প্রেমের সংজ্ঞা

প্রেমের সংজ্ঞা।

এটাতো একলা একটা হৃদয়; কোন মহাকাশ নয়,
ছোট ছোট অভিমান; সুখ জাগানীয়া নয়।
তারপরেও সুযোগ আসে; হিয়ার চতুরতায়,
সত্যি প্রেমের প্রলাপ শোনে; মনের বর্বরতায়।
প্রেমের সংজ্ঞা কে দিতে পার
আমিতো পারিনা মোটে,
তুমি যদি পারো বলনা আমায়
কপালেতে যদি জোটে।।

যতদিন যায় ততবেশী দেখি; নতুনের রং পেলব,
মানেনা কিছুই ঘর সংসার; বেদনা বিলাসী তলব।
ভেঙে যায় গোটা সমাজের রীতি; ছন্নছাড়া সবাই,
লাজ লজ্জার নেইতো বালাই; আগুন্তুকের সানাই।
প্রেমের সংজ্ঞা কে দিতে পার
আমিতো পারিনা মোটে,
তুমি যদি পারো বলনা আমায়
কপালেতে যদি জোটে।।

যতঝড় আসে মোকাবিলা করি; শক্ত কঠিন হাতে,
জানি দূ্র্যোগ কেঁটে আসবে সুদিন; সূর্য সকাল প্রাতে।
তবু বুঝিনা কেনযে মানুষ; হারায় ভালবাসা,
নিজের ঘরটা ভেঙে বানায়; বাবুই পাখীর বাসা।
প্রেমের সংজ্ঞা কে দিতে পার
আমিতো পারিনা মোটে,
তুমি যদি পারো বলনা আমায়
কপালেতে যদি জোটে।।

বাপ্পী খান
(Mustafiz/sb330/7th/BCC)

৫,৭১১ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “প্রেমের সংজ্ঞা”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।