আজ ভালোবাসা দিবস। সিসিবি’র সবাইকে আজকের দিনটিতে প্রচণ্ডরকম ভালোবাসা জানাচ্ছি। ভীষণ ভালোবাসার মানুষকে একেবারে বুকে আগলে ধরে যেভাবে পাগলের মতো ভালোবাসে, সেভাবেই। তোমাদের খুব কম মানুষকেই আমি মুখোমুখি দেখেছি, অধিকাংশকেই কখনো দেখিনি, কথা বলা তো দূরের কথা। অথচ এই ব্লগের মাধ্যমে তোমরা সবাই আমার কতো চেনা, কতো আপন, কতো ভালোবাসার- সেটা প্রতি মূহুর্তেই উপভোগ করি।
বলতে পারো, এইটা আর নতুন কি? আপনি তো প্রায়ই সেটা বলেন।
বিস্তারিত»