সবার গান পোষ্ট করা দেখে মনে হলো নাহ গান আমাকে দিয়ে হবেনা আমি কবি মানুষ কবিতাই আমাকে মানায় B-) তাই আমার প্রথম কবিতা (আসলে আমার পছন্দের কবিতা ) আপনাদের সাথে শেয়ার করলাম। কোনো ভুল হলে ক্ষমার চোখে দেখবেন 😀
কেউ কথা রাখেনি
————সুনীল গঙ্গোপাধ্যায়
কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি
ছেলেবেলায় এক বোষ্টুমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল
শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে
তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেলো, কিন্তু সেই বোষ্টুমী
আর এলোনা
পঁচিশ বছর প্রতিক্ষায় আছি।
মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদাঠাকুর
তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবো
সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর
খেলা করে!
নাদের আলী, আমি আর কত বড় হবো? আমার মাথা এ ঘরের ছাদ
ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায়
তিন প্রহরের বিল দেখাবে?
একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো
লাঠি-লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্করবাড়ির ছেলেরা
ভিখারীর মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি
ভিতরে রাস-উৎসব
অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ পরা ফর্সা রমণীরা
কত রকম আমোদে হেসেছে
আমার দিকে তারা ফিরেও চায়নি!
বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস, একদিন, আমরাও…
বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই
সেই রয়্যাল গুলি, সেই লাঠি-লজেন্স, সেই রাস-উৎসব
আমায় কেউ ফিরিয়ে দেবেনা!
বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল,
যেদিন আমায় সত্যিকারের ভালবাসবে
সেদিন আমার বুকেও এ-রকম আতরের গন্ধ হবে!
ভালোবাসার জন্য আমি হাতের মুঠেয়ে প্রাণ নিয়েছি
দূরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়
বিশ্বসংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম
তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ
এখনো সে যে-কোনো নারী।
কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটল, কেউ কথা রাখে না! 🙁
১ম
আজকে আমার ফর্ম তো দেখি বেশ ভাল। পরপর ২টা গোল্ড B-) B-)
কাইউম ভাই কোথায়??
২য় B-)
কাইয়ূম ভাই, ছিটাগাং গেছেন যে... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ওখান থেকে কবে আসবেন যে? জুনা, জানছ নাকি যে? B-) B-)
বিলাডি নাজমুল, সুনীলের কবিতা নিজের নামে চালাইয়া দেয়ার অপচেষ্টা করায় তুই ভোর পর্যন্ত এবিসি রেডিও টাচ এন্ড ব্যাক, স্যুট। x-( x-(
😡 😡 😡
তেত্রিশ বছর হইছে তোর? মিছা কথা কওয়ার জন্যে তুই ভোর থেকে দুপুর পর্যন্ত দৌড়ে তালে তালে করবি। x-( x-(
সারাদিন তো খালি ফ্রন্টরোল দিলাম এখন আবার দৌড়ে তালে তালে :(( :((
কাম্রুল ভাই এর থেকে সিনিয়র কেউ থালে আমারে বাচান 🙁
x-( x-( x-(
যাইহোক,
বরিশালের ট্যাগ টা লাগাইয়া দে B-) B-)
তোমার বয়সে এই কবিতা? এইডাতো কামরুল, জুনা বড়জোর কাইয়ুম পর্যন্ত যাইতে পারে ওই বয়সের পোলাপাইনের জন্য লিখেছেন কবি!! x-( x-( x-(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
নাজমুলের আসলে এই কবিতাটা দেয়া উচিৎ ছিলঃ
আয় ছেলেরা আয় মেয়েরা
ফুল তুলিতে যাই,
ফুলের মালা গলায় দিয়ে
মামার বাড়ি যাই।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
x-( x-( x-(
সবাই এই ইমো দিল দেইখ্যা আমিও দিলাম... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
x-( x-( x-( (নাজমুল এর জন্য)
🙁 🙁
ব্লগে একটাও কবিতা দিছ বলে তো মনে পড়ে না... 😮
সত্যি নাকি জুট টেক করলা??? 🙁
সত্যি হলে কালকের মধ্যে কবিতা দিবা...স্বরচিত :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😮 বললেই কবিতা লিখা যায় নাকি 😮
রাঙ্গামাটি না গেলে আমার কবিতা আসেনা B-)
যাওয়া আসার ভাড়া,উন্নত হোটেলে ২ রাত ৩ দিন থাকার ব্যাবস্থা করলে আমি পরের কবিতা খানা
দিতে পারি B-)
:)) নাহ! পোলাটা রসিক আছে...
এইটা আমার খুব প্রিয় একটা কবিতা...
শেয়ার করার জন্য ধন্যবাদ...
তবে, সবার সাথে তাল মিলায়া আমিও... x-( x-( x-(
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
x-( x-(
এই লোকটা সিগারেট খায় ক্যান সবার সামনে? কেস টা কি?
সিগারেটের ভ্যান গাড়ি চাই।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এই কবিতা মনে হয় আমাদের জেনারেশনের কমন প্রিয় কবিতা!
আরেকজনের কবিতা দিছ, প্রথমবার বইলা মাফ করলাম। এরপর থিকা কিন্তু স্বরচিত কবিতা চাই।
আমারও খুবই পছন্দের একটি কবিতা।
পুলাপাইন খালি ইমোশনাল কইরা দেয় 🙁
মানুষ তার স্বপ্নের সমান বড়
🙁
দারুন!!!
কবিতা মানে হারিয়ে যাওয়া,এই কবিতা পড়ে আমি হারিয়ে গেছি অনেক পুরে ।ধন্যবাদ স্যার
আমাকে স্যার বলা হইসে !!!!
B-) B-) B-)