মিথ্যে বন্ধুরা

তারা আমার মাথায় হাত রাখে
আমার গাল ও ভুরু বুলিয়ে দেয়
তারা বলে সময়ে সকল ব্যাথা সারে
আর সময়ে শপথ ফিকে করে দেয়।
আর তারা ছিল দয়ালু ও কোমল
যারা আমার কানে ফিসফিসাতো
এপ্রিলে যে হৃদয় ভাঙবে শোনো
মে মাসেই তা সেরে উঠবে জেনো।
ওহ্ কত হৃদয় সারার কথা জানে
তারা যে কত বয়স্ক আর জ্ঞানী!
তাদের করার আছে সামান্যই
কেবল মিথ্যার ঝুড়ি আনে জানি!
যারা মে’র মিথ্যে ছুঁড়ে মারে আমায়
সাক্ষাৎ পাবে তেতো আত্মার নিশ্চয়
কারণ আমার হৃদয় সেরে ওঠেনি
অথচ জুন মাস পুরোটা খরচের খাতায়।

Translation of The False Friends by Dorothy Parker

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।