ফাগুন মনে।
মো ও খা ও
পলাশ ডালে বহ্নিলালে সেজেছে দিন
আজ যে ফাগুন বনে
শিমুল শাখা আগুন মাখা রঙ অমলিন
বসন্ত বহিছে যে মনে ৷
কোকিল ভোরে কুহু সুরে উদাস বাউল
পরাণ পাগল প্রায়
শালিক চিলে নভোনীলে মনটা আউল
জোয়ার হৃদয় যমুনায় ।
হলদে শাড়ী পরনে নারী দয়িত বাসনা
উন্মনা স্বপ্ন ভাবনায়
খোপায় ফুল কানের দুল বক্ষে দ্যোতনা
হিয়া কাঁপল যাতনায়।
গলায় মালা হাতে বালা রঙিন ফুলে ফুলে
সোহাগ জড়ায় দেহে
পায়ের নুপুর বাজায় সুর অন্তরটা দোলে
সাজিয়ে বাসর গেহে।
প্রেমের খাতায় কবির ভাষায় ছন্দ লিখে
ডুব প্রেমের দরিয়ায়
সখির সনে কুঞ্জ বনে গেয়ে গান হর্ষ সুখে
হারায় মদির দখিনায়।
প্রেমের জ্বালা বহ্নি ঢালা পরাণ পোড়ায়
অগ্নি শিখা লালে
রুপের রাণী রুপ যে জানি আগুন ধরায়
রাধা কৃষ্ণচূড়া ডালে।
ঢাকা। উত্তরার পথে।
২২/০২/২০২৩ : ১৮.০৮