একটা জোক শুনলাম। মজা লাগসে… সো এখানে দিয়া দিলামঃ
জার্মান-রা বলতেসেঃ আমরা এমন একটা টেকনোলজী বাইর করসি কিডনী অপারেশন-এর, রোগী ২ সপ্তাহের মধ্যে ভাল হয়ে যাবে, এন্ড উইল স্টার্ট লুকিং ফর জব।
রাশিয়ান-রা বলতেসেঃ আমরা এমন একটা সিস্টেম বাইর করসি হার্ট অপারেশন-এর, রোগী ১ সপ্তাহের মধ্যে দৌড় দিবে এন্ড উইল স্টার্ট লুকিং ফর জব।
আমেরিকান-রা এখন বলতেসেঃ আমরা এমন একটা স্ট্র্যাটেজি খাটাইসি ব্রেইন অপারেশন-এর – একজন-এর মাথা থেকে ব্রেইন বাইর করে তাকে হোয়াইট হাউস-এ বসায় দিসি, ১০ বছর-এর মধ্যে পুরা পৃথিবীর সব মানুষ উইল স্টার্ট লুকিং ফর জব।
😀 =)) :khekz: :)) :goragori:
হা হা কঠিন
আরে ১ম দেখি
এই লেখাটা মিস হইল কেম্নে???? 🙁
যাই হোক, লেইট বেটার দেন নেভার... 😀 😀 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:)) :))
--
rhn.
আরে তাই তো! এই লেখা মিস হইল কেম্নে?
দারুণ মজা পাইলাম। :)) :)) =)) =))
🙁 মজা পাইতে পাইতেও কেমন জানি লাগলো
নাহ এশি আতেল হয়ে যাইতেছি 😡
=))
জোকটাও ভাল ছিল ।
আরে তাইতো লেখাটা মিস হইল কেমনে?? 😡 😡 :bash:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
লেখা মিস হইলো ক্যাম্নে? 😮
মজা পাইছি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
😀 :)) =)) :goragori: :khekz: :pira:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ওরে পিরা গেলাম তো :pira: :pira: :pira: , টেনে তোল কেউ