শিরোনাম দেখে অনেকেই হয়ত নষ্টালজিক হয়ে যাবেন, চোখে ভেসে উঠবে প্রিয় মুখগুলো একের পর এক…কেউ কেউ পুরনো দিনগুলোর কথা মনে করে নিজের অজান্তেই হয়ত হেসে উঠবেন। আবার যারা ইদানিং বন্ধুদের কাছে ‘সিল’ খেয়েছেন- তাদের ক্ষেত্রে দাঁত কিড়মিড় করে গাল দিয়ে ওঠাটাও বিচিত্র কিছু হবে না…তবে, আমার পছন্দ সেই পার্টিকে- যাদের কিছুই মনে হবে না, এবং যারা টানা লেখাটা পড়তে থাকবেন…!!!
আমরা সবাই অনেক ভাগ্যবান।
বিস্তারিত»
