আমার কিছু সমস্যা তৈরী হয়েছে। সিরিয়াস লেখা লিখতে পারছি না। “ভকি-জকি” পোস্টও দিতে ইচ্ছে করছে না।
কামরুল আর জিহাদ বলেছে, বাংলায় “ষ” থাকলেও ইংরেজীতে নেই, লিখতে হবে “স”। উইকি-মুইকি কি কি সব রেফারেন্স দিয়ে হুলুস্থুল করে ফেলেছে। মেজাজটা এমন বিলা হয়েছে সেদিন, সিনিয়রের সাথে মামদোবাজি, হাতের কাছে থাকলে মনের সুখে পাংগা দিতাম। কিন্তু হায়, সেই দিন কি আর আছে, আর থাকলেই বা কি, এখন ব্লগে কত্তজন আমার সিনিয়র, সবাই এক সংগে পাংগা দেয়া শুরু করলে আমি তো “নাই” হয়ে যাব।
সানাউল্লাহ ভাইয়ের সুখের দিন মনে হয় আসতে বেশি দেরী নাই। সিনিয়র ভাই দিয়ে ব্লগ ভরে যাচ্ছে। আমিই “বেল” পাই না আর তো “পোলাপাইন”। তবে আমি সিনিয়রের দলে নেই। আমি ঘোষনা দিয়ে জুনিয়রের দলে। কাইয়ুমের বলিষ্ট নেতৃত্ব আমাদের আরও বেগবান করবে।
অনেকের খোজ পাইনা অনেক দিন। আহসান (৮৮) আগের চেয়ে অনেক বেশি অনিয়মিত। বাসার একটা সমস্যার কথা বলেছিল, পরে আপডেট দেয়নি। আশাকরি সব ঠিকঠাক। তারেক (কনফু মিয়া) মনে হয় একটু খেয়ালী, লেখকদের যেটা মানায়। ওবায়দুল্লাহ, যখন আসে ঝড়ের মত, এরপর আবার ঠান্ডা। আবার হয়ত আসবে, ঝড় শুরু করে দিয়ে চলে যাবে। কাইয়ুম আর তানভীর পুরাই আজিব, লেখে কম, শুধু কমেন্ট আর কমেন্ট। জুলহাসের ব্যাপারটা আমাকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। জুনা কিছু বলতে পারত, কিন্তু সেও চুপচাপ। জাপানে যারা আছে তাদের মনে হয় পরীক্ষা শুরু হবে কিছুদিনের মাঝেই। তৌফিক, অনেক চাপ নিয়ে ফেলেছে মনে হয়, একেই বলে বিরহ-ব্যথা। অনেকদিন দেখিনা হাসনাইনকে। মহিব (রায়হান ঠিক করে দিয়েছে); আমার ধারনা সিসিবি ওকে টানে না তেমন, কিংবা হয়ত টানে, ব্যস্ততার জন্য সময় পায় না।
সিসিবিতে এখন কত্ত ভালোভালো লেখা, লেখক। আজ একজনের বই বেরুচ্ছে, কাল আরেকজনের বেরুবে, বই নিয়ে ছবি হচ্ছে, হবে, আমি এদের সংগে লিখি, মাঝে মাঝে এটা আমাকে এত অবাক করে। আবার লজ্জাও পাই, কুকড়ে যায় লেখার হাত, কি জানি কি লিখতে কি লিখি।
সিনিয়র ছাড়াও অনেক নতুন মুখ এসেছে। ঠিক করেছি কারও নাম বলব না। অনেক ঠেকে শিখেছি, এভাবে নাম বলতে নেই। যদিও অনেকের নাম বলে ফেলেছি এরি মাঝে।
আমার ধারনা, আমি খুব মিস করব কামরুলকে। ছেলেটা কানাডা চলে যাচ্ছে মনে হয়। অফিসে এসেই নক করা হবে না মেসেঞ্জারে। জীবন বদলে যায় এভাবেই, অভ্যাসে, নিয়মে। আমরা আবার নতুন নিয়মের বৃত্তে আটকে ফেলি নিজেকে।
৯০ এর ব্যাচে কিছু ইউনিক ছেলে আছে। সিসিআর এর “মাহমুদ” ঈদানীং অনেক আক্টিভ, এবং আগে থেকেই ছিল “সুইস আল্পস ফাহিম”। ফাহিমের জীবন অনেকের জন্যই ঈর্ষার কারন। পেয়েছি যুবরাজের “ফাহিম-বন্দনা”। অনেকদিন কোন খবর নেই এগুলোর। এরা মনে হয় “আন্ডার-টেবিল এগ্রিম্যান্ট” করে ফেলেছে। ফাহিম তো দেখলাম একদিন সবাইকে গন-হারে পাংগা দিল।
আমার প্রিয় একজনের অনেকদিন কোন খবর নেই। রাজশাহীর সামি হক, বউয়ের বান্ধা গরু, বিখ্যাত ছড়াকারের সুখ্যাত জামাই। টিভিতে আমাদের বিয়াই সাহেবকে দেখি, কিন্তু যার জন্য তিনি আমদের বিয়াই, তাকে ব্লগে দেখি না। শার্লী একাই টানে এখন রাজশাহীকে। যেমন একা সামিয়া। মাঝে মাঝে সেলিনাকে দেখতাম, আর ছিল অর্চি। সুষমা নামের একজনও ছিল। কিন্তু লেগে আছে সেই স্যাম ঝ্যাং (কি আজিব নাম, এইটার মানে কি?)
সামির দীর্ঘ অনুপস্থিতি চোখে বড় বেশি করে লাগে আমার, যখন খেরোখাতা লিখি তখন আরও বেশি অনুভব করি এটা। আমার খেরোখাতার দারুন ভক্ত ছিল সে।
চলে এস সামি।
:hug: :hug: :hug:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
অই মিয়া, তোমাগো দলে গেছি জন্য কি মান সম্মান নাই, হাত তুইলা ডাকাডাকি কর :chup: :chup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হাত তুলে ডাকাডাকি তো করি নাই... 🙁 :((
তিনজনে হাত উঠায়া রাখছি যাতে আপনি কোথায় যাইতে না পারেন... O:-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কোন তিনজন?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আপনার মুড কেমন আছে বুঝতে না পেরে নাম দিতে সাহস পাইলাম না... 😕
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মুড ভাল আছে। নির্ভয়ে বল। 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমি, কামরুল ভাই আর কাইউম ভাই (দুইজনরেই আপনি ভাল পান দেখে অনাগো নাম বইলা পয়েন্ট আপ করলাম... B-) )
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ধুর! জুনা আমার নাম বলে নাই! 🙁 🙁
ফয়েজ ভাই, মিসটেক হয়া গ্যাছে... :bash:
আসলে, তিনজনের মধ্যে আমি নাই... :((
ঐ তিন জন হলেন কাইউম ভাই, কামরুল ভাই আর তানভীর ভাই... 😉
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আরে ব্যাপার না, আমরা আমরাই তো
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কি সুন্দর একটা লেখা। সবাইকে ছুঁয়ে গেল। 🙂
ঝ্যাং এর বাচ্চা হলো 'একী কান্ড' বইয়ের একটা চরিত্র, একটা প্রাণী। গোলগাল তুলার মত, হালকা গোলাপী রঙ। ওর হালকা নীল রঙের দুইটা দাঁত, আর তিনটা খালি চুল। ওকে কেউ দেখতে পায় না।
আর আমার মা বাবা বড়বোন বাদে পৃথিবীর প্রায় সবাই আমাকে স্যাম নামে ডাকে।
এই দুইটা মিলায়ই আমি স্যাম ঝ্যাং।
ধন্যবাদ।
তোমার নামের বানানটা প্রথমে ভুল লিখেছিলাম, 😛
ঠিক করে দিয়েছি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমি ভাবছিলাম 'ঝ্যাং' বুঝি কোন চাইনিজ বোমাবাজ-সন্ত্রাসীর নাম 🙁
:khekz: :khekz: =)) =))
আহা কতদিন পর খেরোখাতা :tuski: :guitar: :hatsoff:
আমিও :thumbup: :thumbup: কারণ সামনে কলেজ থিকা যা আসব সব জুনিয়র :awesome: :awesome: :awesome: আর এ গতি থামার চান্স নাই।
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ওরে বেকুব, তখন তুমি তো সিনিয়র হয়ে যাবে।
অফটঃ তোমার ছবির কথাটাও ডুকায় দিলাম, রেকর্ড থাকুক। যাতে পড়ে ভুলে না যাও আমাদের 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আহেম আহেম।
ভাই সিনিয়র হইলেও গ্রুপের নাম তো জুনিয়র গ্রুপ
(যেমন ..ম্যারাডোনার ছোটবেলার দল আজীবন বোকা আর জুনিয়র্স ই থাকবে)
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ঠিক, ঠিক, কথা সত্য, জুনিয়র গ্রুপ।
:awesome: :awesome: :tuski: :tuski:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
B-)
হুমমমম...।
:-B
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
🙁
মন খারাপ কেন বাচ্চু (আমারে চাচ্চু কইও না কইলাম)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
মেহেদী ভাই খালি মন খারাপ করে 🙁 । খেলুম না 😡
😀 😀 😀
কোন ভাবে উল্ট টা হবে না। আমি ঘোষণা দিয়ে যদি সিনিয়রদের দলে যেতে চাই.........ইয়ে মানে বেয়াদবি মাফ করবেন।
যাও না ওদের দলে, যাও। চা সার্ভ করতে করতে জীবন শ্যাষ করি ফেলবে সানাউল্লাহ ভাই। আর ইউসুফ ভাইয়ের পাঙ্গাগানীর স্টাইল দেখছ, ধোলাইয়ের উপ্রে থাকবা তুমি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
😀 😀 😀
আমিনরে একটু রগড়াইতে হবে মনে হচ্ছে।
আমার অল্টারনেটিভ জুনিয়র হইয়া আমার সিনিয়র হইতে চায়। x-(
এই জুনা, আমিনের বডির সিভিল পানি বের কইরা আন তো। :grr:
জুনিয়রদের কাছে আমার বদনাম করার চেষ্টা করার জন্য....এই কে আছিস, ফয়েজকে একটু স্টাফের কাছে নিয়ে যা! আমি আর নিজে ডিল করব না..
ভাইয়া স্টাফ লাগবে না। শুরু করে দিচ্ছি 😀
:frontroll: :frontroll: :frontroll:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই আমরা জুনিয়ররা আছি কি করতে? আমি শুরু করলাম :frontroll: :frontroll:
ওই রকিব বা নাজমুল ত অরা আইসা আমারে সরাইয়া দিয়া শুরু করতো।
:frontroll: :frontroll: :frontroll: :frontroll:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
লেখালেখি করাই আমার পেশা। লিখে আয় করি। জীবনে আর কিছু শিখি নাই। তাও ভাল লিখতে পারি না। কিন্তু এইসব পোলাপান এমনি এমনিই কত্তো ভাল লেখে। এক একেকজনের কি চমৎকার লেখার হাত। যেমন ফয়েজ। সিসিবিতে এসে আমি মুগ্ধ। :clap: :clap: :clap:
বস সিসিবিতে এসে মুগ্ধ ঠিক আছে, কিন্তু আমাকে যেভাবে বললেন, খুব লজ্জা পেলাম।
আমরা আপনাদের কাছ থেকেই শিখি সব। আমাদের একজনের পাওয়া মানে সবার পাওয়া।
:hatsoff: টু সিসিবি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমার নাম নাই কেন? x-( x-( :thumbdown: :thumbdown:
কে বলল নাই, ঢুকাই দিছি না দেখ তো আবার 😉
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
~x( ~x( ~x( ~x( ~x( ~x( 😡 😡 😡 :no: :no: :no: :thumbdown: :thumbdown: :thumbdown:
রাগ করো ক্যানো? 🙁 :((
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আপনে রায়হানরে নায়ক না বানাইয়া সাইড নায়কের রোল দিছেন ক্যান? ;;; রাগ করবে না !! ;;;
আইচ্ছা যা রায়হান আজ থিকা তুই নায়িকার চাকর ;;;
কি সৌভাগ্য 😀 এইভাবে জুনিয়রদের দলে যাইতে থাকলে ফয়েজ ভাই আর জুনা ভাইরে দশ বছর পর পাঙ্গানি দেওয়া হবে ডাল ভাত 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
পাংগা দিবা, মায়া লাগবে না। 🙁
আমার তো খুব মায়া লাগে 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
😡 😡 😡
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কলেজে যখন ভর্তি হই তখন সাইজের কারনেই ড্রিলের সময় স্টাফরা দুই গ্রুপ করলেন, আর আমি পড়লাম বেবি গ্রুপে। পরে অবশ্য কলেজ ছাড়ার সময় অনেকের মত অবশ্য গ্রুপ চেন্জ করেছিলাম। মানে বেবি গ্রুপের অনেকেই টলার গ্রুপে এলো আর টলার গ্রুপের অনেকেই বেবি গ্রুপে মাইগ্রেট করলো।
তাই এখন বুঝে শুনে গ্রুপ ঠিক করবো ।
খুব খিয়াল কইরা !!
তুমি জুনিয়রে আসলে আমরা খুশি হব। ইন-ফ্যাক্ট চাচ্ছি আস, তোমাকে আমাদের দরকার।
আর যদি চলে যাও তাহলে পুরা যুদ্ধের উপ্রে থাকবা। এতটুকু ছাড় দেয়া হবে না। এখন দেখ কি করবা।
আশা করি তুমি সিন্ধান্ত নিতে ভুল করবা না।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভেবেছিলাম অনেক দিন সিসিবিতে কমেন্ট করবোনা, মন খুব খারাপ। কিন্তু, ফয়েজ ভাই খেরোখাতা লিখলেন আর আমি কমেন্ট দিলাম না- এরকম কি কখনও হয়েছে নাকি? তাই কমেন্ট দিতে চলে আসলাম।
আপনি আমাদের দলে আছেন, আমাদের আর কি লাগে? 😀
আমার নাম আছে এইখানে! এত আনন্দ কই রাখি? 😀 😀
ফয়েজ ভাই, খেরোখাতা রক্স! :thumbup: :thumbup:
কেসটা কি? শওকত ভাইয়ের পোস্টেও একই কথা কইলা। তোমাগো মাঝে মাঝে কি হয়? 😕
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
তানভীর আর যাই করস, বোকামি করিস না। 😉
তানভীর ভাই, মনটারে রিফ্রেশ করেন...মনের ভেতর জমে থাকা আজাইরা কুকি আর ক্যাশে ক্লিয়ার করে ফেলান (কাইউম ভাই... 😉 )...দেখবেন সব আবার 'যেমন ছিলে' হয়ে যাবে...আমার ক্ষেত্রে এই পদ্ধতি বেশ কাজ করছে... ;;;
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনা 😉 😀
কমু? 😀 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
😮 😮 😮
😛 😛 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz: 😀 :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ূম ভাইরে কি রবিন্সমাইল রোগে পাইল নাকি আজকে খালি সমানে মাউস ইউস করতেছেন? কি বোর্ডের কি হইল।
:thumbup: :thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
🙂
আমি খেয়ালী না বস। বড়জোর খামখেয়ালী হতে পারি। 😛
তবে কথা সত্য, সিসিবি এখন অনেক পরিণত একটা ব্লগ, দারুণ সব লেখা পড়তে পাওয়া যায় এখানে নিয়মিত। :boss:
www.tareqnurulhasan.com
ওই, খেয়ালী আর খামখেয়ালী পার্থক্য কই?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কনফু তুমি আমার লাষ্ট কোন পোষ্টে কমেন্ট করছ, মনে আছে?
(এইবার দেখি এইটা খেয়ালী নাকি খামখেয়ালী)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এই যে এই পোস্টটায়! একদম নগদানগদ! 🙂
www.tareqnurulhasan.com
কি কইছিলাম না, তুমি খেয়ালী। 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
=)) =))
জাপানবাসী কইয়া মনে হয় আমারে ইংগিত করছে ফয়েজ ভাই। কি ভাল লাগে। যদিও সাকেব ভাই ও আছে এই দলে। আমার পরীক্ষা আজকে শুরু হইল তবে সিসিবি ছাড়ি নাই।
ফয়েজ ভাইর খেরোখাতা জটিল। তবে কেমন একটা নিঃসঙ্গতা ছিল আজকেরটায়। অনেক পুরান ব্লগারের কথা মনে পড়ল। অফটপিক আমার ছোট ভাই কনকটার যে কি হইল? সেই যে পোষ্ট না করা একটা চিঠি দিছিল আর কোন খবর নাই।
জাপানবাসী বলতে আমার কাছে এখন তুমি, সাকেব আর ছন্নছাড়া (শরীফ)। বাহালুল তো শুনলাম কানাডা।
আহারে কতদিন পরীক্ষা দেই না 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
পরীক্ষার চাপে মারা যাইতাছি ভাইয়া ~x( । আজ একটানা ৪ ঘন্টা ধইরা ৩ টা পরীক্ষা দিছি 😮 । প্লিজ একটু দোয়া কইরেন ।
কি পরীক্ষা এইগুলা, সময় এত কম ক্যান? কুইজ নাকি?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
৯০ মিঃ-৫০মিঃ-৯০মিঃ। ১০ মিনিট করে গ্যাপ। এই সিস্টেমেই চলে এখানে। প্রশ্নসংখ্যা কম ,প্রশ্নপ্রতি মার্ক্স বেশি। টোটাল ১০০।একটা ভুল হলেই বিশাল ধরা।
বস,
আমি মাত্র থিসিস জমা দিলাম...আর শুধু ডিফেন্সটা বাকী...
থিসিস লেখার দৌড়ের মধ্যেও আমি সিসিবি তে যেই পরিমাণ সময় কাটাইসি,আমাকে অন্ততঃ একটা সান্ত্বনা পুরষ্কার দেওয়া উচিত :((
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
প্রথম পুরুষ্কার এখনো দেয়া হয় নাই, দেয়া হোক, এরপর সান্ত্বনা দেয়া যাবে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমার ভাগ্য খজুবই ভাল যে আজকেই আমি সামিয়ার বাসায় আসছি আর এই পোস্টটা চোখে পড়লো। আসলে যখন এইখানে আসি তখনই লিখা হয়, বাকি সময় হয়না। কারণ আমার নেটও নাই আমি টাইপও করতে পারিনা। 🙁
সামিয়া আমার রাইটার :ahem:
সবাইকে শুভেচ্ছা 🙂
এই সুষমা, What a surprise 😮 😮
ব্যাপার না। ভুলে না গেলেই হল সিসিবি কে। পরে যখন সময় সুযোগ পাবে, নিয়মিত থেক।
নতুন পোষ্ট আসবে নাকি আজকে তোমার?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ইতা খুন সমিস্যাই না। আস্তে আস্তে ঠাইফ খরা শিখি যাইবা। আর নেঠ খানেখশন হইলে তু খতাই নাইখ্খা।
আমার বদনাম দিয়া যখন খেরোখাতার শুরু করসেন কাজেই আরেকটু খোঁচা দিয়া যাই।
ইয়ে মানে.. ফয়েজ ভাই, আপনার ব্লগের টাইটেল এ মহা নিখোঁজ এর চন্দ্রবিন্দু টা নিখোঁজ হয়ে গেসে 😛
সাতেও নাই, পাঁচেও নাই
চাপা মার না। আমি তো দেখি, তুমি দেখ না ক্যান 😉
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ঠিকাছে। হাজার হৈলেও সিনিয়র মানুষ। মুখের উপর তো আর কিছু বলা যায়না ;;; :hatsoff:
সাতেও নাই, পাঁচেও নাই
আমার নাম আছে!!! :awesome: :awesome: :awesome:
বরাবরের মতোই সেইরকম। সিসিবি জুনিয়র্সে ফয়েজ ভাইকে স্বাগতম।
ব্লগ লিখতে ইচ্ছা করে, কমেন্টাইতেও। কিন্তু চাপ বেশি, কি করব! 🙁
থিসিসের ফার্স্ট ড্রাফটটা শেষ করি, তারপর দেখেন, ব্লগাইতে ব্লগাইতে সবাইরে সিসিবিছাড়া কইরা দিমু।
মাসরুফ পোলাটা বিসিএস পরীক্ষা দিয়া বলছিল, বিশাল ব্লগ আসতেছে। ওইটা এখনো আসতেই আছে। পাবনার ডাক্তার আদনান ভাইও দুইটা ব্লগ দিয়া ফুটছে। আর খবর নাই। সেলিনা আপারও লেখা পড়তে মন চায়। বোমারু সামিয়া একলা আর কতো টানবে!
সিসিবির হোমপেজে গিয়েই সর্বমোট সদস্যসংখ্যাতে চোখ রাখি। গত একমাসে মনে হয় পঞ্চাশজন সদস্য বাড়ছে। সিসিবির নীরব পাঠক অনেক বলেই আমার ধারণা। আমি নিজে আমার দোস্তদের গ্রুপে সিসিবির প্রচার চালাইছি। ওরা পড়ে, কিন্তু একেকটা এইরকম আইলসা যে আর লিখে না। বন্ধুদের কথা যখন এসেই পড়লো, তাইলে আরেকজনের কথা কই। আমাদের আশিক। মারাত্নক গোছানো লেখালেখির হাত। কিন্তু লেখে না। ড্রাফটে ওর সাত নম্বর ক্রস বেল্ট নামে একটা লেখা পড়ে আছে, প্রকাশ করতেছে না। অপেক্ষায় আছি। মাঝে মধ্যে সিসিবির মডু হইতে ইচ্ছা করে, খালি ড্রাফটগুলা পড়ার জন্য।
লাইনে বেলাইনে অনেক কথা বলে ফেললাম। শেষ একটা কথাই বলে যাই, আমার সিসিবিতে প্রিয় লেখক ফয়েজ ভাই। :hatsoff:
তুমি একটা পোষ্টাও তো, হারানো বিজ্ঞপ্তি দিয়া।
একদম মনের কথা কইছ, তয় ফয়েজের জায়গায় তৌফিক হইব। :hatsoff:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:shy: কি কন এইসব!!! :shy:
সকালবেলায়ই মনটা বিরাট ভালো হয়া গেল। 🙂
আমার নামও নাই। ভাবতেছি এক মাসের জন্য নিখোঁজ হয়ে যাব- ফয়েজ ভাইয়ের খেরোখাতায় নাম উঠানোর জন্য। 😀
ফয়েজ ভাই, দেখেন না মুহাম্মদ ভাব মারতাছে। একটু রগড়ানি দিয়া দেন না ভাই। ভদ্র পুলা দেইখা খালি চাপে বাইচা যায়। আজ একটা চান্স 😉
@ অই মুহাম্মদ আছু কেমন?
তোমার পুরান পোষ্টে (ডারউইন) কি একটা কমেন্ট করছি, দেখ নাই মনে হয়। আপডেট দিও।
তুমি হারাই গেলে তো সিসিবির অর্ধেক পংগু হই যাবে। পোষ্টে যাদের নাম কইছি এরা এক একজন বিশ্ব ফাকিবাজ। তোমারে এই কাতারে ক্যামনে ফেলি কও?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
একটা কথাই বলতে চাই-"সিসিবি আমারে করেছে পুর্ণ"
আরে বেকুব, বিয়া না কইরা পুর্নতা পাইলা ক্যামনে?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বিয়া করলে তো মইরাই গেলাম। তার আগে পুর্ণতার প্রয়োজন :-B
হুমমমমমমমমমমমমমমমমমমমম.....................
(গর্জনের ইমো নাই ক্যান?) ~x(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ক্যান নাই? ~x(
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমার গর্জন শুইন্যা ফয়েজ পলাইছে মনে অয়! বিরাট.... বিরাট ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে? পুলাপাইনরে খ্যাপাচ্ছে? ফয়েজ লং-আপ, বেলাডি 😡 😡 😡
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
(লং আপ হইছি বস)
বস আইয়া পড়ছি, একটু কামে গেছিলাম বাসায়, বাসায় আবার পিসি খুলি না। খুললে বউ বেটি লং-আপ করায় রাখে।
অফটঃ পুরা জীবন লং-আপে কেটে গেল। 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমার্নামো নাই :(( :(( :((
আরে মুস্কিল, আমার নিজের নামও তো নাই, আমি কি মন খারাপ করছি নাকি। 🙁
কাইন্দো না জনি
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাইয়ের খেরোখাতা শুধু না, কমেন্ট গুলার জন্যেও কি অপেক্ষা করে থাকি না ইদানিং :shy:
কত সুন্দর করে উনি প্রত্যেক্টা সিসিবিবাসী এই আমাদেরকে মনে রাখেন! আমি অবাক হই শুধু, ব্লগে লিখেই শেষ না, আমাদের সবাইকে এক এক করে এভাবে ডিটেইলে মার্ক করা :hatsoff: :hatsoff:
অনেক দিন পর একটা খেরোখাতা, এম্নিতেই সিসিবির অসাধারণ সব লেখকদের সাথে থাকতে পারার গর্বে বেশিরভাগ সময়েই পিরা মিরা যাবার দশা, তারউপর এইরকম একটা লেখায় নিজের নাম, আবেগে পুরা ইমোশনাল হয়ে গেলাম :shy: :shy:
:hug: :hug: :hug:
বস্ সিসিবি জুনি টিমের পক্ষ থেকে কোটি খানেক :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমি জানি তো, তোমরা সালাম টালাম দিবা, এই জন্য দল ত্যাগ করছি, সিনিয়র খালি পাংগা দেয়। চা সার্ভ করতে কয়। 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
জুনি টিমে সিনিয়র!! অহন বুঝা গেল রহস্যটা!
অথচ আমি কত্তো সিনিয়র! জুনিয়রদের কাছ থেকে সালাম নেওয়া তো দূরের কথা কখনো কাউরে এক কাপ চাও দিতে কই না। পাঙ্গা বলতে মাত্র ১০টা :frontroll: !
আর ফয়েজের অবস্থা দেখো? জুনি টিমে ঢুকতে না ঢুকতেই .............
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস আপনিও জুনি টিমে চলে আসেন। চা দিব, কফি দিব, বেকারের কেক দিব আমরা।
মাসুম ভাই চলে আসবে বলছে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই আপনার লেখা পড়লে ইদানিং আমার খুব মন খারাপ হয়। 🙁
তাইলে মন খারাপ কর, আমি কি আর নিষেধ করছি নাকি 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
=)) =)) :khekz: :khekz:
ফয়েজ ভাই অসংখ্য ধন্যবাদ আমাকে মনে রাখার জন্য। মনটা দারুন ভালো হয়ে গেল। খুশিতে কি করবো বুঝতে পারছিনা।
এত দিন লগ ইন না করেই লেখা পড়ে চলে যেতাম। আজ আর পারলামনা। এই সেমিষ্টারে কোর্স, প্রজেক্ট আর রিসার্চ এর ভীষণ চাপে আছি।
লেখাটা দারুন।
আপু চাপের মাঝে কখনো কখনো কি ফ্রেশ হওয়া লাগে না। তখন আইসা টুকটাক কমেন্টাইলেও তো পারেন।
জ্বলন্ত উদাহরণ হিসেবে আমার নাম না দেওয়ায় কামরুলতপুর ... চাই 😡
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
সেটা ভাইবাই তো কমেন্টটা করছি কিন্তু সোর্স বলতে ভুইলা গেছি :frontroll:
@ সেলিনা, কি বলব, সবাই তো বলেই দিল।
আসলে জান কি এটা এখন একটা পরিবারের মত লাগে, তাই কেউ যদি দিনে একবার হলেও উকি দেয়, কমেন্ট দেয়, তাহলেও খবরটা পাই, টাচে থাকা আরকি।
ভাল থেক।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কি আর বলবো? ঘরে যে আরেকটা পরিবার আছে সে আমারে বলে আমি নাকি সারাদিন সিসিবি-তে থাকি। 🙁 🙁
এখন থেকে আওয়াজ দেয়ার চেষ্টা করবো।
আপু,আপ্নার দিন এত ছোট 🙁 !!কাজ কাম করেন কিভাবে? 😕 😕
@বন্য, প্রথমে বুঝিনাই, কি কৈবার চাইসিলা, রান্না করতে করতে সেলিমিডিস (সেলিনা + আর্কিমিডিস) হইয়া উদ্ধার করলাম সারমর্ম।
হ ভাই, দিন খুব ছুডু...। কেম্নে যে বড় করি, তিনটা কোর্স, সেমিনার, প্রজেক্ট আর রিসার্চ, আর দুই পরিবার, নিজের বাড়ী সিসিবি আর আমগো টোনাটুনির পাখীর বাসা...ম্যানেজ করতারিনারে ভাই।
😮 😮 :awesome:
আপনে পুরা... :boss: :boss:
আজকে দেখি অনেক্ষণ আপনি অন লাইন... 😀
লেখা মনে হয় এক খান দিয়েই দেবেন...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
লাফান্যা ইমোটা শেষ লাইনে হইব... 🙁 :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমি সিসিবি'তে নতুন। তাই অনেক কিছুই জানিনা। তবে "আজ একজনের বই বেরুচ্ছে, কাল আরেকজনের বেরুবে, বই নিয়ে ছবি হচ্ছে, হবে" জেনে খুবই ভালো লাগল।
একটু ভয়ও পাইছি, এতো এতো জ্ঞানী পুলাপাইন। না জানি ভুল-ভাল কিছু লিখে ফেলি।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
আমাগো টিটো আছে না, ওর একটা গল্প নিয়া ছবি হবে এ বছর, তৌকির ভাইয়া বানাবেন, আন্দালিবের কবিতার বের হয়েছে বই মেলায়, মোস্তফা মামুনের অনেকগুলো বই বেরিয়েছে, তারেক অনেক বড় মাপের লেখক, আশাকরি ওর বই বের হবে খুব শিগ্রী, সানাউল্লাহ ভাই বিরাট সেলিব্রিটি সাংবাদিকতা জগতের, এবার চলে এসেছেন গ্লামার জগতে, মাসুম ভাই বাচ্চা সেলিব্রিটি এই জগতের, মানে উঠতি আর কি, কামরুল নাটক বানায়, আরও কিছু বাচ্চা আছে, হাত মশক করছে এখন, বের হবে খুব তাড়াতাড়ি ডিম ফুটে।
কাকে ছেড়ে কার কথা বলি, ডিফেন্সের কথা বললাম না আলাদা করে, এরা মনে হয় এখন বই টই বের করতে পারবেনা, তবে লিখে লিখে জমিয়ে রাখছে, বের করবে এক সময়।
তবে ভয়ের কিছু নাই, আমরা আমরাই। এক ডাইনিং এ খেয়েছি, একি বাথরুমে......। এমনকি আমাদের মেডিকেল চেক-আপের কাশিও একই রকম। তাই টেনশন নাই।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:pira: :pira: :pira:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
বস,
টিটোর কোন ছবি নিয়া ছবি হইতেসে?
পাংখা...পাংখা... :hatsoff:
এইসব বস পোলাপানরে নাম ধইরা ডাকতে পারি, মাঝেমাঝে ভার্চুয়াল ফ্রন্টরোল দেওয়াইতে পারি- ভাবতেই ভালো লাগে B-)
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
মনে হয় প্রোফাইলের ছবিটা দিয়াই ;)) ;))
আসল নিউজঃ বউ কথা কও 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
"বউ কথা কও"
লিংক আছে, খুইজা দেখ, তারেকের (কনফু) পোষ্টে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমি মাসুম। আমিও জুনিয়রের দলে। আমি কখনোই বড় হপো না 😛
থ্যাঙ্কু বস, চলেন ভজায় ভজায় সানাউল্লাহ ভাইকেও নিয়ে আসি। এরপর সিনিয়র টিম বিলুপ্ত করা সময়ের ব্যাপার। 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
মাসুম, জুনি দলে থেইক্কা দুধ খাইতে চায়। আমি দুধ খাই না, আমি সিনিয়র হুইস্কি খাই। B-) B-) B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস যা চাইবেন তাই দিব, খালি ডিগবাজিটা দিয়া ফালান।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:frontroll: :frontroll: :frontroll: দিতাছি তো। কিন্তু :just: উল্টাইতে গিয়া পাশে পিরা যাইতাছি!! কেম্নে কি??
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😛
আরে থুক্কু, এইটার কথা কই নাই তো?
~x( ~x(
এত বুঝেন আর এইটা বুঝেন না। 😕
:frontroll: :frontroll:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কি করমু, তুমরা আজকালকার পুলাপাইন। তুমাদের কথাবার্তা আমার মাথার ওপর দিয়া যায়। এতো বড় টাওয়ার বসাইলাম, কেম্নে কি!! ;;; ;;; ;;;
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস হইছে, আপনি সিনি দলে থাকেন, জুনিতে আইতে হইব না (এই ডিগবাজির কথা কইছিলাম, আর আপনি কিনা :(( )
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
তুমি রংপুরে ইলেকশন করবা বুঝছি। কিন্তু আমার তো রাজনীতি করার খায়েশ নাই!! কেম্নে ডিগবাজি দিমু?? :guitar: :guitar: :guitar:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ওরে নারে আজকে তো জটিল কেস হয়ে গেছে এখানে। ফয়েজ ভাই সানা ভাইরে ফ্রন্টরোল দেওয়াইছে। আমি জুনিয়র হইয়া দেইখা ফালাইছি চোখের কোনা দিয়া। এই জন্য আগেই :frontroll: :frontroll: দিয়া রাখলাম। কিন্তু ঘটনা কি হইল?????
😀 😀 :frontroll: :frontroll:
ফয়েজ ভাই
আপনি যদি এরকম ব্লগ লিখেন ত আমি সব সময়ে নিখোজ থাকব আর এসে এসে লুকায়ে লুকায়ে পড়ে যাব ব্লগ। আসলে আমাদের বাশায় ডায়াল আপ লাইন এত্তো স্লো যে আসব, পড়ব কিম্বা কমেন্ট করব তা কিচ্ছু করা হয়ে উঠে না, আর যেটুকু সময় আসি নেট এ বউ রে এম এস এন সময় দিতে হয়। আশাকরি কানাডা যেয়ে আবার নিয়মিত হবো। আর এর মধ্যে যদি কোন আড্ডা দেন তো একটু কষ্ট করে আওয়াজ দিয়েন হাজির হয়ে যাব।
খেরোখাতা নিয়ে যখন আপনি বই বের করবেন তখন আমারে এক কপি অটোগ্রাফসহ দিয়েন।
এইটারে আসলেই কয় বউয়ের বান্ধা গরু, তোমার বউএর তো বিরাট কপাল দেখি, পুরা ডমেস্টিক জামাই। (আমিও একটু একটু ডমেস্টিক মনে হয়) 😀
আড্ডা দিমু ইনশাআল্লাহ, তয় আমি তো চিটাগাং, সিসিবিতে বানছি যখন নিজেরে দেখা তো হইবই, টুডে-টুমরো
খেরোখাতা নিয়া বই, পাব্লিক কিনব এইটা? দেউলিয়া না হইয়া যাই আবার 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমার নাম কই?
এইটা তো আসলে নিখোজদের খাতা, তোমার খোজ তো আছে।
আইচ্ছা নেক্সট ডুকাই দিমু, ব্যাপার না 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই,
আপনার খেরোখাতা পড়তে দেরী হইলো।
আমি আসলে মাঝের ক'দিন আন্তঃজালের কাছে ছিলাম না - তাই আসা হয়নি।
অসম্ভব ভাল লাগায় মনটা ভরে উঠলো আপনার পোস্ট আর মন্তব্য সব পড়ে।
আপনারে :salute:
সৈয়দ সাফী
এইখেরোখাতাটা মিস হইল কোনখানদিয়া!!!!!!!! 😡 😡 😡 😡 😡
অদ্ভুত সুন্দর লেখেন ভাইয়া আপনি..এত সাবলীল... :boss: :boss:
অনেকখন খুইজা টুইজাও খেরোখাতায় নাম্টা পাইলাম্না. :(( :(( :(( :(( :)) ..ব্যপারনা...
আগামী একমাসের জন্য সিসিবিতে আসা বনধ...খেরোখাতায় নাম উঠান লাগবই...সবার দোয়াপ্রার্থী.. 😀 😀 😀
(অফটপিক...কমেন্টের সেঞ্চুরি কর্লাম... B-) B-) B-) )