বিসিএস পরীক্ষার প্রিলিমিনারী’র ফলাফল দিয়েছে। আমদের সবার অতি পরিচিত মাস্ফু :just: কোয়ালিফাই করেছে। অভিনন্দন মাস্ফু কে। কিন্তু বাকিরা কোথায়? তাদের কি অবস্থা? আশা করি খুব তাড়াতাড়িই আমরা বাকিদের ফলাফলও জানতে পারবো।
মাস্ফু’র রেজাল্টটা আমাকে সত্যিই অভিভূত করেছে। বেচারা অনেক কষ্ট করেছিল। বিসিএস এ অংশগ্রহনের জন্য লাস্ট সেমিস্টারে সে রেকর্ড পরিমাণের ক্রেডিট নিয়েছিল (আমি ভূল হলে কেউ সংশোধন করবেন প্লিজ)। এরপর প্রিলি’র প্রিপারেশনের জন্য ও অনেক খাটুনি দিয়েছে।
বিস্তারিত»