আরোহী বিহীন রিক্সা কিংবা খোলা ভ্যান থেকে
যখন স্বয়ংক্রিয় একটি যান্ত্রিক ঘোষণা ভেসে আসে-
‘একটি শোক সংবাদ’ — ইত্যাদি ইত্যাদি,
আমি তখন আর আগের মত
কান পেতে উদগ্রীব থাকি না এ কথা জানতে-
হায়! কে চলে গেল!
ভেবে নেই–
যার সময় হয়েছে যাবার, সেই চলে গেল!
এ এক অমোঘ নিয়তি, অলঙ্ঘনীয়।
আমি শুরু করি আমার প্রস্তুতি,
সে পরিচিত হোক কিংবা অপরিচিত,
শ্রদ্ধায় ভালবাসায় তাকে শেষ বিদায় জানাতে।
শিশু যেমন নিষ্পাপ, শবও তেমন নিষ্পাপ।
মাঝখানের জীবনে কেউ ব্রতচারী, কেউ ভ্রষ্টাচারী।
কারো চিরপ্রস্থানের সময়
কে ভাল, কে মন্দ তা নিয়ে আমি ভাবি না।
আমি ভাবি, তিনি আমাদের সহযাত্রী ছিলেন,
সকলের অমোঘ গন্তব্যে তিনি শুধু অগ্রগামী হলেন!
ঢাকা
১৭ জুন ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।
কি অসাধারণ জীবনবোধ। হ্যা, একদিন সবাইকেই যেতে হবে স্যার। ভালো লাগার মতন কবিতা। অনেক ধন্যবাদ।
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
ধন্যবাদ শাওন। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
সিসিবিতে এখন লেখার খরা চলছে, মন্তব্যের খরা চলছে। ফুটবল বিশ্বকাপ শুরু হওয়াতে তাও এখন কিছু কিছু পোস্ট আসছে, সেজন্য লেখকদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
তোমার মন্তব্যটা নিঃসন্দেহে মন্তব্যের মরুভূমিতে দু'ফোঁটা জলসিঞ্চন করে গেলো!