আজ শুধু শুন্যতার লীলাখেলা
দরজার গভীরে
বিবেককে প্রশ্ন করে কোন
উত্তর খুঁজে পাওয়া যায় না।
এ যেন এক অর্থহীন পার্থিব আগ্রাসন
নিরন্তন পিচঢালা পথে
যে আশাবাদী অক্ষরেরা সংগ্রাম করে
দাম্ভিকতার নিষ্ঠুর অনুকম্পায়
তা সবই চাপা পড়ে যায়।
আজ শুধু ক্রোধ খেলা করে
ছায়াপথের নীহারিকার বেড়াজালে।
তাদের উপর তীব্র ঘৃণা জন্মে
সত্তা উন্মুক্ত হয়ে উঠে তাদের হত্যা করার জন্য।
সাগরের পাড়ে খেলা করে দুরন্ত ঢেউ
তা দেখে-
আমাদের মত কেউ বিচলিত হয় না।
আজ জয় হয় মিথ্যার
সততা জয় পায় না পৃথিবীর চক্রে।
কিন্তু আজ যারা দায়ী
তারা নিশ্চল অবিচল।
তারা ঐ দূর নক্ষত্র
যা দেখা যায় কিন্তু স্পরশাতীত ।।
শুধুই কিছু বিলাসী শব্দের ব্যাবহার দেখলাম,বিলাসী শব্দের প্রয়োগে যে বিচ্ছিন্ন লাইনগুলো কবিতা হয়ে দাড়ায় না,আশা করি এটা আপনার জানা আছে।
মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি।
চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।
বড় ভাই সবাই নিশ্চয়ই আপনার মত রবীন্দ্রনাথ না... এটা হল মুক্ত চিন্তার জায়গা... এখানে মোডারেটর দের দৃষ্টি আকর্ষণ এর কি আছে...... যাই হক আপনার মতবাদ এর জন্য আপনাকে অসংখ্য ধনবাদ... :thumbup:
অত্যন্ত সুন্দর লেখা... পরে ভাল লাগলো...। :just: ::salute::
ব্লগে স্বাগতম 🙂
হামীম, এটা এই লেখকের প্রথম লেখা , সেই হিসেবে হয়ত অসাধারণ না, কিন্তু আমরা তো নতুনদের উৎসাহিত করতেই পারি ! গাইতে গাইতেই সবাই গায়েন হয় 🙂
আজকালকার গানের লিরিক্সের মত হইল...
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.