অনুরক্তের পরিচয়

আমি ভক্ত, আমি এই ব্লগের নতুন এক অনুরক্ত
নতুন এলাম, যেন পুনর্জন্ম পেলাম

এতদিন চুপিচুপি, মেরেছি অনেক উঁকিঝুঁকি
পারলাম না দিতে আর নিজেই নিজেকে ফাঁকি

আর মনে হয় হবে না মৃত্যু
করবেনা গ্রাস জরা
একচুয়ালে না, শেষে ভারচুয়ালে আমি
খেলাম বিরাট ধরা।

আমি ভক্ত, আমি এই ব্লগের নতুন এক অনুরক্ত
আমি এখন থেকে করব সবাইকে ত্যক্ত, বিরক্ত

(আমি শিওর এই লেখাটা কলেজ/হাউস ওয়াল ম্যাগাজিনে না হোক, অন্ততঃ ফর্ম ম্যাগাজিনে চান্স পেত…দীর্ঘশ্বাস…)

২,৬৯১ বার দেখা হয়েছে

৩০ টি মন্তব্য : “অনুরক্তের পরিচয়”

  1. ফয়েজ (৮৭-৯৩)
    একচুয়ালে না, শেষে ভারচুয়ালে আমি
    খেলাম বিরাট ধরা।

    ইয়ে ভাইয়া, ধরা যখন খাইলেন, বইয়া পড়েন, টাইট হইয়া বইয়া পড়েন, স্লামডগ আইয়া যা দিব। কোথাও যাইয়েন না......

    ইউসুফ ভাই চা খাইতে নিষেধ করতে পারে, শুইনেন না। উনি কড়া চা খায় এইটা আমরা জানতাম না, চা ভাল ছিল, কয় আলগা পাতির চা। B-)


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  2. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    স্বাগতম সিসিবিতে। ১০টা :frontroll: দিয়া ফালাও তো ভাইয়া। আমার একটা সম্মান আছে না!! জুনিয়র মাসুম কাউন্ট করো তো। :bash:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    অনুরক্ত ভাইকে স্বাগতম, নিশ্চয়ই সিসিবিতে অনুরক্ত হয়ে পড়েছেন প্রবল ভাবে :clap: :clap: বস্‌ চা খাওয়াতো শেষ নিশ্চুই অলরেডি, এখন ক্যান্টিন থেইকা কোক আইনা দিবে কেউ, কইরে জুনা, ক্যান্টিনে যা কুইক 😀


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  4. রহমান (৯২-৯৮)

    অনুরক্ত ভাইয়ের আগমন :party:
    শুভেচ্ছা স্বাগতম :boss:
    ওরে সবাই দেখে যা :awesome:
    রকিব কোথায়? দে রে চা :guitar:

    আমি শিওর এই লেখাটা কলেজ/হাউস ওয়াল ম্যাগাজিনে না হোক, অন্ততঃ ফর্ম ম্যাগাজিনে চান্স পেত

    ফর্ম ম্যাগাজিন নাই এখন, আপাতত আপনার কলেজ ম্যাগাজিনেই (মানে এক্ষেত্রে ঝিনাইদহ ট্যাগ) আর সর্বোপরি সিসিবি ম্যাগাজিনেই এইটা চান্স পাই গেসে 😀

    বস্‌, সিসিবিতে স্বাগতম :hatsoff:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।