আমি বোধহয় দিনে দিনে দারুন অভিনেতা হয়ে যাচ্ছি!
কী অদ্ভুত নিয়মে বুঝে গেলে শেষমেষ তুমি,
শব্দের মোড়কে জড়াতে হলোনা বিচ্ছেদের
গতানুগতিক অভিনয়। কষ্টের অভিনয় করা
মুলতই কষ্টকর, বিশেষত যখন মুখোশ খুলে
বসি আমরা মুখোমুখি, তাবৎ কপটতা ঝরে যায়
আমাদের, ঠিক একদম দুদিন-পুরোনো পাঁপড়ির মতো।
তোমাকে নিয়েই যত ভয় ছিল আমার
নাটুকে কান্না বা অতি-আবেগ দেখিয়ে,
অপরাধবোধে পোড়াতে চাইবে আমাকে।
আশেপাশের সহানুভূতিও পাবে তুমি,
বিশেষত মেয়ে হিসেবে যা প্রাপ্য তোমার।
(নারীবাদীরা আমাকে শূলে চড়াবে এমনটি বলেছি জানলে!)
কিন্তু তুমি বড় শান্ত থাকলে, একটু বেশিই নিরাবেগ;
সহজেই মেনে নিলে যা বলেছি আমি ছাইপাশ,
পুকুরে ধবল-হাঁসের গায়ে আলগোছে লেগে থাকা পানির মত
ঝেড়ে ফেললে সম্পর্কের সুতোটুকু।
ভেবে অবাকই হয়েছি বটে আমি, মাথা নেড়েছি বারবার
নিরাসক্ত তোমার মুখের টানটান চামড়া দেখে
হোঁচট খেয়েছি, কথা ফুরুলে চুপ করে দু’জন মুখোমুখি
তাকিয়ে থেকেছি সটান চোখে।
ফিরে যেতে যেতে ভেবেছি তুমুল, ভুলগুলো আর
হাসিগুলো, খাতাজুড়ে বড্ডবেশি কাটাকুটি।
ইরেজার দিয়ে ঘসে ঘসে মুছে ফেলছি সবই দিনদিন,
থেমে ভাবছি মাঝে মাঝে, তুমিও নিশ্চয়ই এতদিনে
হেসে উঠছ সহচরদলের চটুল কথায়, গলে গলে
পড়ছ, জ্বলে জ্বলে উঠছে তারা তোমার স্পর্শে!
এতসব বেহুদা চিন্তায় নষ্ট করি ঘণ্টা-প্রহর-ক্ষণ
আজও একদম বেমক্কা রিয়েলিস্ট হতে পারল না হতচ্ছাড়া!
—
২৪.৫.৮
আন্দালিব...দারুন।
ঠিক কিভাবে প্রশংসা করব বুঝে উঠতে পারছিনা।
খুব, খুব ভালো লাগল।
অনেক শুভেচ্ছা আপনার জন্যে তানভীর ভাই!
অসাধারন অসাধারন :thumbup: :thumbup: :boss: :boss: :boss: :boss: :boss: :boss: :boss: :boss:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
B-) B-) B-) B-) B-) B-)
:hug: :hug: :hug: :hug:
:dreamy: :dreamy: :dreamy: :dreamy:
:tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome:
:hatsoff: :hatsoff:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
খুব মজা পাইসেন মনে হয়...???
সব জায়গায় মারতেসেন......খারান আমিও কয়ডা মারি লই...
:awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome:
থ্যাঙ্কস রেজওয়ান।
:-B :-B :-B :-B
এই পয়লা একজন পাওয়া গেল, ছ্যাকা খায় নাই, ছ্যাকা দিছে।
গুড গুড, তাবৎ পুরুষ জাতির পক্ষ থেকে লাল সালাম।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই, ক্যাম্নে কি ??
ছ্যাকা যদি নাই খাইল তাইলে কবিতা আইল কুথা থিকা ??
এইখানে দুইজনই ছ্যাকা খাইছে।
আবার দুইজনই সাম্লাই নিছে।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাও ঠিক বলছ, ছ্যাকা না খাইলে কবিতা আসে কই থাইক্যা
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হুম, এখানে কেউ কাউকে ছ্যাঁকা দেয় নাই। মিউচুয়াল ছাড়াছাড়ি। তবুও কষ্টটা সবাই একইভাবে পায়। আমি আসলে নর্মাল ছেঁকুকাহিনী লিখতে চাই নাই। একটা বিচ্ছেদ অনেক কষ্টের, সেটার কথাই আনতে চাইছি।
=))
বারে, ছ্যাঁকা বুঝি খালি নারী জাতিই দেয়?? :dreamy: 🙁
না আপু, ছ্যাঁকা সবাই দিতে পারে, আবার সবাই খেতে পারে। এটা আসলে দুষ্পাচ্য খাদ্য। খাইলেও কারোরই হজম হয় না।
ক্যাম্নে কি, আমার তো হইছে। শক্তিশালী ষ্টুমাক মনে হয়।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আন্দালিব, কবিতাটা অসম্ভব সুন্দর হইসে।
এক সময় আমিও টুকটাক কবিতা লিখতাম, খুব সহজ সরল, অল্প লাইনের। ব্লগ আকারে দেওয়ার সাহস নাই, কমেন্ট আকারে দেওয়ার লোভ সাম্লাইতেও কষ্ট হইতেছে
"রক্তকরবী রক্তিম রঙ, এখন আমার হৃদয় জুড়ে,
গভীর ক্ষতের সন্ধান দিয়ে যায়।
ছোট্ট একটা বিষপোকা ছিল তোমার ভালবাসায়।"
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
হায় হায়... 😮 😮 😮 😮 ...কবি তুমি থেমনা...তুমিও চালিএ যাও...ছড়িয়ে দাও তোমার এই অসাধারন কাব্য প্রতিভা...... :boss: :boss:
:clap: :clap: :clap:
বস্, আপনি "খুব সহজ সরল, অল্প লাইনের" এই কবিতাগুলা একটু ব্লগ আকারে দিয়ে দেন না!
কষ্ট পাইলাম। 🙁 🙁
তাইলে আরেকটা ...
"হৃদয়হীনা
জানতেও চাইলে না
এ হৃদয়ে রক্তক্ষরণ
কমেছে কিনা"
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর তোমার কবিতা গুলা তো সুন্দর।
তুমিও ছ্যাকা খাইছো নাকি?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাই, ছ্যাকামাইসিন টাইপ কবিতা দেন ক্যান? কষ্ট লাগে তো!
কিরে তুইও কি ছ্যাকারিয়াতে আক্রান্ত নাকি 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
তাইফুর ভাই, অনুরোধ করছি, এরকম একটা সংগ্রহ থাকলে সেটা ব্লগে দেন। মনের ভাব প্রকাশের জন্য ভাষা আর সাহিত্য। এখানে তো কেউ সাহিত্য-বিচারক নাই।
জট্টিল হইছে...... :awesome: :awesome: :awesome:
আন্দালিব। সরি ভাই তোমার অসাধারণ কবিতাটা পড়ার পর 'আবেগ ধরে রাখতে' না পেড়ে নিজের দুইটা ফালতু কবিতা কমেন্ট আকারে দিয়া ফালছি। দেওয়ার পর মনে হইতেছে ... দেয়া ঠিক হয় নাই। তুমি একটু দয়া কইরা কমেন্ট দুইটা মুইছা দিবা প্লিজ ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই, ব্লগে আজাইরা রিকোয়েস্ট করার জন্য আপনার ব্যান চাই... :gulli:
এই কবিতা আপনি পোস্ট আকারে না দিয়া কমেন্টে দিতেছেন???? x-(
আপনার সাথে কথা নাই... 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনা, তোরে আমি ভয় পাই।
কোন্ডা যে তোর 'কমপ্লিমেন্ট' আর কোন্ডা যে তোর 'বেশীপ্লিমেন্ট' ... খিয়াল করতে হইব, খুব খিয়াল করতে হইব।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কম-বেশি নিয়া কথা শুনতে চাই না...আপনার কবিতার পোস্ট চাই...দ্রুত!!!
নাইলে... :gulti:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
একমত।
দিয়া দে মামা, http://www.খালিকোবতেআরকোবতে.com এতো আর এইগুলা পাইনা, তাই আমাগো বঞ্চিত করিস্না 🙂
সংসারে প্রবল বৈরাগ্য!
I wish to be like this!!!!
ঝেড়ে ফেলরে বোকা, এই পৃথিবীতে কেউ কারো জন্য বইসা থাকে না।
জীবনতো একটাই, যেখানে ঈপ্সিত, সেখানে থাকাই ভালো।
:thumbup: :thumbup:
:boss:
:boss: :boss: :boss: :boss: :boss:
:hatsoff: :hatsoff:
ভাল লাগছে ভাই।
সংসারে প্রবল বৈরাগ্য!
আমি বোধহয় পথ ভুলে এই পোস্টে ঢুকে পরেছি!! বিষন্নতার ছড়াছড়ি। শেষে আমারে না ওই রোগে পাইয়া বয়!! ~x(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সিরিয়াস কমেন্টের ভাত তো কবেই উইঠঠা গ্যাছে ...
এখন সিরিয়াস পোষ্টের ভাতও যায় যায়।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ভালো লাগছে আন্দালিব।
আরো পোলাপাইন নিয়া আয়, অল্টারেনিভ সিনিয়ারগোর লগে ব্লগিং করার ফাইট দেই।
ক্যামনে পারো ভাই????
বুঝিনা।
:boss: :boss:
Life is Mad.