
    অনন্যার আঁচল মুক্ত হতে পারে।
    জানালার খোলা রোদ এসে শীতলার্ত-
    অনন্যাকে ছুঁয়ে বেহাগী চর বসে থাকবে।

    ভালো লাগলো আন্দালিব।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  4. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
    এপাশে ওপাশে প্রতিসম বিস্তার, ভেঙে
    বেণিদ্বয় দুলে ওঠে, উঠতেই থাকে,

    আন্দালিব, প্রতিসাম্যকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, ক্রমাগত উঠতেই থাকুক :boss:

    আরিব্বাপরে,হেভি কমেন্ট কইরা ফালাইসি মনে হয় 😕
    যাহোক, সমকালীন সিসিবি ধারায় আন্দালিবরে :salute:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  5. টিটো রহমান (৯৪-০০)

    ব্লগে কবিতার বড় অভাব। আন্দালিব আরো ছাড়ো ভাই। আর একটা কথা...
    পারলে প্রতিটা কবিতার পর এক লাইন হলেও মূল ভাবটা দিয়ে দিও। তাতে কবিতার ক্ষতি হবে না, আমরা শিক্ষিত হব।

    :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :salute:


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  6. তানভীর (৯৪-০০)

    আন্দালিব, কবিতা ভালো বুঝিনা এইটা আমি মাইন্যা নিতে পারি কিন্তু একেবারেই বুঝিনা এইটা এতদিন মানতে পারতাম না! এখন তো মনে হইতাসে আমারে দিয়া কিছু হইবনা! 🙁 🙁 🙁

    যাই হোক, সমকালীন সিসিবীয় ধারা বজায় রেখে তোমাকে :salute:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।