মার্কো আর্ট এ্যাকাডেমি, সিয়েরালিওন

আমি ২০০১ সালে সিয়েরালিওনে ছিলাম। এদেশের রাজধানী ফ্রিটাউন।এটা বিশ্বের মানচিত্রে লাইবেরিয়ার ঠিক উত্তরে আটলান্টিকের পাড় ঘেঁষে।ঐদেশের আন্তর্জাতিক বিমান বন্দরের নাম লুঙ্গি। যাহোক এই লুঙ্গির ট্রান্সিট ক্যাম্পে সপ্তাহ খানিক থাকার সুবাদে ঐদেশের একটা বিশেষ সংস্কৃতির সাথে পরিচিত হয়েছিলাম। এটা হলো কাঠের কাজ। বিশাল সব গাছের গুড়ি এনে কেটে তারা খুবি নিপুন হাতে তাতে বিভিন্ন কারুকার্য করে সুন্দর সব শিল্প বানায়। আমি এই শিল্প এতশত বুঝিনা। কিন্তু এটুক বুঝি এগুলুর শৈল্পিক মুল্য আপরিসীম। আমি একবার মার্কো আর্ট একাডেমিতে গেলাম। তখন আমার একটা ১.৩ মেগা পিক্সেলের সনি ক্যামেরা ছিল। এতোদিন ছবিগুলু আমার আর্কাইভে জমা ছিল। আজ উন্মুক্ত করলাম সবার জন্য যদি কারো কাজে লাগে।
এ্যাকাডেমির সাইনবোর্ড
marko28

এই সেই বিখ্যত মার্কো
marko21

মার্কোর কর্মীরা কাজ করছে নিপুন হাতে
marko111

marko16

marko18

marko25

marko26

marko31

marko33

marko38

marko40

marko41

১২ টি মন্তব্য : “মার্কো আর্ট এ্যাকাডেমি, সিয়েরালিওন”

  1. ফয়েজ (৮৭-৯৩)
    লুঙ্গি

    যাক বাবা লুঙ্গিতে ঠেকছ, আরো নিচে নামলে যে কি নাম হইত 😕

    বস এইটা কি কাঠ? কাজকাম গুলা তো মাথা খারাপ করে দেয়ার মত।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।