দূরত্ব

তুমি আর আমি

এখন দুজন দুগ্রহের বাসিন্দা,

কেটে গেছে অনেক দিন, কিন্তু

কমেনি আমাদের মাঝের দূরত্ব;

তারপরও জানি

আমরা দুজন দুজনকে ভালোবাসি।

 

চলে গেছে সে ক্ষণ, যখন

তোমার ছায়াকে অনুসরণ করত আমার পদচ্ছাপ,

এখন চলে যায় দিনের পর দিন, তবুও

আমার হৃদয় পায় না তোমার কোমল স্পর্শ;

তারপরও আমি জানি

আমরা দুজন দুজনকে ভালোবাসি।

 

মনে পড়ে সেই দিনের কথা,

একই পথে তোমার-আমার হেঁটে চলা, পাশাপাশি,

কিছু কথা, কিছু গান, কিছু স্পর্শ দিয়ে

দুজনে একসাথে বুনে চলতাম সুখ-সময়ের উর্ণাজাল।

হয়ত এখনও সে পথে তুমি হেঁটে চল,

তোমার পাশে হেঁটে চলে সে সুখস্মৃতিগুলো;

হয়ত সে স্মৃতিগুলো মুছে জায় তোমার অশ্রুধারায়,

কিন্তু তারপরও তুমি জান

আমরা দুজন দুজনকে ভালোবাসি।

 

জানি, তুমি ভুলবে না সেই সময়ের কথা।

তোমার চোখে খুঁজে পেতাম আমার নীল আকাশ,

আর আমার মাঝে খুঁজে পেতে তোমার সুখ-সমুদ্র;

এখন তুমি হেঁটে চল নীল আকাশের নিচে,

খুঁজে বেড়াও তোমার হারানো সাগর।

আর আমি ছুটে চলি নীল অসীম সমুদ্র-বক্ষে,

খুঁজে ফিরি সে পুরনো আকাশকে,

কেননা আমরা জানি

আমরা দুজন দুজনকে ভালোবাসি।

 

দূরত্ব বেড়ে চলে আমাদের,

সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ে ভালোবাসাও।

হয়ত এভাবেই কেটে যাবে আমাদের জীবন;

দুটি জীবন, একই সাথে

খুঁজে চলবে অসীম ভালোবাসার অনন্ত গভীরতা।

 

[এ কবিতাটা যাকে নিয়ে লেখেছিলাম, সে আজকে আমাকে ছেড়ে চলে গেছে…… 🙁 …]

৮০৭ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “দূরত্ব”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    যারা এখানে রেটিং করেছে তাদের নাম জানতে ইচ্ছে করছে... x-(

    রায়হান, হাত-পা খুলে লিখতে থাক...আর হ্যাঁ, আগের লেখাগুলো পড়ে ফেলিস...সিসিবিতে দূর্দান্ত অনেক কবিতা আছে, আমি শিওর অনেক কিছু শিখতে পারবি... :clap:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।