পেটেতে ডাকিছে মেঘ, ক্ষুধায় যে মরি,
খালি পেটে বসে আছি, নাহি ফুটাকড়ি। ~x(
যতটা কুপন ছিল, সবই আজি শেষ হলো
কুপনের খোসা হাতে রইনু পড়ি-
খালি পেটে বসে আছি,নাহি ফুটাকড়ি। :no:
ডাইনিং এ রুটি দিলো, মুখে নাহি রুচে,
সব্বার মুখে মুখে গালাগালি ছুটে। 😡
প্রেপ শেষে রুমে এসে, গুম হয়ে ছিনু বসে
হঠাৎ বন্ধু এসে দেয় মোরে ঝাঁকি,
“চল যাই ক্যান্টিনে করিবো ডাকাতি।“
বাঁশি হাতে, টর্চ মেরে কে আসে ধীরে? :chup:
দেখে যেনো মনে হয় চিনি উহারে।
থপথপ হেঁটে যায় কুতকুত করে চায়
গার্ড ব্যাটা চলে গেলে দেহে আসে জান,
“ফ্রিজ খুলে ফান্টা করিবো আজ পান।“
লক খুলে ঢুকে পড়ি হামাগুড়ি দিয়ে
পিছুপিছু বন্ধুরা বালতি ঝুলিয়ে।
লোভে জিভ লকলক চোখ করে চকচক
ক্যাডবেরি, পার্ক গুলো টপাটপ লুটি-
সাফারি, কিটক্যাটে খাই লুটোপুটি। :goragori:
“যত চাও তত লও, বালতি ভরে,
লকারেতে রেখে এসে নাও ভরে ভরে।“
বেছে বেছে দেখে দেখে কখনোবা চেখে চেখে :tuski:
সুস্বাদু চকলেটে বালতি ভরি-
ফ্রিজ খুলে আইসক্রিম খাইতে ধরি। :guitar:
ঠাঁই নাই, ঠাঁই নাই, ভরে গেছে পেট-
চেপেচুপে আরেকটা কোন করি সেট। 😛 😛
চানাচুর ভরে ব্যাগে কেটে পড়ি আগেভাগে
রুমে এসে আনন্দে মাথা গেলো ঘুরি-
ডাকাতি করেছি আজ, নয় শুধু চুরি। :grr:
(সোনার তরী কবিতার সাথে কোন মিল পাওয়া গেলে তা নিতান্তই কাকতালীয়, এই কথাটি ঠিক নয়)
:clap:
কেন ক্যান্টিন এর দরজায় তালা লাগানো ছিল না?
লক ছিলো ভাইয়া। কিন্তু আমরা সেইটা খুলতে জানতাম। আমার এক চিকনি রুমমেট জানালা দিয়ে হাত ঢুকায়ে লকটা খুলে ফেলতো। 😀 😀 😀
খেয়া (২০০৬-২০১১)
খাওয়ার পরের দিন কি হয়েছিলো ? ক্যান্টিন এর দোকানদার রা বুঝে নি যে খাবার সর্ট । কলেজে তো শোরগোল পরে যাবার কথা 😀
ক্যান্টিন OIC পরদিন ডেকে আমার রুমমেট কে তদন্তের দায়িত্ব দিয়ে দিলেন। :goragori:
খেয়া (২০০৬-২০১১)
:khekz: :khekz: :khekz:
akhon shob poth bondhoo......janala shoho lock kore rakhe ... 🙁 :no: :no:
আহারে। 😛
খেয়া (২০০৬-২০১১)
ব্যাপক মজা পাইলাম খেয়া :khekz: :khekz:
😀 😀 😀
খেয়া (২০০৬-২০১১)
ডাকু 😮
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😛 😛 😛
খেয়া (২০০৬-২০১১)
বজ্জাত!!!! :chup: :chup:
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
:grr: আগে আমাদের বলিস নি কেন ?
😀 😀 😀
মাননীয় ছিপি আপু, মিস্টেক। ছরি। 😛 😛
খেয়া (২০০৬-২০১১)
হা হা হা, এইটা পড়ে তো আমারও একটা লিখে ফেলতে ইচ্ছা করতেসে। =)) =)) =)) =)) =)) =)) =)) :)) ::salute:: ::salute:: :pira:
:shy: :shy: :shy: :shy: :shy:
লিখেন ভাইয়া। 🙂 🙂
খেয়া (২০০৬-২০১১)
ক্যান্টিন ডাকাতি 😮
আমরাও মনে হয় কখনো স্বপ্নেও ভাবিনি...এই গ্রুপের মেয়েগুলারে চিনে রাখা দরকার...ভবিষ্যতে সুইস ব্যাংক লুট করার ইচ্ছা আছে :gulli2: ...এদেরকে কাজে লাগবে...
কবিতা অসাধারন হয়েছে... :khekz: সারাজীবন মানুষের কবিতা দেখে ঈর্ষান্বিত হই...কবিদের প্রতি আমার মারাত্মক সম্মান...একটা পুরা ঘটনা ছন্দমিল দিয়ে কিভাবে লেখা সম্ভব আল্লাহ তায়ালা জানেন...এইটা কোনদিন লিখতে পারব না... :bash:
:shy: :shy: :shy: 😛 😛 😛 😛
ভাইয়া ডাকাতি করতে আমরা রাজি। খালি আওয়াজ দিয়েন। 😀 😀
খেয়া (২০০৬-২০১১)
কবিতা চ্রম হইছে ... ৫ তারা ...
সেই সাথে সত্য কথনও ... :grr:
মনে পড়ে গেল আমাদের "নিজাম ডাকাত" লুলু'র কথা। ক্যান্টিনের তালা খোলার সাথে সাথে "যাওয়ার সময় কিন্তু টাকা রাইখা যাবি" টাইপ শরিয়তী কথা শুরু করায় ক্যান্টিনের তালা আবার লাগায়ে দিয়ে মামুরে বানাইতে বানাইতে ফিরছিলাম।
ট্যাকাই যদি দিমু তাইলে চুরি ডাকাতির কি মজা ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
=)) =)) =)) =))
টাকা রাইখা ডাকাতি!!!!
খেয়া (২০০৬-২০১১)
তাইফুর ভাইরে দেখলাম মনে হয় 😮 😮 😮
সূর্য আজকে নিশ্চই পশ্চিম দিকে উঠছে ইস কি মিসটাই করলাম :bash: :bash: :bash:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
তুম্রা তো খুব খ্রাপ... 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:shy: :shy:
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
খেয়া (২০০৬-২০১১)
notun upai bolen apu ......aiber giye apply krmu
:gulli2:
নতুন উপায় নিজেরা খুঁজে বের করো 😛
শরিফ ভাই কি বলছে শুনছো আপু? 😛 😛 😛
খেয়া (২০০৬-২০১১)
:just: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :tuski: :tuski: :tuski: :tuski: munss..... পুরাই অস্থির......... :guitar: :guitar:
😀 😀 😀 😀
খেয়া (২০০৬-২০১১)
যা হোক পোস্টে ৫ * (তাঁরা) এবং প্রিয়তে 🙂
:shy: :shy: 😀
খেয়া (২০০৬-২০১১)
অস্থির অস্থির =)) =)) =))
মহিলা ডাকু 😛
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
:shy: :shy: :grr:
খেয়া (২০০৬-২০১১)
=)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =))
:pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira:
:gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2:
::salute:: ::salute:: ::salute:: ::salute:: ::salute:: ::salute::
"ওই রাহাত আরা
আমার লাগসে খিদা" :bash: 😡
Proud to be a Cadet,
Proud to be a Faujian.
😀 😀 😀 😀 😀
খেয়া (২০০৬-২০১১)
ইটালিয়ান জব,ব্যাঙ্ক জব'এর নতুন সিক্যুয়াল ......দ্যা ক্যান্টিন জব! :boss: :boss: :boss:
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
:shy: :shy: :shy: :shy:
খেয়া (২০০৬-২০১১)
আমাদের সময় ক্যান্টিন মেরামতের জন্য ক্যান্টিনের খাবার সব আরেকটা রুমে রাখা হয়েছিল যার জানালার কাচ ছিল ফাটা। দেখি দুই ক্লাস সিনিয়ার ভাইরা কোকের কেস নিয়ে চলে যাচ্ছে। :gulli2: আমি ঘাপটি মেরে থাকলাম ও সুজোগ বুঝে :duel:
:thumbup: রিদওয়ান ভাইয়া।
খেয়া (২০০৬-২০১১)
dost im damn impressed.......amagor kukirtir kotha ato shundor kore shobaire janaisosh..........thankuuuuuuu
😉 😉
খেয়া (২০০৬-২০১১)
=)) =)) =)) =)) =))
ইহা প্রিয়তে স্থান পাইল।
যে জীবন ফড়িঙের দোয়েলের- মানুষের সাথে তার হয় নাকো দেখা
😀 😀 :goragori:
খেয়া (২০০৬-২০১১)
আহা সেই সোনালী দিনগুলি! ^_^
খেয়া (২০০৬-২০১১)
tomader dekhe higsha hoe x-( :no: . koto lucky tomra .hah.......... 🙁 😮
আমরা লাকি এই ব্যপারে আসলেও সন্দেহ নাই। 😀
খেয়া (২০০৬-২০১১)
অতি সত্য কথা।
খেয়া (২০০৬-২০১১)