গায়ক বব মার্লেকে (অথবা মার্লি) কোনো বিশেষণে আখ্যা দেয়া আমার পক্ষে অসম্ভব। একরকম বালককাল থেকে অবশ্য ফৌজদারহাটে তার গানের সঙ্গে পরিচয়। জনপ্রিয়তার তুঙ্গে এক গায়ক। মুখে মুখে ফিরতো তার গান, “নো ওমেন, নো ক্রাই”, “বাফালো সোলজার” তো বটেই আমার প্রিয় হয়ে ওঠেছিল, “গেট আপ স্ট্যান্ড আপ”। বন্ধু শাহীন (এখন কানাডা প্রবাসী) তো গানটিকে তার জাতীয় সংগীতে পরিণত করেছিল।
সংবাদপত্রের জগতে ঢুকে মাথা থেকে গান, কবিতা, সাহিত্য, নাটক, চলচ্চিত্র- যাবতীয় সব কলাকে একেবারে ঝেটিয়ে জীবন থেকে সরিয়ে দিয়েছিলাম। পেশার প্রথম জীবনে রিপোর্টার ও পরে সংবাদ ব্যবস্থাপকদের একজন হিসাবে প্রধান বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করতে গিয়ে এসবই হারিয়ে গিয়েছিল আমার জীবন থেকে।
অনেকদিন পর প্রায় দেড় বছর আগে সংবাদপত্রে মোবাইলের ওয়েলকাম টোনের তালিকা পড়তে পড়তে আবিস্কার করি আমার সেই অসম্ভব প্রিয় গানটিকে। সেই থেকে গানটি আবার আমার কাছে ফিরে আসে। প্রায় একই সময়ে রেডিওর জগতে অনুপ্রবেশ করে আমার ভুলে যেতে বসা জীবনটা একটু একটু করে খুঁজে পেতে থাকি।
২০০৭ সালের ডিসেম্বরে এফএম রেডিও সম্পর্কে ধারণা পেতে ভারতের নয়াদিল্লী, চেন্নাই ও কলকাতার ৯/১০টি রেডিও স্টেশন দেখা-জানা-বোঝা শেষে ঢাকা ফেরার আগে এবিসি রেডিও’র জন্য বাংলা, হিন্দি ও ইংরেজি মিলিয়ে প্রায় দেড় লাখ টাকার অডিও সিডি কিনে আনি। বব মার্লেকে এবার আর ওয়েলকাম টোনে নয়, মূল গানেই ফিরে পেলাম।
১৯৪৫ সালে জ্যামাইকায় সাদা বাবা আর কালো মায়ের সন্তান হয়ে এসেছিলেন মার্লে। ক্যান্সারে মারা যান ১৯৮১ সালের ১১ মে মাত্র ৩৬ বছর বয়সে। বব মার্লে নিয়ে বিস্তারিত জানতে খোঁজ নিতে পারো ইউকিতে।
মিশ্র বর্ণে জন্ম নিয়েও প্রচন্ডভাবে রাজনৈতিক সচেতন মার্লে কালো মানুষের ক্ষমতায়নে বিশ্বাস করতেন। তার ‘ব্ল্যাক প্রগ্রেস’, ‘ফোর হানড্রেড ইয়ারস’, ‘আফ্রিকান হার্বসম্যান’, ‘বাফালো সোলজার’, ‘ওয়ার’- এমন সব গানে এই বিশ্বাস উচ্চকিত কণ্ঠে ঘোষিত হয়েছে।
মার্লে ও তার ব্যান্ড The Wailers’ ১৯৭৪ সালে (যে বছর আমরা ফৌজদারহাটে ঢুকি) Burnin নামে যে অ্যালবামটি নিয়ে আসে তাতে ছিল বিখ্যাত গান ‘গেট আপ স্ট্যান্ড আপ’। ষাট ও সত্তুরের দশকে বিশ্বের দেশে দেশে উত্তাল জাতীয়তাবাদী ও সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনে বিদ্রোহী মানুষের বুকে সাহস জুগিয়েছে এই গান।
গানটির কথা ও লিংক দিলাম তোমাদের জন্য।
ARTIST: Bob Marley and the Wailers
TITLE: Get Up, Stand Up
ALBUM: Burnin
Get up, stand up, stand up for your right
Get up, stand up, don’t give up the fight
Preacher man, don’t tell me heaven is under the earth
I know you don’t know what life is really worth
It’s not all that glitters is gold and half the story has never been told
So now you see the light, aay, stand up for your right, come on
Get up, stand up, stand up for your right
Get up, stand up, don’t give up the fight
Most people think Great God will come from the sky
Take away ev’rything, and make ev’rybody feel high
But if you know what life is worth, you would look for yours on earth
And now you see the light, you stand up for right, yah
Get up, stand up, stand up for your right
Get up, stand up, get up, stand up
Don’t give up the fight – life is your right
Get up, stand up, so we can’t give up the fight
Stand up for your right, Lord, Lord
Get up, stand up, keep on struggling on
Don’t give up the fight, yeah
We’re sick and tired of your ism schism game
Die and go to heaven in Jesus’ name, Lord
We know when we understand
Almighty God is a living man
You can fool some people sometimes
But you can’t fool all the people all the time
So now we see the light
We gonna stand up for our right, so you’d better
Get up, stand up, stand up for your right
Get up, stand up, don’t give up the fight
এখানে শুনো “গেট আপ স্ট্যান্ড আপ”
১ম B-) B-)
তথ্যবহুল পোষ্ট :boss: :boss:
গানটাও সেরকম B-)
ধন্যবাদ ভাইয়া।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
দিলে দাগা দিলেন সানাউল্লাহ ভাই... আর চুপ থাকতে পারলাম না.... পোস্ট দিতেছি একটা।
তাইলে একটা কাম :no: :no: :no: (কাজ) করছি?
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
দূর ইমো মিলে নাই। 😕
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ব্যাপক, খাড়া করাইন্যা, উত্তেজক গান। :-B
কালোদের জাগানোর জন্য ... অসাধারণ গান।
shaggy'r করা রিমেইকটাও খারাপ না ...
মার্লে বসের সব গানেরই লিরিক অসাধারণ ...
(সানাভাই একের পর এক চমৎকার সব গান নতুন করে উপস্থাপনের মাধ্যমে চামে ফৌজদারহাটের পোষ্ট বৃদ্ধি আর ABC রেডিও'র এড করে যাচ্ছেন। চালায়া যান বস, কুন সমস্যা নাই ... )
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ভায়াগ্রার কাম দিছে?? :guitar: :guitar: :guitar:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:boss: :boss:
কালো জিন্দাবাদ
কত কথা কইতে মন চায়, পোলাপান বেশি এইখানে, কইতে পারি না। এসএমএস দেবোনে।
তাইফুর ভাই
শুধু কালোদের জাগানোর জন্যে ? এটাতো আমার মনে হইছে বিপ্লবের গান। অধিকার বঞ্চিত সব মানুষের জন্যে। সাম্রাজ্যবাদবিরোধী সব মানুষের জন্যে।
শুধু কালোদের জাগানোর জন্যে বললে এই গানটাকে একটা লেবেল দিয়ে ফেলা হয়। এতে এটি তার চিরন্তন আবেদন হারাতে পারে। 😀
কামরুল, sorry,
আমি আসলে বলতে চেয়েছিলাম ... শুরুতে গানটা কালোদের নিয়েই লেখা হয়েছিল। তবে গানের কথা পরবর্তিতে অধিকার বঞ্চিত, সাম্রাজ্যবাদবিরোধী সব মানুষের জন্যে প্রযোজ্য হয়ে যায়।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
জুনিয়রকে সরি বলায় তাইফুর ভাইয়ের ব্যাঞ্চাই ;;;
আর আমি :frontroll: দিয়া আসি 🙁
মাঝ খান থেইক্যা কথা না বইল্যা পারলাম না... B-)
তাইফুর ভাইএর কাছে এইটা কালোদের জাগানোর জন্য … জন্য জেনে আমি মাঝরাতে এক কৃষ্ণবর্ণ দোস্তরে ঘুম থেকে জাগায়া গানটা শুনাইতে গেছিলাম... O:-)
হেয় কইছে কাইল আমার বাড়িত আইস্যা জবো করি যাবে... :bash:
তাই এখন আমি নিঃসংকোচে তাইফুর ভাইএর ব্যান চাই... 😡
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz: :khekz: :just: :pira:
সহমত! :thumbup:
আমার তো মাঝে মাঝে পারিবারিক জীবনেও এই গানটা গাইতে ইচ্ছা করে... 🙁
কারণ,পুরষ মানুষ দুই প্রকার...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আপনের এই কমেন্ট এর লিংক যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠায় দিবো নাকি? ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
এই সপ্তাহটারে তাইলে সিসিবি সুরলহরী ঘোষনা করাই যায়। ;;;
আমি প্রথম শুনেছিলাম বাফেলো সোলজার। গাওয়ার ভঙ্গি আর তার ব্যাতিক্রমী গলা মন কেড়ে নিয়েছিলো। কলেজে “গেট আপ স্ট্যান্ড আপ” শুনেছি অনেকবার। প্রতিবার নতুন করে মুগ্ধ হয়ে। তার আরো ক'দিন পরে নো উইমেন নো ক্রাই। তখন তো ইন্টারনেট এতো হাতের কাছে ছিলো না। প্রতিটা গান শুনেছি বিচ্ছিন্ন ভাবে। তারপর যখন হাতের নাগালে এলো তখন একসাথে মার্লের অনেক গান যোগাড় করে শুনে ফেললাম। 😀
বব ডিলান, জন ডেনভার আর বব মার্লে এই তিনজন আমার সব সময়ের প্রিয় গায়কের তালিকায়। :thumbup:
অনেকদিন পর আবার একেবারে লিরিকস ধরে ধরে শুনলাম। লাবলু ভাই অনেক ধন্যবাদ। :boss:
সবাই যার যার কাম করতাছে। তুমি নাটক বানাও। আন্দালিব কবিতা লিখে, মাসুম, মুহাম্মদ সিনেমা দেখে আর তার গল্প করে। আমি কি করি?
খুঁইজ্জা গান শোনানোর কামটা বাইর করলাম। তবে তুমি বহুত কষ্ট বাড়াইয়া দিছ। তোমার ভ্যান চাই। :)) :)) :))
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সিসিবিতে ভ্যান করলে কিন্তু এবিসিতে চইলা আসুম ;;;
আমার চাকরিডা খাইতে? :(( :(( :(( আমার পেটে ..... দিতে চাওয়ায় আবার তোমার ভ্যাঞ্চাই!! 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
তাইলে তো আফ্রিকা যাওয়া ছাড়া আর কোন উপায় নাই ;;;
মাসুম পথ দেখাইয়া দিছে না? ওইখানেই তো যাইতে চাইবা!! :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
একজন কথা বান্ধবী যোগাড় কইরা দিলে আর যামু না। ;;;
আমিও চাই
তোমাদের বান্ধবীরা কথা কয় না?? কও কি?? শেষ পর্যন্ত বোবার সাথে .........!! আমি তো জানি সব :just: বান্ধবীরাই "কথা বান্ধবী"!!
এখন পর্যন্ত কুনু কথা বান্ধবী যোগাড় করতে না পারায় :dreamy: :dreamy: কামরুল আর রবিনের ভ্যাঞ্চাই!! :thumbdown: :thumbdown: :thumbdown:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
এই দুই লাইন বাঁধাই করে সংসদে রাখা উচিৎ... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সংসদ সদস্যরা পড়ে বুঝতে পারবে ? B-)
তাইলে মিলা ভাবীরে দিয়া বাংলা তর্জমা করে তারপর সংসদ শুরুর আগে বাজানো যাইতে পারে O:-)
সাতেও নাই, পাঁচেও নাই
তাইলে জামাতের যেই দুইজন সংসদ সদস্য আছে ওদের অযু নষ্ট হইয়া যাবে ;;;
সমস্যা নাই। তাইলে তিশমার হাতে লোটা ধরায়া সংসদের বাইরে দাঁড় করায়া রাখা যায় ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
তখন তো ওদের গোসল ফরজ হইয়া যাবে ;;;
😮 😮 😮
আপনের কাছে তো পুরা খনি... 😀
এক এক করে আমাদের সাথে শেয়ার করতে থাকুন... ;;)
সানা ভাই, তু সি গ্রেট হো... :salute:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বিমানবন্দর দিয়া বহুত ভয়ে ভয়ে বাইর হইছিলাম। আটকাইয়া দিলে চোরাচালানি B-) B-) B-) হিসাবে পত্রিকায় ছবি ছাপা হয়ে যেত!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আরে ব্যাপার না বস। :thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সানা ভাই এইরকম পোষ্ট দিলে আমার মত পোলাপানের বেশ উপকার হয়। এংরেজি বুঝি না বইলা এংরেজি গান শুনতে পারিনা। আল্লার কসম গানের মধ্যে কোন ভাষায় যে এংরেজি কয় আমার এন্টেনা কিছুই ধরে না।
হুম, বব মার্লে নিয়া কথা হইতেছে। বুঝতে পারছি।
বস আপ্নারা চিটাগাং কবে আইবেন? ওয়েবের কি অবস্থা? কবে নাগাদ শুনতে পামু?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
চিটাগাং যাইতে আরো এক-দেড় বছর লাগবো। তবে এই মাসেই ওয়েবসাইট চালু করতে পারবো আশা করি।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
তখন যদি ফয়েজ ভাইয়ের খুলনা পোস্টিং হইয়া যায় ? ;;;
খুলনা পোষ্টিং হওয়ার কুনু চান্স নাই,
তয় চাকুরী চেঞ্জ করলে কি হইব এইটা কইতে পারি না।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
চেষ্টা আছে ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী বিভাগে একসঙ্গে চালু করার।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস রংপুর বিভাগ হয় হয়। ওইটাও একটু মাথায় রাইখেন তাইলে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এক তোমার জন্য চিটাগাং, খুলনা এরপর রংপুর!! আমি কই যাই?? ~x( ~x( ~x( ~x( ~x(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আপনি বড় ভাই না, আপ্নারা যদি না করেন কে করবে আর বলেন। 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:grr: :grr: :grr: বড় ভাইরা এইভাবে হাসে!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
=)) =)) :goragori: :goragori: হাসার জন্য নিজেই :frontroll: :frontroll:
"বাফেলো সোলজার্স" গানটাই আমার বেশি ভাল লাগে।
অনেকেরই তাই।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"