আশা করেছিলাম আজ সকাল হবে না

আজ যদি সকাল না হতো
আমি অবাক হতাম না ।
গতকাল যে বিশ্রী রাত কাটিয়েছি,
এক ফোঁটা বৃষ্টিও হয়নি যে
দুর্গন্ধ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।

সৃষ্টিকর্তা বোধ হয় বড়ই কৃপাময়
তাইতো পচন ধরা এই ধরায়
এখনো সকাল আসে দুপুর আসে
আবার দুপুর গড়িয়ে রাতও আসে।

কেউ কেউ বলছেন
গতকাল রাতে এমন কি হয়েছিল ?
একটির জায়গায় এখন প্রায় একশটি টিভি চ্যানেল
কই, কোথাও তো কিছু দেখে নি ?
দেশ এখন আনালগ থেকে ডিজিটাল
মুহূর্তে দুনিয়া চষে বেড়ায় আজকালকার ছেলেগুলো
কই, তাদেরও দেখেনি ব্লগ কিংবা ফেছবুকে কিছু বলতে ?
তাহলে এমন কি ঘটেছিল ?

গতকাল রাতে অসহায় পিতার সন্তান
এই দেশের সবচেয়ে মহৎ পেশাজীবী
ডাঃ ইভা ধর্ষিত হয়েছে এবং
শুধু ধর্ষণে হয়তোবা মজা পাওয়া যায় না
তাই তাকে নৃশংস হত্যাও করা হয়েছে ।

গতকাল রাতের ইতিহাস নিয়ে
প্রতিবাদী আপনাদের নিরুত্তাপ থাকাটি
আমাকে শুধু অবাক করে নি,
সৃষ্টিকর্তাকেও বোধ হয় অবাক করেছে ।
তাইতো আশা করেছিলাম
হয়তোবা আজ সকাল হবে না ।

আজ আন্তর্জাতিক নারী দিবস । এই বিশেষ দিবসে সবার প্রতি আবেদন আপনারা নারীদের নিরাপদ বাস নিশ্চিত করুন । আর তাহলেই দেখবেন তাদের অর্জন তারা নিজেরাই  করে নিচ্ছেন ।

১টি মন্তব্য “আশা করেছিলাম আজ সকাল হবে না”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।