আকাশজুড়ে মেঘের সভা, সূর্য মেঘে ঢাকা
চিন্তা ছিল, ভাবনা ছিল, মনটা বেঁধে রাখা।
রসায়নে মন বসে না, বইয়ের পাতায় চোখ,
জানলা খোলা, ভেজা হাওয়া জানায় অভিযোগ।
এলোমেলো মাতাল হাওয়ায় উড়ুউড়ু চুল,
সমীকরণ লিখতে গিয়ে সাজাই শুধু ভুল।
চোখ চলে যায় মাঠ পেরিয়ে মেঘবালিকার সাথে,
বই খাতা সব রইল পড়ে, বৃষ্টি আমায় ডাকে।
বড় বড় ফোঁটায় নামে কালো মেঘের ঢল
ভিজছি আমি, ভিজছে শহর, ছায়াবীথির দল।
দমকা হাওয়ায় আঁচল ওড়ে, ওড়ে আমার মন
কদম, বেলি, বকুল, হেনা মন করে উন্মন।
ক্লান্তি ছিল, ভ্রান্তি ছিল—জলে গেল ধুয়ে
মন্দমধুর বৃষ্টিমালা হূদয় গেল ছুঁয়ে।
হিমেল হাওয়া বইছে ভীষণ, শীতল করে প্রাণ
বৃষ্টিধারা সৃষ্টি করে মিষ্টিমধুর তান,
চুমুক চুমুক কফির কাপে, মধুর এ আবেশ
ভাবি জীবন মন্দ তো নয়। এই তো আছি বেশ।
১৫ টি মন্তব্য : “বৃষ্টিবিলাস”
মন্তব্য করুন
সুন্দর লিখছ আপু:-)
🙂 🙂 🙂 🙂
ধন্যবাদ ভাইয়া।
খেয়া (২০০৬-২০১১)
:clap: :clap:
:hatsoff:
:shy: :shy: :shy: :shy: :shy:
খেয়া (২০০৬-২০১১)
বড় আর হবিনা তুই সি ই ও আপা??? 😛 😛 তোর মনটা এখনো রসায়ন আর সমীকরণেই বাঁধা পড়ে আছে!!!
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
এই কবিতা অনেক আগে লেখা রে বইন। 🙂
খেয়া (২০০৬-২০১১)
হুম, খেয়া অনেক আগে থেকেই কবি : ;))
:shy: :shy:
খেয়া (২০০৬-২০১১)
:dreamy: :dreamy: :dreamy: :dreamy: ;;) ;;) ;;) ;;)
;;; অনেক সুন্দর হয়েছে খেয়া আপু ... :just: awsm ...
abid
ধন্যবাদ ভাইয়া। 🙂
খেয়া (২০০৬-২০১১)
ধন্যবাদ ভাইয়া। 🙂
খেয়া (২০০৬-২০১১)
:just: 5 STAR. :thumbup:
:shy: :shy: :shy: 😀
খেয়া (২০০৬-২০১১)