বিকেলে-৩

আকাশে তার পড়ে যাবার ভয় –
প্রকাশ্যে একথা মানবে
এমন বেকুব কিছুতে সে নয়

বৃত্তের ভেতরে
বাইরে
বাইরের, ভেতরের
সমূহ বৃত্তে
হাঁপিয়ে ওঠা সে
বৃত্তবন্দী কাক
অগত্যা
আকাশে
চড়ে দেখে,
রয়েছে
আকাশেরো
বৃত্তাকারে
নাচবার
দু্র্বিপাক?

___________________________________________________________
রুম্মানের এই ছবিটি নিয়ে কিছু বলা সবথেকে বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে আমার।
শেষতক কিছু একটা লেখার অক্ষম চেষ্টা।টেকনিক্যালি ওর এই ছবিটা আমায়
তেমন টানেনা, কিন্তু কি মনে ক’রে বৃত্তের এই আয়োজন এই ভাবনায় কোন
থৈ পাইনা।

১৩ টি মন্তব্য : “বিকেলে-৩”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    সবসময়ের মতই দারুন, গতকালই ভাবছিলাম আপনাকে বলবো অনেকদিন আপনার কবিতা পড়া হয় না... 🙂


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. অয়ন মোহাইমেন (২০০৩-২০০৯)

    অনেকদিন পর সিসিবিতে আসলাম। এসেই মনটা ভালো হয়ে গেলো, বিকেলে সিরিজ হারাতে হয়নি। 🙂

    অগত্যা
    আকাশে
    চড়ে দেখে,
    রয়েছে
    আকাশেরো
    বৃত্তাকারে
    নাচবার
    দু্র্বিপাক?

    :thumbup: :thumbup: :thumbup:

    ভাই, ঢাকা শহরে সবচেয়ে বেশি হিংসা হয় কাককে। সোহরাওয়ার্দী উদ্যানে বসে কাকদের দিকে তাকিয়ে পুরো বিকেল পার করে দেয়া যায়। হোক তা "বৃত্তাকারে নাচবার দুর্বিপাক" কিন্তু তবুও কেন যেন বড় বেশি আকর্ষণীয়।

    জবাব দিন
  3. তাওসীফ হামীম (০২-০৬)

    এই জন্যই কিছু লোককে ঈর্ষা করি,সহজ কয়েকটা শব্দ জুড়ে গালে হাত দিয়ে ভাবতে বসতে বাধ্য করে পাঠককে।
    ঈর্ষা রেখে গেলাম,সাথে প্লাস


    চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।