-
শ্লেটমুখী
অরীয় বেণিদ্বয়ের শামুক-দোলন, সরে
এপাশে ওপাশে প্রতিসম বিস্তার, ভেঙে
বেণিদ্বয় দুলে ওঠে, উঠতেই থাকে,
ঘনোপর্দায় ছায়াগুলো শরীর ঢাকছে, তাই
বেণিদ্বয় সচকিতে
শ্লেটে লেখা এলোমেলো আঁকিবুকি মুছে দেয়।
-
ঋতুযাপন
মাতৃকোষে জলীয় কিছু ভালোবাসা জমে থাকতো
আসাযাওয়া-জীবন জুড়ে মেলে থাকা
ব্যাপিত শরৎ-
গুমোট ভাদ্রে ভিজে ফেরা ক্যাম্বিস-ব্যাগ,
কিংবা হলদে হারানো ছাতাটি,
সকলেই জমে জমে অপত্য বনে যায়।
-
অনন্যার আঁচল
নিহত হবার আগে অনন্যা যা দেখছিলো
গ্লু গড়িয়ে সেছবিটা ঘোলা হয়ে গেলে
অনন্যার আঁচল মুক্ত হতে পারে।
জানালার খোলা রোদ এসে শীতলার্ত-
অনন্যাকে ছুঁয়ে বেহাগী চর বসে থাকবে।
-
রোডোডেনড্রন
ইনসেটের প্রয়োজন ছবিজুড়ে তোমাকে
উৎক্ষিপ্ত করে বিশেষ করার জন্যে-
সেখানে ভূমি-জমিনে সার সার মুখ-চোয়াল-চুল
ক্ষুদ্ধ চোখ আর ময়লা শার্টেরা
সহসাই রোদগন্ধী রোডোডেনড্রন হয়ে যায়।
সাদা কাগজে তখন সহবাসী মৌতাত!
-
কাঁটাগুচ্ছ ও বিড়াল
বিড়ালটি শুঁকে শুঁকে ঠিকই কাঁটাগুচ্ছের
রসনা টেনে নেবে-
আমি কিঞ্চিত উদগ্রীব, তার চলনোদ্যত
নখ, থাবা, রোম জুড়ে কেমন
অপ্রস্তুত বিকশিত ক্ষুধা!
—–
-১৮.৯.৮~২৩.৯.৮
[এই লেখাগুলি সবই অফিসে বসে লেখা। কাজকর্মের ফাঁকে ফাঁকে। আমি যে স্বভাবজাত অলস এবং ফাঁকিবাজ তার উৎকৃষ্ট প্রমাণ! :)]
মুগ্ধ হলাম। ভালো লাগল :clap: :clap: ।
Life is Mad.
ধন্যবাদ সায়েদ ভাই। আপনার ক্রমাগত উৎসাহ খুব টনিকের মতোন লাগছে! 🙂
এই কবিতাটার পিছনের রূপকগুলো ধরতে পারছেন তো? 😉
রুপকগুলো??? 😛 😛 😛
এইখানেই তো দূব্বল...
Life is Mad.
খুব কঠিন। আর পারিনা কবি। :clap:
কঠিন! 🙁 🙁
সহজ করে লিখতে পারি না! মনে হয় আমি এব্যাপারে পুরাপুরিই ব্যর্থ! :((
:clap: :clap: :clap:
অনেক ধন্যবাদ রেজওয়ান।
কন কি কন কি...আসেন ভাই আসেন :hug: :hug:
আমি মাঝে মাঝেই ভাবি, এরকম দৃশ্যকল্প মানুষের মাথায় কেমন করে আসে?
কোন দোকানের চাল খাও বলো তো? সিরিয়াসলি।
www.tareqnurulhasan.com
চালের দোকান/ যেসব দোকানে চাল পাওয়া যায়... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :khekz: :khekz:
বস!! আমি বিরাট খাদক মানুষ। মাঝেমাঝে খালি জাঙ্কফুডের উপ্রে বাঁইচ্যা থাকি। এই লেখাগুলা মনে লয় ঐটাইমে লিখছিলাম। ভেতো লেখা তো বোধের মধ্যে থাকে। বিদেশি জাঙ্কফুডের ধাক্কায় লেখা সব এলোমেলো হইয়া গেছে! :dreamy:
খাইছে!!! ~x(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হ কবীর ভাই! জাঙ্ক ফুডে খাইছে! :khekz:
অন্দালিব ভাইজান,
এত জটিল ভাবেন কেমনে? 😮
প্রসেসরটা ধার দেন। B-)
পর্সেসরডি বহুত পুরানা। শেয়ারে কিনছিলাম, সেকেন্ড হ্যান্ড জিনিশ! এইডিরে গুতায়ে গুতায়ে চালান লাগে। তুমি চালাইবার পারবা না! 😛
মাথার তিন হাত উপর দিয়া গেল। ... ধুর আমারে দিয়া কিছু হইব না। 😮
মনে হয় 'বেশী ভাল হইসে' ... :boss:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই, খালি তিন হাত?? আমার তো মনে হইল আসমান দিয়া সাঁই কইরা ধুমকেতু গেল... 🙁
প্রথমে ভাবছিলাম, বড় হইলে বুঝতে পারুম...আপনার কথা শুইনা তো আবার দইমা গেলাম 🙁
অফ টপিক- আন্দালিব, কিছু কবিতা 'বাংলা'তেও লিখিও...ঠিকাছে?? :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ঠিকাছে কবীর ভাই, এর পরেরডি এক্কেরে বাংলা মাল ছাড়ুমনে! 😉
=)) =)) =)) :khekz: :khekz:
Life is Mad.
:)) :)) :))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
বেশি ভালা হয় নাই। একদম ফাউল হইছে! পক্ষীর লাগান উইড়া গেলে কেমনে কী! :)) :))
ভালো লাগলো আন্দালিব।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
অনেক ধন্যবাদ সানাউল্লাহ ভাই!
আন্দালিব, প্রতিসাম্যকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, ক্রমাগত উঠতেই থাকুক :boss:
আরিব্বাপরে,হেভি কমেন্ট কইরা ফালাইসি মনে হয় 😕
যাহোক, সমকালীন সিসিবি ধারায় আন্দালিবরে :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
খাইছে আমারে, কাইউম www.ভাষাখুজেপাচ্ছিনা.com এ তো এই জিনিশ পাইনাই। তুই কোন সাইট কন্সাল্ট করস ?? ঠিকানাডা দেনা।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কি কস মামা! এইখানে আছেতো, http://www.আঙ্গুলেরসেইরকমব্যবহারসমূহ.com 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
ফৌজিয়ান ভাই মনে হয় http://www.ভাষা-পাওয়া-গেছে.com এই সাইট থেকে পাইছেন! 😉
😉
সংসারে প্রবল বৈরাগ্য!
মামা, কমেন্ট দিছিলামতো, গেলো কই? যাউগ্গা আবারো কই,
আমি http://www.আঙ্গুলেরসেইরকমব্যবহারসমূহ.com সাইট থেইকা মারছি ডায়লগটা :-B
সংসারে প্রবল বৈরাগ্য!
ফৌজিয়ান ভাই, আংগুলের তো অনেক ব্যবহার আছে...সাইটটাতে কি সব ডিটেইল্স দেয়া আছে??? :-B
ভাল কথা, ওইখানে আঠারো জনের বেশি ছাড়া লগ ইন করা যায় না-এমন কোন শর্ত নাই তো??? O:-) O:-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তুই স্পেসিফিক্যলি কি জানতে চাস্ সেইটা ক 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
সাইটটার নামটা কেমন জানি... 😕
তাই কইতেছিলাম আর কি... O:-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
স্যালুট পেয়ে খুশি হলাম ফৌজিয়ান ভাই। বেণিদ্বয়ের দোলন এরকমই হয় জেনেছিলাম! 🙂
সিসিবিতে কবিতা দিতে অনীহা করে আমাদের বঞ্চিত কোরোনারে ভাই।
বুঝি আর না বুঝি পড়ে তো মজা পাই।
সংসারে প্রবল বৈরাগ্য!
ব্লগে কবিতার বড় অভাব। আন্দালিব আরো ছাড়ো ভাই। আর একটা কথা...
পারলে প্রতিটা কবিতার পর এক লাইন হলেও মূল ভাবটা দিয়ে দিও। তাতে কবিতার ক্ষতি হবে না, আমরা শিক্ষিত হব।
:clap: :clap: :clap: :clap: :clap: :clap: :salute:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ওই শা.., তুই কি আমারে 'অশিক্ষিৎ' কইলি ?? x-(
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আপনেরে কয় নায়।
আমারে কইছে।
~x( ~x( ~x(
তাইফুর ভাই,
আমরা বলছি, আপনে সেই দলে থাকবেন কিনা ঠিক করেন
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আমি আছি তোদের দলে। 😀
(যদিও এই দলে সত্যই কে কে আছে তা নিয়া আমার ডাউট আছে) :-/
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
দোস্ত আমারে নিস ফলইন এর লাস্ট ম্যান 😕
সংসারে প্রবল বৈরাগ্য!
টিটো ভাই, তাইফুর ভাই,কামরুল ভাই এবং ফৌজিয়ান ভাই,
এখানে কবিতা দিতে প্রথমত আমার অনীহাটা কাজ করেছিলো। কবিতা অনেকেই বোঝেন না, বা কবিতা অনেক কঠিন- এরকম জাজমেন্ট পাই। আমি নিজেও পাঠক হিসেবে আপনাদের দলে। গল্প যত সহজে মগজে পৌঁছায়, কবিতা সেই তুলনায় চোখ ছাড়াতেই পারে না।
আমি তখন সময় নিই, অনেক অনেক সময়। কবিতাকে আমার কাছে রমণীর চেয়েও রহস্যময় এবং খামখেয়ালি লাগে এজন্য, কারণ সে আমার বোধে পৌঁছাইতে অনেক সময় লাগায়।
আর বুঝাবুঝি নাই কোন। আমি খালি পড়ে দেখি যে কবিতাটা আমার ভালো লাগলো, না খারাপ লাগলো। অনেক কবিতা পড়তে পড়তে আমার চোখে একটা দৃশ্য ভেসে ওঠে, হয়তো পরিচিত, হয়তো অপরিচিত। আমার কাছে কবিতাটি ঠিক ঐভাবেই থেকে যায়!
[অনেক বকবক করে ফেললাম। বস্, আপনারা কেউ মাউন্ড খাইয়েন না! :)]
আন্দালিব, কবিতা ভালো বুঝিনা এইটা আমি মাইন্যা নিতে পারি কিন্তু একেবারেই বুঝিনা এইটা এতদিন মানতে পারতাম না! এখন তো মনে হইতাসে আমারে দিয়া কিছু হইবনা! 🙁 🙁 🙁
যাই হোক, সমকালীন সিসিবীয় ধারা বজায় রেখে তোমাকে :salute:
স্যালুট পেয়ে ভালো লাগলো তানভীর ভাই। বুঝার দরকার নাই। কবিতাগুলো পড়ে আপনার অনুভূতিটা জানতে চাই! 🙂
ওরে বাবা, আন্দালিব তুমি তো পুরা বস পাবলিক দেখি একটা।
কবিতা গুলা কি বুঝছি আমি? :-/
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বুঝে ফেলছেন বলেই ত মনে হচ্ছে! 😀