আমি ২০০১ সালে সিয়েরালিওনে ছিলাম। এদেশের রাজধানী ফ্রিটাউন।এটা বিশ্বের মানচিত্রে লাইবেরিয়ার ঠিক উত্তরে আটলান্টিকের পাড় ঘেঁষে।ঐদেশের আন্তর্জাতিক বিমান বন্দরের নাম লুঙ্গি। যাহোক এই লুঙ্গির ট্রান্সিট ক্যাম্পে সপ্তাহ খানিক থাকার সুবাদে ঐদেশের একটা বিশেষ সংস্কৃতির সাথে পরিচিত হয়েছিলাম। এটা হলো কাঠের কাজ। বিশাল সব গাছের গুড়ি এনে কেটে তারা খুবি নিপুন হাতে তাতে বিভিন্ন কারুকার্য করে সুন্দর সব শিল্প বানায়। আমি এই শিল্প এতশত বুঝিনা। কিন্তু এটুক বুঝি এগুলুর শৈল্পিক মুল্য আপরিসীম। আমি একবার মার্কো আর্ট একাডেমিতে গেলাম। তখন আমার একটা ১.৩ মেগা পিক্সেলের সনি ক্যামেরা ছিল। এতোদিন ছবিগুলু আমার আর্কাইভে জমা ছিল। আজ উন্মুক্ত করলাম সবার জন্য যদি কারো কাজে লাগে।
এ্যাকাডেমির সাইনবোর্ড
এই সেই বিখ্যত মার্কো
মার্কোর কর্মীরা কাজ করছে নিপুন হাতে
১ম হইলাম নাকী B-) ?
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
এরা পারেও বটে :salute:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
🙁
কিরে তোর কি হইছে?
আজকাল প্রায়ই মুখ গোমরা কইরা থাকস, কাহিনী কি?? 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
যাক বাবা লুঙ্গিতে ঠেকছ, আরো নিচে নামলে যে কি নাম হইত 😕
বস এইটা কি কাঠ? কাজকাম গুলা তো মাথা খারাপ করে দেয়ার মত।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ঠেকছে* 😛
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এরা তো জটিল কাজ জানে।
এই মার্কো ডা কে? 😛
শিল্প টিল্প বুঝি না। কাজ গুলো বেশি জোশ।
সাবাশ লুঙ্গি।
আন্তর্জাতিক বিমান বন্দরের নাম লুঙ্গি
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
জটিল :clap: :clap: কাঠের কাজে এদের স্কিল তো সেরকম :boss:
সংসারে প্রবল বৈরাগ্য!
ছবিগুলো মুক্ত করে ভাল করেছেন বস।
আমরা দেখবার সুযোগ পেইয়ে গেলাম।
ধন্যবাদ আপনাকে।
:salute:
সৈয়দ সাফী