লালনের (১৭৭৪-১৮৯০) প্রেমে মগ্ন নয়, এমন বাঙালি কমই আছে। লালনের গীতিকবিতা সহজ-সরল, কিন্তু অসাধারণ। আমার তো মনে হয়, লালন এখন বেঁচে থাকলে আর এসব গান গাইলে তাকে নির্ঘাৎ মুরতাদ ঘোষণা করা হতো। হয়তো দাউদ হায়দার বা তসলিমার মতো পালিয়ে বাঁচতেন, নয়তো হুমায়ুন আজাদের মতো কুড়ালের নিচে যেতো মাথাটা।
“প্রাতিষ্ঠানিক ধর্ম ও শাস্ত্রকে অগ্রাহ্য-অস্বীকার করে তিনি যে মরমী ভূবন নির্মাণ করেছেন তা মানবিক চেতনা ও বোধে ঋদ্ধ।” দেড়শ-দুইশ বছর আগের বাংলার কথা যখন ভাবি আসলেই বিষ্মিত হই। এতো উদারতা মধ্যযুগে এমনকি প্রায় আধুনিককালে আমেরিকা-ইউরোপেও দেখা যায় না।
পাপ-পুণ্যের কথা আমি কারে বা শুধাই
পাপ-পুণ্যের কথা আমি কারে বা শুধাই।
এই দেশে যা পাপ গণ্য অন্য দেশে পুণ্য তাই।
তিব্বত নিয়ম অনুসারে
এক নারী বহু পতি ধরে
এই দেশেতে হলে পরে
ব্যাভিচারী দণ্ড হয়।।
শূকর গরু দুইটি পশু
খাইতে বলেছেন যিশু
তবে কেন মুসলমান হিন্দু
পিছেতে হটায়।।
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
সূক্ষ্ম জ্ঞানের বিচার করে
পাপপুণ্যের নাই বালাই।।
পাপ হলে ভবে আসি
পুণ্য হলে স্বর্গবাসী
লালন বলে নমি উর্বশী
নিত্য নিত্য তার প্রমাণ পাই।।
পাপ-পুণ্যের কথা আমি কারে বা শুধাই
আরেকটা গান : মিনারের গলায় “সাদা”
প্রায় বাচ্চা ছেলে মিনারের লেখা, সুর ও গাওয়া “সাদা” গানটাও এখানে রেখে দিতে চাই। গতকাল এটা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। ফয়েজের পোস্টের ভেতরে ‘ছন্নছাড়া’ সেটা দিয়ে দিয়েছে। অনেকের খুঁজে পেতে সমস্যা হতে পারে। কামরুল চাইলেও এখন গীতিকবিতা কম্পোজ করার কষ্ট করতে পারবো না।
অদ্ভূত সুন্দর গান। মিনার সম্ভবত কলেজ শেষ করেছে বা বিশ্ববিদ্যালয়ে পড়ছে মাত্র।
মিনারের গলায় “সাদা”
ভাই,
লালন আসলে আমাদেরকে যুগের পর যুগ বিস্মিত করেই যাবে...
আমি এই গানটা প্রথম শুনলাম...খুব ভালো লাগসে, বিশেষ করে লিরিকস...
সেই আমরাই এমন কূপমন্ডুকতার খোলসে ঢুকে গেলাম কখন, কিভাবে?
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
সম্ভবত বেহেস্তের লোভে।
আমরা সম্ভবত যখন থেকে শিক্ষা পেতে এবং নিতে শুরু করেছি তখন থেকেই এই অধঃপতন। মনের দুঃখে বল্লাম। ধর্ম দিয়ে নিজের পরিচয়কে আমরা এখন বড় করে দেখি। মনে হয় এই বিভেদের খোলসটা ব্রিটিশরাই আমাদের দিয়ে গেছে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কামরুল আবার গীতিকবিতাসহ পোস্ট চাইছিল। তাই কষ্ট কইরা "লালনসমগ্র" থাইক্কা কম্পোজ কইরা পোস্টাইতে হইছে। সব গানের ক্ষেত্রে তো পারবো না। কষ্ট দেওয়ার লাইগ্গা কামরুলের ভ্যাঞ্চাই!! 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
=)) =)) =))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ইয়ে মানে লাবলু ভাই, ঘুষ কোথায় নিবেন? ক্যাডেট কলেজ ক্লাবে নাকি নেক্সট গেট টুগেদারে ;;;
সিনিয়রদের কথা শুইনা হাসার জন্যে জুনার ব্যাঞ্চাই।
আমার ক্যাডেট নম্বর... :awesome: 😀 :awesome:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমি প্রথমে মনে করছিলাম লালন ভাই কোন এক্স ক্যাডেট যার কলেজে অবস্থানকাল ছিল (১৭৭৪-১৮৯০)। পরে দেখি নাহ ইনি হলেন লালন শাহ।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ঐ ব্যাটা এতোদিন ধইরা কেউ কলেজে তাহে নি...।হাগল নি কুন. :thumbdown: ..
নাচ বন্ধ কইরা গান শোন। x-(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
🙁 🙁
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বাকীর লোভে নগদ পাওনা- বল কে ছাড়ে ভুবনে...
সহজ মানুষ...
এই গানটা নিয়ে একটা ঘটনা মনে পড়ে গেলো।
আইইউটিতে হুজুরের অত্যাধিক দাপট। লালনের গান এইসব হুজুর মাথার দুই হাত উপর দিয়ে যায়- তারা মর্মার্থটা বেশীরভাগ সময় বুঝতে পারে না। তাই আনুশেহর প্রথম এলবামের সহজ মানুষ গানটা তারা বেশ শুনেছে- না শুনলেও কোন কমপ্লেন করে নাই।
তারপর দ্বিতীয় এলবাম। পাপ-পুণ্যের কথা আমি কারে বা শুধাই এই গানের লিরিক সহজ সরল। সাথে সাথে হুজুর সম্প্রদায় লাড়া খেয়ে গেলো। আনুশেহ এর এলবাম বর্জন করা আমাদের দ্বায়িত্ব, এই গান শুনা হারাম, এই গান শুনলে ঈমান যাবে, হেন তেন ভুজুং ভাজুং।
বস, এবিসিতে কবে যাবো। খেখ খাইতে মঞ্চায় :awesome: :awesome:
মিনারের “সাদা” শুনে মুগ্ধ হয়ে গেলাম :thumbup:
আমিও :thumbup: :thumbup:
না শেষ পর্যন্ত কষ্ট করে কবিতাটা দিয়ে দিলাম। কামরুল :salute: দাও।
সাদা : মিনার
তুমি চাইলে বৃষ্টি
মেঘও ছিল রাজি
অপেক্ষা শুধু বর্ষণের
মাতাল হাওয়া বইছে
দূরে পাখি গাইছে গান
বৃষ্টি তোমার আহ্বান
সাদা রঙের স্বপ্নগুলো দিল না'ক ছুটি
তাইতো আমি বসে একা
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুলগুলো সব ছন্নছাড়া
তুমি চাইলে জোছনা
স্বপ্নীল কোন এক রাতে
আকাশটা ঘিরে প্রার্থনা
চাঁদটা বলবে হেসে
জোছনা এলে শেষে
জানিও তোমার অভ্যর্ত্থনা
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:salute: :salute: :salute:
:salute: :salute: :salute:
:salute: :salute: :salute:
:salute:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
মিনারের গানটা কয় দিন আগে শুনছি। ১ বার শুনেই মনে ধরে এমন গানের সংখ্যা খুব কম। এই গান টা ১ম বার শুনেই মন জয় করে নিয়েছে।
গানের কথা লিখার জন্য সানা ভাই কে :salute: :salute:
জটিল জটিল,
চমৎকার গানগুলা শুনছি আগেই।
লিরিক্সের জন্য লাবলু ভাইকে :salute:
মিনার পোলাটা পিচ্চি হইলেও দারুন করছে এলবামটা :hatsoff:
সংসারে প্রবল বৈরাগ্য!
বাকী গান গুলা শুনিনাই 😕
ডাউনলোড করার মত??
সাদা ভালো লাগলে বাকি গুলাও লাগবে
সংসারে প্রবল বৈরাগ্য!
লালন আসলেই সময়ের আগে চলে এসেছিলেন। মাঝে মাঝে মনে হয়, আমরা কি কেবল পিছিয়েই চলেছি!
আহমদ শরীফ লালনের সম্পর্কে একটি কথা বলেছিলেন:
"লালন ফকির যদি শিক্ষিত হতেন, তাহলে রবীন্দ্রনাথের সমকক্ষ কবি হতেন।"
আহমদ শরীফ :salute:
আর উক্ত বাক্য লেখার জন্য মুহাম্মদ ভাই কে :salute:
সানাউল ভাই :salute:
আপনার ১টা গান বাদ এ সব গুলা dl করে ফেলসি
:boss:
আপনার গানের lyrics যেমন কণ্ঠ ও তেমন :boss: :boss:
ওই তুই ঘুমা । এতো রাইতে নেটে কি করস? x-(
আমি সিসিবি এর জন্য ছাত্র জোগার করতেসি 😀
আমি থাকলে দোষ 🙁
লালনের গানগুলোর কথা অনেক গভীর থাকে। বেশ মনযোগ দিয়ে গানগুলো শুনতে হয়! এই গানগুলোর আকুতি কখনই কম হবে না বলে আমার বিশ্বাস!
মিনারের গান এই প্রথম শুনলাম। "সাদা" গানটা খুব ভাল লাগল। বাকি গানগুলোও শুনে ফেলতে হবে।
লাবলু ভাই, চমৎকার এই গান দুইটা নিয়ে লিখার জন্য আপনাকে :salute:
খাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়............। :dreamy:
আহা কি কথা গানের, কত গভীর অর্থ...............।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস
টিটোরে জিগান। ওর শুনছি একটা সোনার খাঁচা আছে। ;;;
দুইটাই নিলাম। থেংকু লাবলু ভাই
ভাল লাগলো। ধন্যবাদ ভাই।
রবিন
এই বাটারা তোরা এত রাত্রে কি করছ