এত সহজেই যদি…….
এত সহজেই যদি জাগে অনিহা,
এতটাই যদি থাকে অপারগতা,
তাহলে আমার জন্য মমতা কোথায়?
ভালবাসা ডুবে গেছে কোন জলাশয়ে?
এত সহজেই যদি জাগে সংশয়,
এতটাই যদি মন সন্দেহ-ময়,
তাহলে তুমিতো ছিলে নিজেতেই মগ্ন,
আসলে তুমিতো এক জ্ঞানহীন লগ্ন।
এত সহজেই যদি দাও অভিমত,
এতটাই যদি হও প্রতিভাত পথ,
তাহলে কেমন করে ভাঙবে নিয়ম?