কিশোর কুমারের আত্মজীবনীমূলক একটা গান আছে। টাইটেল খুব সম্ভবত “নাম আমার কিশোর কুমার গাঙ্গুলী”। বেশ কয়েকদিন ধরে গানটা খুঁজতেছি নেটে। দেবেন কেউ গানটার সন্ধান?
১৫ টি মন্তব্য : “আরেকটি সাময়িক পোস্টঃ- গান চাই”
মন্তব্য করুন
কিশোর কুমারের আত্মজীবনীমূলক একটা গান আছে। টাইটেল খুব সম্ভবত “নাম আমার কিশোর কুমার গাঙ্গুলী”। বেশ কয়েকদিন ধরে গানটা খুঁজতেছি নেটে। দেবেন কেউ গানটার সন্ধান?
আমাদের আর্কাইভ ইনচার্জ ছুটিতে। কাল এলে দেখবো এবিসি আর্কাইভে আছে কিনা।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানা ভাই, আমারও একটা আর্জি ছিল। সঞ্জীব এর "দু:খ ব্যাথার মুখটা যে নীল" গানটা যদি... নাহ্ , লজ্জায় বাকিটুকু বলতে পারতেসিনা :bash:
সাতেও নাই, পাঁচেও নাই
লাবলু ভাই
জিহাদ লজ্জায় বলতে পারতেছে না। আমি বইলা দেই। গানটা যদি পান, একটু আমারে মেইলে ফরোয়ার্ড কইরা দিলে...... নাহ! আমারো লজ্জা লাগতেছে :shy:
ধন্যবাদ সানাউল্লাহ ভাই। অপেক্ষায় থাকলাম।
সানা ভাই, এবিসিতে একটা আনরিলিজ গান বেশ কয়েকবার শুনলাম, আলগা করো খোপার বাধন দিল ওহি মেরা ফাস গ্যায়ি খুব সম্ভবত রাশেক এর গান, ওই গানটা কাইন্ডলি যদি একটু প্লিজ .........
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এইটা নাই। 🙁
তবে রূপ তেরা মাস্তানা চাইলে দিতে পারি ;;;
🙁
সাময়িক পোস্টটা মুইছো না। কাল দুটোই খুঁজবো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
মুছিবো না বস। প্রধান পাতা থেকে সরালাম। 🙂
সন্ধান দিলাম 🙂
গানখানা আমার কাছে আছে 🙂
সংসারে প্রবল বৈরাগ্য!
গান টা রায়হানরে দিয়া খানা টা আমারে দিয়া দিয়েন ;;;
কাইয়ুম ভাইয়ের সৌজন্যে গানখানা পাওয়া গিয়েছে। 🙂
আমিও ছাই গান টা। কেম্নেকি??
গানটা আমিও চাই।
রায়হান, ডাবল আপ।
www.tareqnurulhasan.com
al mahmud k nie lekhata porlam.take bolte chai, he boraho, ap e kha koro .tumio sikar hobe.amra achi bollom nie.