(কবিতা দেয়ার দুঃসাহস দেখাইলাম। ডরে আছি। )
অর্থহীন বিষণ্ণতা ঘিরে ধরে আমাকে তার ধূসর আবরণে,
অথবা শুধু ঘিরে ধরে না, গ্রাস করতে চায় আমার সত্তাকে।
আমি তাকে ধরতে পারি না , সে আমাকে ছুয়ে যায়,
আমার বোধ গুলোকে শুধুই এলোমেলো করে দেয়।
অদ্ভুত সে আমাকে আচ্ছন করে ফেলে কোন অজানা মোহে,
আধারের বুকে নিঃসঙ্গ আমার পাশে জেগে রয় পাহারায়।