১.
গল্পটা এক সাংবাদিকের। নামটা আর বললাম না। ধরলাম তার নাম দবির। অফিসে ঢুকতে হয় ৪টার মধ্যে। দবির অফিসে আসলো। নিজের কম্পিউটার অন করতে গিয়ে দেখে কাজ হচ্ছে না। অন হলো না কম্পিউটার। আমাদের তথ্য প্রযুক্তি বিভাগের লোকজন বসে ৫ তালায়। দবির ফোন করলো সেখানে। তখন আমাদের নতুন পিএবিএক্স বসেছে। ফলে নাম্বার সব গেছে উল্টে-পাল্টে । ফোন চলে আসলো ডেপুটি চিফ রিপোর্টারের টেবিলে। তখন সেই টেবিলে বসে ছিল আরেকজন। ধরা যাক তার নাম টিপু।
দবির সমস্যার কথা বলতেই দুষ্টবুদ্ধির টিপু বললো- মনে হয় ভাইরাস ধরছে। আপনি হাত ধুইয়া কম্পিউটার অন করছেন? কে আর হাত-মুখ ধুয়ে কম্পিউটার অন করে। দবির বললো-না। তখন টিপু বললো-যান হাত ধুয়ে হাসেন। তারপর কম্পিউটার ওপেন করেন।
দবির ওয়াশরুমে গেল, হাত ধুইলো সাবান দিয়ে, তারপর আবার অন করলো কম্পিউটার। কিন্তু কম্পিউটার আর অন হয় না।
ততক্ষনে খবর হয়ে গেছে পুরা নিউজ রুমে।
২.
এই গল্পটা বায়রনের। বায়রনও একজন বড় পত্রিকার সাংবাদিক। আমরা সবাই গেছি কক্সবাজার। এক মাইক্রোবাসে ৭/৮ জন। আলাপ করছি বিভিন্ন বিষয় নিয়ে। দেশ-রাজনীতির মত বড় বড় বিষয় বাদ দিয়ে আলোচনা এসে ঠেকলো নারীতে। কোনটা কি রকম, ৩৪ না ৩৬ এইসব আর কি। হঠাৎ বায়রন আমারে জিগাইলো-আচ্ছা মাসুম, আপনারা যে খালি ৩৪ বা ৩৬ কন, কেমনে এতো হয়। আমি তো দেখি ৬ ইঞ্চির বেশি হয় না।
আমি এবার খাবি খাইলাম। কইলাম ৬ ইঞ্চি আবার আপনি কোথায় পাইলেন। বায়রন বললো-পাশে স্কেল বসাইয়া মাপলে তো ৬ ইঞ্চির বেশি হয় না।
আমি চোখ গোল গোল কইরা বায়রনের দিকে তাকাইয়া থাকলাম পাক্কা ১ মিনিট।
বাক্যহারা কোনোমতে জিগাইলাম, আপনি কি বালিশের পাশে সব সময় স্কেল নিয়া ঘুমাইতে যান??
৩.
এইবার আমার বোকামির কথা বলি। এটাই সবার সেরা বোকামির গল্প। তখন চাকরি করি। বাসার দোতালায় থাকে বাবা-মা। তিনতলায় একটা মাত্র রূম করা হইলো। সেখানে থাকি আমি একা। চারিদিকে খোলা ছাদ। আমার সম্পত্তি তখন একটা ল্যাপটপ, আইএসএন-এর ইন্টারনেট লাইন ও একটা সিডি প্লেয়ার। এবং অসংখ্য বই। ফোনের একটা প্যারালাল লাইন আমার রুমে।
ছাদে গেলে চারপাশে অনেক পরী দেখা যায়। রুমে থাকলে একজন পরী ফোন করে বলে ঐ গানটা একটু ফুল ভলিয়ম দিয়ে ছাড়তে। পরীরা আরো থাকে ফোনের লাইনের ওপাশে, ইন্টারনেট চ্যাটরুমে, রেস্টুরেন্টে, অটো রিক্সায় আর পর্দা তোলা রিক্সায়।
এই রকম এক জীবনে আমি চরম বোকামিটা করে ফেললাম। আমি বিয়ে করলাম।
(এইটা অবশ্যই তাজা লেখা। এখনো ধোয়া বের হচ্ছে। কপিরাইট-ভুইলা গেছি)
প্রথম 😀 B-)
মানুষ তার স্বপ্নের সমান বড়
😀
বস এক নম্বর গল্পটা কি সত্যি নাকি, 😮 😮
সেদিন তোলপাড়ে দেখলাম এই রকম একটা দৃশ্য।
তিন নম্বরটা মোটেই বোকামি না, বরং উল্টাই বোকামি হইত।
অফটঃ মনে হচ্ছে স্লাইডিং মোবাইলটা পুরানা হই গেছে আপনার কাছে B-)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এক নম্বর গল্পটা পুরা সত্যি। আমরা সবাই সাক্ষী।
হাহাহহাহাহাহ। না না, স্লাইড ভালই আছে।
অফটপিক কই-আমার বাচ্চা দুইটা আমার জীবনের সেরা সম্পদ। বোকামিটা না করলে কই পাইতাম??
আনিস ভাই এটা তোলপারে দিছে নাকি? সেইটা জানি না।
আরে হ। এইতো সেদিন দেখলাম। কি কান্ড।
:khekz: :khekz: :khekz:
ঘটনা সত্য, ক্যাম্নে কি :))
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
🙂
বস আমার আপাতত একটা।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
একটাই যথেষ্ট নাকি শত সন্তানের জনক হওয়ার দোয়া করুম?
এক বউয়ে তো শত হইব না বস, ক্যাম্নে কি? 😕
দুই কিংবা তার কাছাকাছি, আপনার মত 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বেশি দিন না, ২/৩ মাস আগের ঘটনা।
আমিও দেখছি, তোলপারে। এক্কেবারে পাক্কা।
তোলপারে কপিরাইট ভংগ করে থাকলে তোলপারের ব্যান চাই x-( x-(
কিন্তু আপনে করে থাকলে, ব্যাপার না, কি কন বস? ;;;
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
তোলপারেরর কিছু কিছু ঘটনা সত্যি। তবে পত্রিকা অফিসের যে চিত্র দেখায় সেটা ঠিক ন। এইজন্য এটা আর দেখা হয় না।
হ, ঠিক কইছেন। আমারও বিশ্বাস হয়না।
(জীবনেও পত্রিকা অফিসে ঢুকি নাই। তা তে কি, আপনে বস, তাই সাপর্টে... 🙂 )
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
মিঠুন ভাই খালি মাইনষের গল্প শুইনা মাইরা দেয়। 😛
প্রতিদিন সকাল থেইকা সিসিবিতে আইসা বইসা থাকি খালি শওকত ভাইয়ের লেখা কখন আসবে এই আশায়।
আহা! কি মজা । যাই এখন আয়েশ কইরা একটা বিড়ি খাইয়া আসি। :gulti:
২ নাম্বারটা মারাত্মক ছিলো। আমি আগামী কয়দিন সবাইরে এই গল্প শোনামু এতে কোন সন্দেহ নাই। :khekz:
৩ নাম্বারটা মাথায় রাখলাম। আপাতত বোকামির চিন্তা নাই বললেই চলে। 😀
O:-) O:-) O:-) O:-) \
এই বয়সে লজ্জা দেও কেন?
২ নাম্বারটা আসলেই মারাত্বক। বায়রন আমারে কিন্তু হাত দিয়া অভিনয় কইরাও দেখাইছিলো :))
পাশ থেইকা ৬ ইঞ্চি হইলে কেমন হয় একটু চোখ বুইজা চিন্তা কইরা নিলাম 😉
আমি তো পকেটে স্কেল নিয়া ঘুরি। 😉
বিজনেস এডিটরের কাজ ছাইড়া আবার লেডিস টেইলার হইয়া যাইয়েন না ;;;
কখনো কখনো ওদের হিংসা করতে মন চায়।
পরের জনমে লেডিস টেইলার হমু
আমারে এসিস্ট্যান রাইখেন। আমি মাপ নিমু। ;;;
এইটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। আমিই সব।
তাতে কি? আপনে তো মালিক বয় বেয়ারা তো আর হইবেন না??
আমি হমু বয়-বেয়ারা। আর খাটনির কামগুলা আমারে দিবেন ;;; ;;;
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ঠিকাছে, পরিস্কার রাখার দায়িত্ব তোমারে দিলাম। ঠিক মতো কাজ (কাম না) কইরো।
প্রথম দুইটা মজার শেষেরটা নিয়ে চিন্তায় আছি কয়েকদিন পরে বোকামি করি 😀
আমি বোকামি করপো :((
(কপিরাইট : মাস্ফ্যু)
কঙ্কি !! আমি তো আপনারে বোকাই মনে করতাম ;;;
(মান্নান ভাই কিছু বলার আগেই শুরু :frontroll: কইরা দিলাম )
যতদিন চালাক থাকা যায় সেইটাই লাভ।
বস্ চালাক আর বোকা দুইটাই এক্লগে থাকার কুনু সিস্টেম নাই? ;)) ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
এই সিক্রেট ফাঁস করা ঠিক হইবে না।
:khekz: :pira: =))
আমি খুব চালাক...এরকমই থাকতে চাই...অনেক অনেক দিন... ;;)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমি কিন্তুক আরো বেশি চালাক :)) :))
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
শওকত ভাই, একদম মিরা ফেললেন! :pira: :pira: :khekz: :khekz: =)) =))
আমি যে কবে চালাক হব, তারপর বোকা হব?? :dreamy: :dreamy:
আসো লেজ কাটি।
=))
হেব্বী মজা পাইলাম।
আপনার লেখাগুলা প্রতিদিন পড়াটা একটা অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। অবশ্যই প্রতিদিন লিখবেন বস।
www.tareqnurulhasan.com
প্রতিদিন লিখলে চাকরি থাকবো না রে ভাই।
তাইলে প্রতি রাইতেই লেইখেন বস্, আমরা না হয় দিনেই আইসা পিড়মু :-B
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz:
প্রশ্ন কিন্তু থেকেই যায় বস,
কে বেশি বোকামি করছে ভাবী না আপনে?? 😉
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
জটিল প্রশ্ন। তয় আমার চেয়ে আমার বউয়ের বিয়া যে বেশি ভাল হইছে সেইটা আমি আগেও বলছি। 🙂
=)) =))
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
ওই রায়হান এডু কইছে না, ইমো কম দিতে, তুমি এত্তগুলা দিছ ক্যান?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
তাই তো কই, প্রথম আলোতে আজকাল অর্থনীতি, বাণিজ্য নিয়ে তেমন রিপোর্ট নাই ক্যান? মতি ভাই কি এই ব্লগের খবর রাখে? :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কাজ করতাছি লাবলু ভাই। আজকাল আমার সাথে ঘনপ্রেম চলতাছে। তাই একটু আতঙ্কে আছি।
কি করে? বারবার ডাকে? এইডা-সেইডা জিগায়? অন্যদের বিরুদ্ধে ক্ষোভের কথা বলে? কে কে কাম করে না হেই লিস্টি দেয়?
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
এখন নতুন যোগ হইছে বিশেষ রিপোর্ট নিয়া প্লান করা। অনেক বড় কাজের দায়িত্ব দিছে।
এইটা কি? জাতি জানতে চায়।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এইটা একটা আমাদের অফিস কোড। এর সাথে নারী জড়িত না।
ভাই ইতা খিতা ছাড়িলেন ? ফিরা আর মিরা গিয়াছি :khekz:
:)) =)) =)) :khekz: :khekz: :khekz: :gulti: :pira:
Life is Mad.
অনেকদিন ধরে খিয়াল করতেছি টুশকি ভাই খালি ইমো দেয়। কাহিনী কী? বস কী মোবাইলে পড়েন সারাদিন?
:khekz: :khekz: আপনার লেখা পড়লেই মনটা এক্কেরে ভালো হয়ে যায়।
আমিও বুকামি কর্তে ছাই, wait jvkcYd
শওকত ভাই, জটিল জিনিস দিলেন দেখি। এখনো হাইসতেআছি :)) ,
হাইসতে হাইসতে :goragori: :pira:
:khekz: :khekz: :thumbup: :thumbup:
বন্ধু তোমার লিখা প্রতিদিন খুঁজি। বিরাট মজাক কিরা লেখ। :clap: আর একটু বেশি লিখন যায়না?
আবার তুমি?
কিচ্ছু শিখে নাই ভাইয়ারা ~x(
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:khekz: :khekz:
ভাই বায়রন ভাইকে ডেকে দেখাবো নাকি এই লেখাটা ? :goragori:
থাক দরকার নাই :frontroll: :frontroll: :frontroll:
x-( x-( x-(