আমার এক বন্ধু টেলিকম এক্সপার্ট হিসাবে লাইবেরিয়া যাচ্ছে। তাই লাইবেরিয়া সম্পর্কে কিছু তথ্য দরকার। যারা লাইবেরিয়া আছেন যদি তথ্য দিয়ে সাহায্য করেন ভালো হয়। লাইবেরিয়ার এয়ারলাইন রুট, আবহাওয়া, সিকিউরিটি, খাওয়া, জীবনযাত্রা, লোকজন এসব সম্পর্কে জানালে ভালো হয় । সবচেয়ে ভালো হয় কারো ফোন নং পেলে যেন আমার বন্ধুটি নিজেই কথা বলে নিতে পারে। ফোন নং পেলে ও হয়তো কিছুটা আশ্বস্তও হবে।
আছেন কোন সহৃদয় ব্যক্তি,
বিস্তারিত»
