তুমি যখন খুব তাড়াহুড়ো করতে গিয়ে,
চোখের কাজল লেপ্টে ফেল,
কিংবা মেজেন্ডা রঙের জামার সাথে,
ভুল করে পড়ে ফেল নীল চুরী।
অথবা তোমার টিপ পয়তাল্লিশ ডিগ্রী কোণ করে,
সরে যায় কপাল থেকে।
তখন মনে হয় এই অগোছালো তুমিই বুঝি,
আমার অসমাপ্ত পৃথিবীর অবিন্যস্ত দেবী।
আচ্ছা,
তখন কেমন লাগে বলবে?
যখন তুমি আমার কনিষ্ঠা আঙুল ধরতে গিয়ে,
অনামিকা ধরে ফেল
নখের আলতো আঁচড়ে আমাকে দাও
ভালোবাসার সূক্ষ্ম সূক্ষ্ম ব্যথা
আমার রুক্ষ্ম রুক্ষ্ম চুলে মনের ভুলে বুলাও হাত।
তুমি যখন খুব তাড়াহুড়ো করতে গিয়ে,
চুলের ক্লিপ আনতে ভুলে যাও
পৃথিবীর সবচেয়ে সুন্দর পতাকা তোমার উড়ন্ত চুল যখন
পৃথিবীর সবচেয়ে সুন্দর মানচিত্র তোমার মুখে এসে পড়ে
সেই উল্লাসে আমিও যে কাঁপি?
বুঝতে পারো তুমি?
তুমি যখন খুব তাড়াহুড়ো করতে গিয়ে,
তোমার লকারের চাবী ফেলে আসো
কিংবা রিক্সা থেকে নামতে গিয়ে তোমার ওড়না আটকে যায়
তখন সেই চটপটে তোমাকেই আমার বেশি ভালো লাগে।
তুমি যখন তাড়াহুড়ো করতে গিয়ে আমাকে ডেকে ফেল ভুল নামে
ভুল কবিতার ছন্দ খুঁজে যাও
তখন মনে হয় তোমার সেই তাড়াহুড়াকেই আমি বেশি ভালোবাসি. . .
রাব্বী আহমেদ
অসাধারন। অনেকদিন পরে একটা লেখা প্রিয়তে যোগ দিলাম। আমিও একটা কবিতা শেয়ার দিলাম।
DELIGHT IN DISORDER
by Robert Herrick (1591–1674)
A SWEET disorder in the dress
Kindles in clothes a wantonness :
A lawn about the shoulders thrown
Into a fine distraction :
An erring lace which here and there
Enthrals the crimson stomacher :
A cuff neglectful, and thereby
Ribbons to flow confusedly :
A winning wave (deserving note)
In the tempestuous petticoat :
A careless shoe-string, in whose tie
I see a wild civility :
Do more bewitch me than when art
Is too precise in every part.
চ্যারিটি বিগিনস এট হোম
🙂 🙂 🙂 🙂 🙂 dhonyobad vaia.:)
ভাই অনেক দিন পর এতো অসাধারণ একটা কবিতা পড়লাম ।
আমি কবিতা তেমন একটা বুজি না , আর পরিও না । তবেঁ
মনে হয় এই প্রথম কোন কবিতা আমার ভাল লাগল ।
ভাই আপনি অবশ্যই লেখা লিখি চালিয়ে যাবেন ।
আপনার জন্য দোয়া রইল ।