ক্যান্টিনে ডাকাতি

পেটেতে ডাকিছে মেঘ, ক্ষুধায় যে মরি,

খালি পেটে বসে আছি, নাহি ফুটাকড়ি। ~x(

যতটা কুপন ছিল,   সবই আজি শেষ হলো

কুপনের খোসা হাতে রইনু পড়ি-

খালি পেটে বসে আছি,নাহি ফুটাকড়ি। :no:

 

ডাইনিং এ রুটি দিলো, মুখে নাহি রুচে,

সব্বার মুখে মুখে গালাগালি ছুটে। 😡

প্রেপ শেষে রুমে এসে,  গুম হয়ে ছিনু বসে

হঠাৎ বন্ধু এসে দেয় মোরে ঝাঁকি,

“চল যাই ক্যান্টিনে করিবো ডাকাতি।“

 

বাঁশি হাতে, টর্চ মেরে কে আসে ধীরে? :chup:

দেখে যেনো মনে হয় চিনি উহারে।

থপথপ হেঁটে যায়      কুতকুত করে চায়

গার্ড ব্যাটা চলে গেলে দেহে আসে জান,

“ফ্রিজ খুলে ফান্টা করিবো আজ পান।“

 

লক খুলে ঢুকে পড়ি হামাগুড়ি দিয়ে

পিছুপিছু বন্ধুরা বালতি ঝুলিয়ে।

লোভে জিভ লকলক  চোখ করে চকচক

ক্যাডবেরি, পার্ক গুলো টপাটপ লুটি-

সাফারি, কিটক্যাটে খাই লুটোপুটি। :goragori:

 

“যত চাও তত লও, বালতি ভরে,

লকারেতে রেখে এসে নাও ভরে ভরে।“

বেছে বেছে দেখে দেখে   কখনোবা চেখে চেখে :tuski:

সুস্বাদু চকলেটে বালতি ভরি-

ফ্রিজ খুলে আইসক্রিম খাইতে ধরি। :guitar:

 

ঠাঁই নাই, ঠাঁই নাই, ভরে গেছে পেট-

চেপেচুপে আরেকটা কোন করি সেট। 😛 😛

চানাচুর ভরে ব্যাগে   কেটে পড়ি আগেভাগে

রুমে এসে আনন্দে মাথা গেলো ঘুরি-

ডাকাতি করেছি আজ, নয় শুধু চুরি। :grr:

 

(সোনার তরী কবিতার সাথে কোন মিল পাওয়া গেলে তা নিতান্তই কাকতালীয়, এই কথাটি ঠিক নয়)

৫,৪৩৭ বার দেখা হয়েছে

৪৬ টি মন্তব্য : “ক্যান্টিনে ডাকাতি”

  1. নাজমুস সাকিব অনিক (০৩-০৯)

    ক্যান্টিন ডাকাতি 😮
    আমরাও মনে হয় কখনো স্বপ্নেও ভাবিনি...এই গ্রুপের মেয়েগুলারে চিনে রাখা দরকার...ভবিষ্যতে সুইস ব্যাংক লুট করার ইচ্ছা আছে :gulli2: ...এদেরকে কাজে লাগবে...

    কবিতা অসাধারন হয়েছে... :khekz: সারাজীবন মানুষের কবিতা দেখে ঈর্ষান্বিত হই...কবিদের প্রতি আমার মারাত্মক সম্মান...একটা পুরা ঘটনা ছন্দমিল দিয়ে কিভাবে লেখা সম্ভব আল্লাহ তায়ালা জানেন...এইটা কোনদিন লিখতে পারব না... :bash:

    জবাব দিন
  2. তাইফুর (৯২-৯৮)

    কবিতা চ্রম হইছে ... ৫ তারা ...
    সেই সাথে সত্য কথনও ... :grr:

    মনে পড়ে গেল আমাদের "নিজাম ডাকাত" লুলু'র কথা। ক্যান্টিনের তালা খোলার সাথে সাথে "যাওয়ার সময় কিন্তু টাকা রাইখা যাবি" টাইপ শরিয়তী কথা শুরু করায় ক্যান্টিনের তালা আবার লাগায়ে দিয়ে মামুরে বানাইতে বানাইতে ফিরছিলাম।

    ট্যাকাই যদি দিমু তাইলে চুরি ডাকাতির কি মজা ??


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  3. মুসতাকীম (২০০২-২০০৮)

    অস্থির অস্থির =)) =)) =))
    মহিলা ডাকু 😛


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  4. পাবন (২০০৪-২০১০)

    =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =))

    :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira:
    :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2:
    ::salute:: ::salute:: ::salute:: ::salute:: ::salute:: ::salute::

    "ওই রাহাত আরা
    আমার লাগসে খিদা" :bash: 😡


    Proud to be a Cadet,
    Proud to be a Faujian.

    জবাব দিন
  5. রিদওয়ান (২০০২-২০০৮)

    আমাদের সময় ক্যান্টিন মেরামতের জন্য ক্যান্টিনের খাবার সব আরেকটা রুমে রাখা হয়েছিল যার জানালার কাচ ছিল ফাটা। দেখি দুই ক্লাস সিনিয়ার ভাইরা কোকের কেস নিয়ে চলে যাচ্ছে। :gulli2: আমি ঘাপটি মেরে থাকলাম ও সুজোগ বুঝে :duel:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।