ক্যাফাইন এর মাত্রা তীব্র থেকেও অতিরিক্ত
নির্ঘুম রাত, আর একটি অনুৎপাদনশীল মস্তিষ্ক – চিন্তাসিক্ত,
ভেড়া গোনা আর ঘুমপাড়ানি গান – কবেই হয়েছে ছার……
এই হাফ বার্গার চাঁদের রাতে- আমি তো আমার……
তুমি কার ??????
আধখানি চাঁদ- নির্লিপ্ত, জবুথবু আর চৌচির
আধখানি ঘরে আধখানি স্বপন– দুর্দান্ত অস্থির
লাল পেড়ে শাড়ি আর টানা কাজলের মোহ–
আমি সে কবেই করেছি পার…
ঐ চাঁদ মেঘে ঢাকলেও আমিতো আমার……
তুমি কার ????
ডাহুকের গান কিম্বা বনহংসির ছল…
সব যাক উড়ে যাক, আমি হই নিশাদল,
যাই উড়ে যাই মেঘ থেকে মেঘের ওপার……
যে মেঘ ঢাকে আধখানি চাঁদ- সেতো তার……
আমি আমার, তুমি কার ???