কাশবনে প্রলাপ

কাশবনে প্রলাপ

মৌসুমী বাতাসে এবার বাষ্পটা কম
তবু কাশবন হয়েছে ঘন সবুজ
তোমারই অপেক্ষায় রোদে পুড়েপুড়ে
আকাশে মেঘের দল হারিয়েছে কালি
শামুকখোল আঁচড় কাটে নীল ক্যানভাসে
ময়ূরকণ্ঠী নীল শাড়ীতে ভেজা তোমায়
দেখার অপেক্ষায় শুকিয়েছে কদমফুল
পেঁজা তুলো মেঘের  সাথে কাশবনে এসো
যখন মানুষ বা হরিণ ভালুকের পাশে
নির্ভয়ে থাকবে যাযাবর আকাশে।
ততদিন না হয় কলকাকলির নৌবিহার
চটপটি ফুচকা আর উচ্ছল সেলফিবাজি
দেখে দেখে কাটিয়ে দেবো সময়।

 

***

 

Delirium in kans grassland

The vapor in monsoon air gone down
kans grasses has become dense green
burning in the sun waiting for you.
Ink has left the team of clouds
some openbill storks scratching the blue canvas above
The kadama flowers drying out
tired waiting to see you in wet peacock blue sari.
Come at least with fluffy cotton clouds,
come to play hide and seek in the kans
when men or deer can stay fearless
beside beer in the gypsy sky
Till then, I shall be waiting…
watching the chittering pleasure trip
in boat or vibrant selfie clicks around.

 

 

২৫১ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “কাশবনে প্রলাপ”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।