বিসিএস পরীক্ষার প্রিলিমিনারী’র ফলাফল দিয়েছে। আমদের সবার অতি পরিচিত মাস্ফু :just: কোয়ালিফাই করেছে। অভিনন্দন মাস্ফু কে। কিন্তু বাকিরা কোথায়? তাদের কি অবস্থা? আশা করি খুব তাড়াতাড়িই আমরা বাকিদের ফলাফলও জানতে পারবো।
মাস্ফু’র রেজাল্টটা আমাকে সত্যিই অভিভূত করেছে। বেচারা অনেক কষ্ট করেছিল। বিসিএস এ অংশগ্রহনের জন্য লাস্ট সেমিস্টারে সে রেকর্ড পরিমাণের ক্রেডিট নিয়েছিল (আমি ভূল হলে কেউ সংশোধন করবেন প্লিজ)। এরপর প্রিলি’র প্রিপারেশনের জন্য ও অনেক খাটুনি দিয়েছে। আল্লাহ তার এই পরিশ্রমের মর্যাদা দিয়েছে। কিন্তু মাস্ফু, তোমার এখন দায়িত্ব আরো বেড়ে গেছে। লিখিত পরীক্ষার জন্য এখন থেকেই লেখা পড়া শুরু করে দাও। সিসিবি’র সব ভাই বোনদের দোয়ায় তুমি অবশ্যই কামিয়াব হবে – এ আমার দৃঢ় বিশ্বাস।
বাকিদের জন্য ও আমার একই কথা। সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে নিজ নিজ মেধা ও মননে সিসিবি তথা ক্যাডেট কলেজ পরিবারের নাম উজ্জ্বল করবে এইহোক আমাদের প্রত্যাশা।
আগে 'রস' থেকে মিষ্টি নিয়ে বাসায় আসুক। তারপর অভিনন্দন। ;;;
:hatsoff: মাস্ফ্যু।
শুভকামনা রইল।
এই তৌফিক,
কেমন আছ তুমি ভাইয়া? অনেক দিন তোমার লগে কথা হয়না (যদিও দোষটা পুরাটাই আমার)। সব কিছু ঠিকঠাক তো?
সালাম আহসান ভাই। চলে আরকি। আপনার কি খবর? 🙂
দেশে আসার চেষ্টা করতেছি। আমি আসার আগেই কাজ সাইরা ফেইলেন না। অনেকদিন দাওয়াত খাই না। :dreamy: :dreamy: :dreamy:
:party: :party: :awesome: :awesome:
:just: congrats
আমার হয় নাই... 🙁
এত কষ্ট করেও কোন ফল পাইলাম না... :khekz: :khekz: :khekz:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তুইও ‘রস’ থেকে মিষ্টি নিয়ে বাসায় আয়। ;;;
মিষ্টি আমার পছন্দের না... :no:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ঠিক আছে , তুই মিষ্টির ছোট বোন বৃষ্টিরে নিস। মিষ্টি আমার কাছেই থাকুক। ;;;
জুনি,
এত কষ্ট পাবার কিছু নাই...।
আগামীতে হবে ইনশাল্লাহ...।
=)) =)) =))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সব্বাশ...
বাঘের বাচ্চা...
I liked that attitude...
জুনায়েদ এইডা কিদিলিরে???
:khekz: :khekz: :khekz: :khekz: :gulti: :gulti: :gulti:
তোরে একটা :salute:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ঐ :salute:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
:pira: :goragori:
:goragori: :khekz: :khekz: :khekz:
:khekz: :pira:
কংগ্রেটস মাস্ফু ভাই :awesome: :awesome:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
অভিনন্দন !!
অভিনন্দন মাস্ফু :clap: :clap: :clap:
অফটপিকঃ বরিশালের ডাবল সেঞ্চুরী হয়ে গেছে... :awesome: :party: :hatsoff: :tuski: :awesome: :party: :hatsoff: :tuski:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মাস্ফুর নামে পোস্ট দিয়া ট্যাগে বরিশাল ঝুলাইয়া চামে ডাবল সেঞ্চুরী করার জন্যে আহসান ভাইয়ের প্যারাসুট সহ ব্যাঞ্চাই ;;;
:just: :salute:
মাসরুফরে একটা এসএমএস করছিলাম রেজাল্ট জানার জন্য। কোন উত্তর না পাইয়া ভাবছিলাম মন বুঝি খারাপ ওর। আহসান ভাইর পোষ্ট পড়ে বড়ই ভাল লাগল।
মাসরুফের জন্যে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি প্রিলির সুখবরের মত আরো একটা সুখবর পোস্ট পাবো, সেখানেও আবার শুভকামনার কথা লিখতে পারবো। কবীর ভাই, আপনিও লেগে থাকেন। 🙂
মাস্ফু না মাত্র ৫০টা ঠিক করছিল? কত কান্নাকাটি, পাস করব না। অহন এইসব কি? মিস্টি চাই লগে ভ্যাঞ্চাই
:thumbup:
নাকের পানি চোখের পানি এক করি ফেলছিল। এক্কেরে রজার ফেদেরার মত।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
প্রিলিতে পাশ করছ, খুব ভাল কাম করছ। তয় আমি কই কি এত খুশি হওয়ার কিছু নাই। সামনে আরও মেলা পরীক্ষা আছে। াছায় আইকা লাগায় পড়তে ব ব্যাটা।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
অভিনন্দন মাশ্রুফ ভাই :hatsoff:
আগে ‘রস’ থেকে মিষ্টি নিয়ে আসুক। তারপর অভিনন্দন।
সবাই শুধু 'রস' থেকে মিষ্টি আনার কথা বলছে কেন? আমি তো জানতাম মিষ্টি থেকে 'রস' আসে :-B
সাতেও নাই, পাঁচেও নাই
:khekz: :khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:khekz: :khekz: :khekz:
:chup:
মাস্ফ্যু ভাই, সংবাদটা যখন প্রথম শুনলেন তখন আশেপাশের কাউকে আনন্দে :just: জড়ায়া ধরেন নাই তো আবার? :guitar:
:hatsoff:
সাতেও নাই, পাঁচেও নাই
:shy: :shy: :shy: তুই জানলি ক্যামনে???ব্যাদ্দপ পোলা সিনিয়ররে ফলো করস ক্যান??(ফলো করা মানে আড়ালে সিনিয়র কি করে তা দেখা-জেসিসিতে কঠিন শাস্তিযোগ্য অফ্রাধ)
:just: congrats
:just: অভিনন্দন মাস্ফু :hatsoff:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
অনেক অভিনন্দন মাস্ফুকে। :hatsoff:
কিন্তু অয় গেল কই? সবাই এত wish করতেসে, ওর কোন জবাব নাই ক্যান্? :tuski:
জুনা ভাই, আপনার ভাবীর হইসে তো?
অনেক :just: অভিনন্দন মাস্ফুকে :hatsoff: :hatsoff: :hatsoff: ।
অভিনন্দন বিসসি'ক ে:thumbup: :thumbup: । :awesome: :awesome: :awesome: :awesome: :hatsoff: :guitar:
অনেক অনেক অভিনন্দন :just: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: ।
বিসিসি'কেও অনেক অভিনন্দন 😀 😀 😀 😀 😛 😛 ।
Life is Mad.
:hatsoff: মাস্ফ্যু। যদিও আমি সরকারি চাকরি পছন্দ করি না। কারণ আছে অনেকগুলা। একটা বলি। এক্কেবারে সাম্প্রতিক ঘটনা।
আমার শ্যালক এডমিন ক্যাডারে। এখন একটা উপজেলার ইউএনও। উপজেলা নির্বাচনে তার এলাকার ভোট কেন্দ্রগুলো দখল হয়ে যাওয়ায় সে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে ভোট বন্ধ করে দেয়। তারপর শুরু হয় খেলা। তাকে ঘেরাও করে, গালিগালাজ তো আছেই। ডিসি কোনো সাহায্য করেনি, বরং আম্লীগের ক্যাডারদের মতো ওইভাবে নির্বাচনে করে ফেলতে বলে। এক পর্যায়ে আমাকেও সাহায্য করতে হয়েছে। নির্বাচন কমিশনে কথা বলে সেনাবাহিনী পাঠিয়ে অবরোধকারীদের হটিয়ে দেওয়া, তারপর ঢাকা থেকে আম্লীগের উপরের নেতাকে দিয়ে ফোন করিয়ে এলাকা ঠান্ডা করা..... ইত্যাদি, ইত্যাদি।
সেই সমস্যা এখনো শেষ হয় নাই। এখন তাকে ওখান থেকে সরানোর চেষ্টায় লেগে থাকতে হচ্ছে। সরকারি চাকরি করে (ফরেন সার্ভিস ছাড়া বাকিগুলা) সরকারি দলের গুন্ডাদের কথামতো চলা বা মন্ত্রী-এমপির চাকর হয়ে থাকার কোনো মানে হয় না!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস, ভালো ছেলেদের এই সব পোষ্টে যাওয়া দরকার। তা না হলে দেশ আরও পিছিয়ে যাবে।
কাউকে না কাউকে তো এগিয়ে যেতে হবে, না হলে এসব পোষ্টে আসবে অযোগ্য একজন।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
মাসরুফ ভাইকে অভিন্দন :thumbup:
মানুষ তার স্বপ্নের সমান বড়
মাস্ফ্যু, অনেক অনেক অভিনন্দন। আশা করি, সামনে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার খবর শুনতে পাব।
আমাদের সবার দোয়া তোর সাথে আছে।
মাস্ফ্যুর বক্তব্যঃ
প্রিয় সিসিবির ভাই বোনেরা,
জুনায়েদ ভাইয়ের ভাষায় "অচো" না হইয়াও কয়ডা কথা কইয়া লই।ঈমানে কইতাছি আমি সর্বোচ্চ পামু ৪৯ দশমিক ৫।এই নাম্বারে যে প্রিলি কোয়ালিফাই করা যায় সেইটা আমার ধারণার বাইরে ছিল।তাছাড়া অনেক পরিশ্রম কইরাও যখন ৫০ ও ঠিক করতে পারিনাই তখন স্বভাবতই কিছুটা হতাশা কাজ করছিল।সিসিবির আপনেরা না থাকলে পড়াশুনা ছাইড়া দিয়া সম্ভবত নির্বাসনে যাইতাম।যখন রেজাল্ট দেয় তখন আমি আমার এক যাস্ট ফ্রেন্ডের বাসায়-এক পরিচিত বড় ভাই ফোন দিয়া যখন আমার আইডি জানতে চাইছিলেন তখনও আমি ৯৯ ভাগ নিশ্চিত যে আমার হয় নাই।উনি বলার পরেও আমি বাসায় আব্বা আম্মারে জানাই নাই কারণ নিজে না দেখলে আমার বিশ্বাস হইতেছিলনা।নিশ্চিত হওয়ার পরে আমার সেই যাস্ট ফ্রেন্ড কইল(এন এস ইউ উচ্চারণে)-"ওউ মাই গাড ম্যাশ আই ক্যান্ট বিলিভ হাউ লাকি ইউ আর ইন দিস ইয়ার-ফার্স্ট ইউ গট মি এন্ড নাউ দিস নিউজ..." :shy: :shy: :shy:
যাই হোক,আমি ভালভাবেই জানি যে প্রিলি শুধুমাত্র প্রথম ধাপ,এইখানের কোন নম্বর যোগ হবেনা।আসল পরীক্ষা সামনে-রিটেন আর ভাইবা।কিন্তু প্রিলিতে টিকা আমি যেই খুশি হইছি সেইটা শেয়ার করতে তো আর দোষ নাই।ব্যাচের নিচের সারির ছাত্রদের একজন,প্রাইভেট ভার্সিটির ছাত্র এই আমার জন্য এইটাও কম কিছু না।আপনেরা দোয়া করবেন জানি বাকি পরীক্ষাগুলাও ভালভাবে দিতে পারি।"অচো" না হইয়াও কইতে পারি-পরিশ্রম আর আপনাদের দোয়াই আমার একমাত্র সম্বল-খোদা প্রদত্ত মেধা আমার কোনকালেই ছিলনা।লম্বা মানুষ হওয়ায় হাঁটুতে বুদ্ধি নিয়া (তার উপর আমি আবার গাছ)এইটুকু আসা অন্তত আমার কাছে অনেক কিছু।দোয়া করবেন বাকি পথও জানি ভালভাবে পাড়ি দিতে পারি।রবিন ভাই,তানভীর ভাই আর তপু ভাই কষ্ট কইরা মেসেজ দিছেন,আর বাকিরা এইখানে অভিনন্দন জানাইছেন।যদি চূড়ান্তভাবে মাইরা দিতে পারি মামা/মামীরা-কসম কইতাছি বুফে পার্টি দিমু(টিএশীপের টাকা সব খরচ কইরা)।সামনে কি আছে জানিনা কিন্তু আমার চেষ্টার কোন কমতি রাখুম না আশা করি।আমারে উৎসাহ দেয়ার জন্য কিভাবে ধন্যবাদ জানামু সেইটা আসলেই আমার জানা নাই।আর আহসান ভাইয়ের লগে কালকে দেখা হইতাছে-উনারে সাইজ দেওনের ব্যবস্থা করতাছ(আম্মারে অলরেডী কইছি মেজর পাত্রের জন্য সুশীল পাত্রী খোঁজার কথা)।
আর সানা ভাই,আমার আব্বা বন বিভাগে চাকরি করতেন।বনের রাজা উনার ব্যাচমেট।এইটা নিয়া খাবার টেবিলে উনারে একদিন কইছিলাম-এই তোমরা আমলারা দেশের ১২ টা বাজাইতেছ।আব্বা তখন কইছিলেন-"তুই তো পাস কইরা বিদেশ যাবি গিয়া আর নাইলে বেশি বেতনে বড় কোন মাল্টিন্যাশনালে চাকরি করবি।আমার এইটা নিয়া কোন আপত্তি নাই।এরা যে দেশের সেবা করেনা আমি সেইটাও বলিনা।কিন্তু হাস্যকর বেতনে পেটে ভাতে থাইকা সরকারী চাকরি কইরা নিজ দায়িত্ত্ব ঠিক ভাবে পালন করার সাহস না কইরা এই কথাগুলা বলা তোর মুখে খুব একটা মানাইতেছে না।সাধারণ মানুষ যারা কষ্ট পাইতেছে তাদের কথা আলাদা।কিন্তু তোর সামনে সুযোগ আছে এই পচা,নোংরা সিস্টেমটা বদলানোর চেষ্টা করার-তুই তা না কইরা বাইরে থিকা কমেন্টাই দিবি আর আমার সাথে ঝগড়া করবি।"
এইটা শুইনা আমার কি হইল-সেই মুহূর্তে ঠিক করলাম দেশে থাইকা বিসিএস দিয়া সরকারী চাকরি করুম।আমার বাইরে এম এস করার প্ল্যানও বদলায় ফেললাম-দেশেই এম এস করতেছি এখন।বিসিএস হইলে স্কলারশিপ নিয়া বাইরে পড়ার ইচ্ছা আছে।
আমার অধিকাংশ বন্ধু আর কিছু শিক্ষক এইটা শুইনা হাসে।আজকে তো আবদুস সেলিম স্যার সরাসরি কইলেন-"ইট ইস এ ব্যাড নিউজ দ্যাট ইউ কোয়ালিফাইড।আই নেভার ওয়ান্টেড ইয়ু টু বি এন এ্যাডমিনিস্ট্রেটর।"
নিজের আপন ভাই বোনদের সাথে তো স্বীকার করতে লজ্জা নাই-এত কিছুর পরেও এইসব আইডিয়ালিস্টিক পাগলামি আমার মইধ্যে থিকা যায় নাই।সারা সিস্টেম একা বদলানো যায়না তা তো জানি,আর চূড়ান্তভাবে নির্বাচিত হমু সেইটা এখনো বহোত দূর কি বাত-তারপরেও-আপনেদের এই মাথামোটা,ক্ষুদ্রসামর্থ ভাইটা তার ছোট্ট সামর্থ দিয়া অন্তত চেষ্টা করতে স্বপ্ন দেখে।হয়ত রিটেনেই আউট হয়া যামু,তখন মানুষ হাসাহাসি করবে-
তবুও আমি জানি যে আমার সিসিবির ভাইবোনেরা আমাকে তখনো ফেলে দিবে না।এই জন্যই রাখ ঢাক না রাইখা গড়গড় কইরা নিজের হাস্যকর স্বপ্নের কথা স্বীকার কইরা ফেললাম।পিলিজ কেউ মাইন্ড খাইয়েন না।পরিবারের সবচেয়ে দুর্বল যেই সদস্য তার প্রতিও কিন্তু ভাই বোনেরা স্নেহ কোন অংশে কম করেনা-আর আপনারা যে করবেন না তা তো আমি জানিই।
তুই কোন চিন্তা করিস না আমাদের দোআ আছে তোর সাথে । আর এত বিনয়ের দরকার নাই । all the best for ur future..
ভাই আপনার সাইজ দেখছেন মাশাল্লাহ। আপনি যদি সবচেয়ে দুর্বল হন 😮 তাইলে আমরা কই যামু :no:
অনেক অনেক অভিনন্দন মাস্ফু ভাইকে। আমার প্রয়োজনের সময় অনেক সাহায্য করেছেন আপনি। আমি জানি আমার সামর্থ নাই, তবুও কখনও কোন দরকার হলে আওয়াজ দেবেন ভাই হাজির হয়ে যাবো।
আমাদের সকলের দোয়া রইল তোর স্বপ্নপূরনে...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হ আকাম কইরা তোরে ডাকুমনে।আইনের মারপ্যাঁচ দিয়া বাঁচায় দিস 😀
ডাইকেন ভাই, নো টেনশন, য়ামি আছি কি করতে :grr:
হইছে বহুত প্যাচাল পারছোস, এইবার যা পড়তে ব......। সুপার গ্লু লাগায় পড়তে ব......।
অফটঃ পোলাটা একটা মাল। :hug:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কিন্তু কেউ যখন একা একা শুরু করে তখন আরো দশজন এগিয়ে আসার সাহস কিংবা পাথেয় খুজে পায়। আপনি শুরুটা করেন, দেখবেন শেষটা সফল করার জন্য আরো অনেকেই আপনার পথের পথিক হয়ে দাড়িয়েছে (অন্তত আমাদের মতো জুনিয়রগুলা কিছু করার প্রত্যয় পাবে)।
টরোন্টোতে এক আংকেলের সাথে হঠাৎ একদিন পরিচয়, কথাপ্রসঙ্গে জানতে পেরেছিলাম আন্টি এমজিসিসির এক্স ক্যাডেট। উনি সেদিন কথায় কথায় একটা ব্যাপারে বলেছিলেন, "তোমাদের ক্যাডেটদের মধ্যে একটা জিনিস খুব প্রবল, আর তা হল আদর্শ বা নীতি।"
যতদিন বেচে থাকবো ঐ একটা বাক্য আমাকে নৈতিক প্রেরণা যোগাবে।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:boss: :boss: :hatsoff: :hatsoff:
বেয়াদব ! এক্স ক্যাডেটকে আন্টি বলে । যতই আঙ্কেলের বৌ হোক, উনি আমাদের আপু। ;;;
এক্স-ক্যাডেটরা কখনো আন্টি-আঙ্কেল হয় না ;;;
এক মত। :frontroll: লাগা
হুমমম, এইটা হইব আপু আর দুলাভাই।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
পত্থমে তো জানতাম না, তাই আংকেল-আন্টি ডেকে ফেলসিলাম, পরে দেখি উন এক্স-ক্যাডেট 🙁
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
অভিনন্দন মাস্ফু :guitar: :guitar: :guitar:
:hatsoff: :hatsoff: :hatsoff:
আমার ‘রস’ আর মিষ্টি টা লাইবেরিয়া তে চাই...............আমি এখানের সবাইরে ভাগ দিয়া দিমু নে......।
তোর টা আমরা খাইয়া নিমু নে
:just: Congrates মাস্ফু্ ভাই,
খাওয়াইতেছেন কবে?
অভিনন্দন মাস্ফু ভাই :salute:
:clap: মাস্ফুকে :just: :hatsoff:
ইনশাল্লাহ লিখিত এবং ভাইবাতেও হয়ে যাবে। আমাদের সবার দোয়া আছে তোমার জন
বিসিসিকে :hatsoff: ডাবল সেঞ্চুরীর জন্য
আহসান ভাই/স্যার বুঝতে পারছি না সি সি বি তে আপনাকে কি বলব .যাই হোক মাপ করে দিযেন. অনেক দিন পরে আপনার লেখা দেখলাম।আমার মিসন আর দুই মাস বাকি।দোয়া করবেন
কমেন্টশিল্পী হিসেবে ব্লগে স্বাগতম :boss:
এবার লেখক হিসেবে স্বাগতম জানানোর অপেক্ষায় রইলাম 🙂
কে বা কারা যানি নোসুর পিসিতে অভ্র ডাউনলোড কইরা দিছে 😀 😀
তাকে বা তাদের ধন্যবাদ 😉
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
মাসরুফের জন্যে অনেক অনেক শুভেচ্ছা।
সৈয়দ সাফী
মন লাগিয়ে পড়ো ম্যাশ পটেটো ভাইয়া... :grr: