চারটি লিমেরিক ও অন্যান্য

তানকা লিমেরিক

ফেসবুকের ময়দান
অন্তর্জালের বন্দীগণ
কপি পেস্ট করে
অবিরত প্রয়াসে
ছায়াবাজিতে মহান

৩০ সেপ্টেম্বর ২০২১

 

লিমেরিক

 

গমের শীষে শিশির কণা
ফাগুন প্রাতের মুক্তোদানা
রোঁয়া ফুলায়
রোদ পোহায়
গ্রিলে বসা চড়ুইছানা

 

ফেব্রুয়ারি ১৬, ২০২২

 

লিমেরিক

এক যে ছিল সেনাপতি সঙ্গলিপ্সা দুষ্ট
প্রথম পৃষ্ঠায় না ছাপালে হত মহা রুষ্ট
রেখেছ যে বাঙালি করে
কবিতা বিতান সাধনারে
হায় গুরুদেব, আকাদেমিই তুষ্ট।

১১ মে ২০২২

 

 

লিমেরিক

 

মহামারির যুদ্ধ ঘ্যাগে আঙুল কারো কলাগাছ
আকালের শঙ্কা জাগে যায় ফুরিয়ে হাতের পাঁচ
ন্যায়বিচারের পক্ষ ত্যাগে
তাল গাছটা আমার ভাগে
ক্রিমিয়া কিবা স্টালিনো দনবাস

 

৩১ মে ২০২২

 

+ + +

 

তন্দ্রা

 

পরশ দিয়ে শিউলী ফুলের
ফিসফিসিয়ে বললে তায়
রোসো কবি, তাড়া কিসের?
শব্দমালা  তৈরী প্রায়!

 

২৫ নভেম্বর ২০২১

 

হ্যাডম

 

বিনে মাস্ক মজমা সদাই
বড়ই দেখি হ্যাডম
যার যায় বুঝে সে-ই
ফুরিয়ে গেলে দম

 

১৩ এপ্রিল ২০২১

 

 

কাঙ্খা

 

ঘুমের রাজ্যে আগ্রাসন
স্বপ্নেরা দিশেহারা
একটু খানি আকাশ চাই
মায়ার মেঘে ভরা

 

২৭ মে ২০২১

 

বৈপরীত্য

 

ফুরালো অক্সিজেন
টিকা নাই আহা রে!
বিজ্ঞানে নয়া যুগ
চল মহাকাশ বিহারে!

 

২৬/০৭/২০২১

 

পিঁপড়া বিদ্যা

 

ঠোঁট পালিশের গন্ধ শুঁকে
পাগল হল পিঁপড়া দল
চুম্মা দিয়ে মারে কেন?
মজা দেখাই জোরসে চল।

 

৬ আগষ্ট ২০২১

 

রুবাই

 

তালা দিস কেন ওরে
বিবেকের দরজায়?
লাভ যত এই পথে
খেয়ে যাবে পিঁপড়ায়!

৫১৬ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “চারটি লিমেরিক ও অন্যান্য”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।