জাপানী মামার সনেট

আহা কি সুন্দর দেখো, পূর্ণিমার রাতি
আকাশেতে উড়িতেছে একপাল হাতি।
শরীরেতে নেই কোনো উড়িবার পাখা
পদগুলো নীচে থেকে মেলে দেয় শাখা॥
পদের শাখার দ্বারা জুড়িয়া আঘাত্‍
হাতি গুলো উড়ে যায় মেলে দিয়ে হাত॥

গগনে দেখিয়া হাতি তেলাপোকা ভাবে,
আমি কি পারিব কভু এভাবে উড়িতে?
হাতিদের আছে মুখে শুঁড় একখানা,
দুইখানা শুঁড় মোর, সাথে আছে ডানা॥
যেই ভাবা সেই কাজ, আরশোলা টলে!
উড়িবার শখ নিয়ে চলিল হেঁশেলে।
ঝাঁকে ঝাঁকে উড়ি উড়ি বসিল দেয়ালে,
ডিমগুলো পড়ে নীচে, বুয়া নেয় তোলে॥

৮৭৪ বার দেখা হয়েছে

১টি মন্তব্য “জাপানী মামার সনেট”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।