এসেই দেখলাম একটা মন খারাপ করা পোস্ট। উপমার জন্য। ও ভাল হয়ে যাক দোয়া করি। ছোটদের কষ্ট আর ভাল্লাগে না।
আমি ধর্মে বিশ্বাস করি। আমি ধর্মপ্রাণ না হলেও ধর্মভীরু। তবে এই ব্যাপারটা ধর্মের সীমানায় আবদ্ধ নয়।
আমার একটা অদ্ভুত অভ্যাস আছে। রাস্তা দিয়ে যখন হুটার বা সাইরেন বাঁজিয়ে ছুটে যেতে দেখি কোন এম্বুলেন্সকে, আমি চট করে আমার নিজস্ব ভাষায় একটা ছোট্ট দোয়া পড়ে ফেলিঃ
“হে আল্লাহ্! এই এম্বুলেন্সের ভেতরে যিনি অসুস্থ আছেন, তাঁকে তুমি ভাল করে দাও”
স্রষ্টা আমাদের কার মধ্যে কি দিয়েছেন তা জানিনা, তবে স্রষ্টার (বা প্রকৃতির – যাই বলুন) এমনও তো খেয়াল হতে পারে যে আমাদের ছোট্ট একটা প্রার্থনায় একজন মুমূর্ষু ব্যক্তি সম্পূর্ণ আরোগ্য লাভ করে ফিরে আসতে পারেন মৃত্যুদুয়ার থেকে। নাও হতে পারে। কিন্তু, হতেও তো পারে, নাকি? তাহলে এই চেষ্টাটা আমরা করতে পারি কি?
কি যে হয়েছে আজকাল খালি ফাস্টো হই :tuski: :awesome: :guitar:
তোমার কমেন্টের উত্তরে আমি ফার্স্ট..... 😀
এমন নির্লোভ প্রার্থনা স্রস্টাকে নিশ্চিতভাবেই ২য় বার ভাবতে বাধ্য করে।
আমিও ঠিক একই কাজ করি :shy:
:boss: :boss:
বস কিছু মনে না করলে একটা কথা কই। এমন প্রার্থনা কি করা উচিত? এমনওতো হতে পারে এম্বুলেন্সের মাঝে যিনি আছেন তিনি মারা গেলে জগতের কল্যাণ হয়। আল্লাহই এই ব্যাপারে বেশি অবগত। তিনি যা ভালো মনে করেন তাই করেন। তাই না?
প্রার্থনাটা কেবলই প্রার্থনা, মন্জুর করার মালিক তো উনি।
হইতে পারে এম্বুলেন্সের ভিতরে কালা জাহাংগীর । তবে কি যেই হোক না কেন ওর পরিবারের কথা ভাবলে কেমন জানি লাগে। তবে কখনো বৃহৎ স্বার্থে ক্ষুদ্র জিনিস না ভাবলেও চলে। যেমন বাংলাদেশের বহুত রাজনীতিবিদ রা যে কিভাবে বেঁচে থাকে এতদিন। দুয়েকটা তো অসুখে বিসুখে মরেও যাইতে পারত।
এইসময় একটা কথা মনে পড়ল আল্লাহ মাফ করুক এমন কিছু যেন না করি কেউ আমার মৃত্যু চায়।
:dreamy: :dreamy: :dreamy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বস , না থাক । তর্ক বাড়ামু না কারণ আপনে এই কাজ কইরা শান্তি পাইতেসেন আর এতে কারো ক্ষতি নাই । তবে বোটম লাইন হইল দাওয়াটা বেশি দরকার রোগীর জন্য ।
বরং এই কামনা করা ভালো যে 'জগতের সকল প্রানী সুখী হউক'
কার্টেসি : ত্রিপিটক পাঠ বিটিভি 😀
শান্তি ময়।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
একটা উড়াধুরা জুক্স মুনে পড়ল 😉 😉 ।
Life is Mad.
আপনার মত বড় ভাই পাওয়াটাও ভাগ্যের।
আপনার মঙ্গল কামনা করি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:salute: :salute: :hatsoff: :hatsoff:
Life is Mad.
:salute: :salute: