প্রথম প্রেম
আমার প্রেমিকার সাথে আমার কথা হত ঠিক রাত বারোটায়,
শুরুতেই বলতাম, ইশ! কি কষ্ট সারাদিন দেখিনি।
কিভাবে পারে লোকে, এতো দূরে থাকতে!
একই পৃথিবীর নিচে তবু চলে অবলীলায় মিথ্যে শব্দচয়ন,
শুরু হত প্রেমালাপ, লোকের ভাষায় ছাইপাশ রসালাপ,
বিন্দু থেকে সিন্ধু, চলে যেত সময়। ভালোবাসা সস্তা খেলা
সেখান থেকেই হল জানা।
বিস্তারিত»