তারপর চাঁদ এসে ডুব দেয় টুপ করে,
হয়ত তোমার মনের মাঝে কিংবা আসলে ঠোটে,
তুমি বুঝতে পারনা
আর চাঁদটা দুম করে সূর্য হয়ে যায়,
আর হাসনাহেনা ঝিমাতে ঝিমাতে গোলাপের কাছে হেরে যায়
যদিও তুমি গোলাপ দুচোখে দেখতে পারনা
আধখাওয়া বরইটা দুহাতে পাওয়ার জন্য কোমরের ঘুঙ্গুরটা বাজতে থাকে একঘেয়ে সুরে
আর মেয়েটার নুপুরটা কেটে কেটে যায় বাতাস
যদিও মেয়েটা ভালোবেসেছিল
আর গ্রামের সবুজ চিরুনি করা ধানগাছগুলো
তুমি অবাক হয়ে চেয়ে থাকবে দেখবে তাতে কোন পাপ নেই
কোন পাপই নেই
পাঁচ মিনিটের নোটিসে কালকে দুম করে চলে এসেছি দিনাজপুর। বড়াপুর পোস্টিং হলো, আব্বু ওকে নিয়ে আসবে, বাসাটাসা সবকিছু রেডী করে দিয়ে চলে যাবে আবার, এইরকম ঠিক ছিল।
দুটার সময় বাস, একটার সময় আব্বুর একটা ফোন আসলো এবং দেখা গেলো পরের দিন একটা জরুরী মিটিং পড়েছে, আব্বু আসতে পারবে না। টিকিট ক্যান্সেল করা হল, কিন্তু আপুর জয়েনিং তো পিছানো যাবে না, ও একাই আসবে বলল, কোন সমস্যা নাই। আবার রিনিউ… এইসব হাবিজাবি করতে করতে দেড়টা বেজে গেল, তারপর গাড়ি নিয়ে মাইকেল শুমাখারের মতন দৌড়াতে দৌড়াতে গাবতলী গিয়ে দেখা গেলো আমরাই সবার আগে চলে আসছি।
বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেল বড়াপুর শ্বশুরও অফিস থেকে চলে আসছে ওকে সিঅফ করার জন্য। আঙ্কেল সব শুনে টুনে ভাইয়াকে (আমার দুলাভাই) বিশাল একটা ধমক দিল, সে যাচ্ছে না কেন। ভাইয়া বেচারাও মাত্র দুইদিন আগে চাকরীতে জয়েন করসে, সে কেমনে যায়। আমি বাসা থেকে বেরইসিলাম আপুকে নামায় দিয়ে বুয়েট যাব বলে, এত ঝামেলা দেখে আমি বাসে উঠে বড়াপুর সাথে দিনাজপুর চলে আসলাম।
জামাকাপড় নিয়ে আমার কোন ছুৎমার্গ নাই, সমস্যাটা হল টুথব্রাশ আনি নাই।
যাই হোক, বড়াপু সকাল বেলা বেরোয় গেছে, যাওয়ার সময় ঝাড়ি দিয়ে গেসে খবরদার কম্পু টম্পু কিছু ধরবা না, পড়াশুনা করবা বসে বসে। ও বের হওয়ার পরই লেপুটাকে ঠিকঠাক করলাম, সিসিবিতে এসে আইকম্পলেক্স নামালাম, সোলাইমানি লিপি নামালাম, অভ্র নামালাম, তারপর অভ্র নামার ঠিক নয় মিনিট আগে নেটটাকে কুটুশ করে কেটে দিলাম, তারপর আবার পুরাটা নামালাম, শুধুমাত্র এই ব্লগটা লিখার জন্য, কারণ এইটা সিসিবির এগারশ সাতাশ নম্বর ব্লগ, আর আমি ক্যাডেট সামিয়া, ক্যডেট নম্বর ১১২৭, তাবৎ জাহানের সবচেয়ে মূল্যবান নম্বর আমার কাছে এগারশ সাতাশ।
যাক লজ্জা শরম বেন্ধে ফেলে সামিয়া লেখা দিছে 😀 😀
আয় হাই! ৯৫৫ নাম্বার ব্লগটা তাইলে আমি লিখলাম না কেনো? :bash: :bash:
ধুর! আমার ব্যাঞ্চাই :bash: :bash:
ঊনিশশ তেত্রিশ আইতে দেরি আছে, আমার এখনো চান্স আছে :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
ধু্র! সাতশ ঊনচল্লিশতম পোস্টটা আমার লেখা হইল না! 🙁
আমার তো ৭৫৭
gold
ফটো ফিনিশে ধরা খাইলিরে 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
😮 😮 😮
ভাই। মাইন্ড খাইয়েন না। আপ্নারে gold পাইতে দেইখা বহুত মিজা পাইসি
:khekz: :khekz: :khekz:
ব্রোঞ্জ
:clap:
নাআআআআআআআআআআআআআআআআ :grr: :grr:
কাম্রুল ভাই আমার পদক কেড়ে নিল :(( :(( :((
কাম্রুল ভাইয়ের ব্যাঞ্চান 😛
:thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
:guitar:
তুমি চিন্তা ভাবনা না করে যেগুলো লেখ সেগুলা পুরা A+ লেখা।
তয় সব শালীদের দুলাভাই ডাকতে শরম ক্যান লাগে এইটা বিরাট রহস্য। আরে "ভাইয়া" "ভাইয়া" এইটা কোন ডাক হইল।
প্রথম প্রথম কয়েকলাইন পরে ভাবছিলাম গরু বান্ধা কাহিনী লিখছ।
চিটাগাং গেছ যখন কিছু জায়গা ঘুরতে পার। কান্তজীর মন্দির দেখে আসতে পার। এক বেলার মামলা, আর খাবার সংগে নিও।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এইটা "চিটাগাং" হবে না, "দিনাজপুর" হবে, বুঝতো? 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস্ দিনাজপুর :guitar: :guitar:
সংসারে প্রবল বৈরাগ্য!
আপ্নে তো দেখি ভালো কিপটা। একবারো নিজের বাসায় দাওয়াত দিলেন না 😀 😀
জ্বী, বড় ভাই বললে দিনাজপুরই কি আর চিটাগাংই কি, সদরঘাটই কি আর থাইল্যান্ডই কি... :boss:
@কাইয়ূম ভাই, সিসিবির নেক্সট পিকনিকটা কিন্তু সদরঘাটেই হচ্ছে, আর ইয়ে, ফয়েজ ভাই ফোনদিসিলেন, বললেন, খরচাপাতি যা লাগে উনিই দিবেন। :-B O:-)
আর ইয়ে, দুলাভাই বলতে লজ্জা লাগে না, কিন্তু ভালোও লাগে না, ভাইয়া ডাকটাই ভাল্লাগে।
এত টিপ্স এর পরে আমি আর কি দেই??? 😛
যা হোক, ভইন, মনে কইর্যা ব্রাশ কিনো কিন্তু... 😉
=))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=)) =)) =))
এইটা আমিও চিন্তা করছি, কিন্তু রহস্য উদ্ধার করার চেস্টা করতেছি কিন্তু রাস্তা পাচ্ছি না। সবাই দোয়া কইরেন। যেন তাড়াতাড়ি রহস্য উদ্ধার করতে পারি।
😮
😮 😮
😮 😮
দিনাজপুর আবার চিটাগাং কেম্নে হইল 😮 😮
যাই হোক......ভাল লাগল...এখন দেখমু দাওয়াত কবে দিস...রংপুর-দিনাজপুর...বেশী দূর না কিন্তু
গাড়ি থাকা স্বত্বেও বিখ্যাত দৌড়বিদ শুমাখারের মতন দৌড়াতে দৌড়াতে গাবতলী যাওয়ার কারনে সামিয়া'র ব্যাঞ্চাই।
দাত না মাইজা ব্লগ লেখার কারনে সামিয়া'র ব্যাঞ্চাই।
এই আবেগটুকু'র জন্য ব্যাঞ্চাওয়া রি-কন্সিডার করা যায়।
(কবিতা'টা নিয়া শয়তানি করার লোভ সাম্লাইতে বহুত কষ্ট হইল ... বহুত কষ্ট)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ওই মিয়া শুমাখার আবার দৌড়বিদ হইলো কবে? হে তো ফেরারী চালায় ফরমুলা ওয়ানে। 😀 😀
আমিও তো তাই জানতাম ... 😕
কিন্তু সামিয়া যে কইল শুমাখারের মত দৌড়াই গ্যাছে ... 😕
আমি ভাব্লাম আমি বোধহয় ভুল জানতাম ... 😉
:-B :-B :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ভাল কথা ... শুমাখার ফেরারী চালায় শুইনা মনে পইরা গেল
"ফেরারী এ মনটা আমার" :guitar:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:goragori: :goragori:
তাইফুর ভাই, আপনে বস মানুষ, কবিতা নিয়ে বদমাইশি ভালো মানুষি যা ইচ্ছা করেন... :boss:
আমি তো শুনলাম রিকসা চালায়। ভুল শুনলাম নাকি?? :bash: :bash:
ভুল শুনস নাই...জিনিসপত্রের যেই দাম..ওইটা পার্টটাইম চালায়.. B-)
:khekz: :khekz:
আআআহ, বহুদিন ধরে এই দিনের অপেক্ষা...আমার কাজ শেষ, এখন যাই ফুটি।
সামিয়া, তুমি কবিতা লিখছ দেইখ্যা একটু অবাক হইলাম। ভালো লিখছ!
কবিতার পরের কথাগুলা পড়ে খুব মজা পাইলাম।
আমার ক্যাডেট নাম্বারটাও আমার সবচেয়ে প্রিয় নাম্বার।
যাও, তোমারে পাঁচতারা দিয়া দিলাম।
:shy: থেঙ্কু ভাইয়া
স্যাম মিয়া দেখি ব্লগ লিখসে। আমি স্বপ্ন দেখতেসি নাকি স্বপ্ন আমারে দেখতেসে। :dreamy:
কবিতা ভাল্লাগসে। মাঝের টুকুও । আর শেষেরটুকুও।
সাতেও নাই, পাঁচেও নাই
তরফদার সাহেব, স্বপ্ন দেখ ভালো, পিরা যেও না আবার 😕
সচলে বেশী লেখা দেবার এবং সিসিবি তে কম লেখা দেবার জন্য সামিয়ার ব্যান চাই 😀
:no: নাহ!! ও তো সচলে লিখেনা। খুব খিয়াল কইরা।
সুমন ভাই, আপনি কই দিয়ে সচলে আমার লেখা দেখলেন? :))
ঐটা প্যালেস্টাইন, আমি ইসরায়েল :grr:
😮 😮 😮 😡 😡 😡
কমেন্ট উঠাইয়া লও অথবা বদলাও, নাইলে কিন্তু খালি ভ্যান না সাথে ট্যাংক,এপিসি,আর্টিলারি গান......সব চাই
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
তাইফুর ভাই, কবিতা ত বুজলাম না ... চাদ কোথায় যায় ?
আর একটা নো্ট বই লিখেন বস ... 😮 😮 😮 😮
সেই দিন কি আর আছে ?? ... 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
দিন তো ছিল তাইফুর ভাইদের সময়, ইন দি ইয়ার অফ নাইনটিন ,.....................
ওয়ান্টিটু ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আর আমার ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার ইনডেক্স নম্বর হইল ১১২৭ 😀 😛 😀 😛 ।
Life is Mad.
😮 সত্য?? টুশকি ভাইয়ের ইনটেক নং আর আমার ক্যাডেট নম্বর এক?? আহ...নম্বরটা কত বস... :ahem:
আমার ইনটেক নং ছিল ১৭৬৯৪ :guitar:
😀 😀 😀 😀 😛
Life is Mad.
😮 😮 😮
ইনটেক নং ১৭৬৯৪!!! আমি ভাবছিলাম এইটা বুঝি ইনডেক্স নং :bash: :bash: :bash:
অন টপিকঃ কোবতে ভাল হইছে :thumbup: । সবার মতো তোমারেও কোবতে ব্যারামে ধরছে তাহলে 😀 । ভাল, ভাল, খুব ভাল :clap:
:khekz: :khekz: :khekz:
দোস্ট রেডি হ, বোমা একখান এই পড়লো বলে :khekz: :khekz: =)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
কবিতাটা অদ্ভুত সুন্দর...
বাতাস কেটে কেটে যাওয়া নূপুরের ছবি দেখা যাচ্ছে যেন...
যদিও অপ্রাসঙ্গিক- ধানক্ষেত, একঘেয়ে সুর আর মেয়েটার নুপূর
মিলে ইন্টারে পড়া solitary reaper এর কথা মনে করায়ে দিলো...
অফটপিকঃ ব্রাশটা কিনা নিতে ভুইলো না... 😛
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
:shy: আমি আর কবিতা, কি লেখতে কি লেখসি, মেয়েটারে গুলির বেল্ট না পরায়া যে নুপুর পরাইসি এইটাইতো বেশি
অনেকদিন পর তোর লেখা পড়লাম।
সামিয়ার লেখা অনেকদিন পরে পড়ার জন্য রায়হানের ব্যাঞ্চাই
সাতেও নাই, পাঁচেও নাই
বল অনেকদিন পর যন্ত্রণা খাইলাম 😡
আমার ব্যাচমেট শেষপর্যন্ত লেখা দিছে। ~x( :guitar: :guitar: :guitar: তাও আবার গদ্য-পদ্য একসাথে?? :-B
ইয়ে আমি ভাবতেআছিলাম সামিয়ার কবিতাটার দৃশ্যকল্প, উপমা আর জাদু-বাস্তবতা নিয়ে একটা তুলনামূলক থিসিস লিখবো কিনা! কিন্তু দেখলাম তাইফুর প্রস্তুতি নিতাছে.................
যাইগা। ;)) ;)) ;))
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস তাইফুর ভাই তো "উচ্চ নম্বরের সিড়ি" দিচ্ছে, আপনি না হয় "পাঞ্জেরী" দেন।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😮 থিসিস কই??? :(( :(( নাহ বড় ভাইরা সবাই খালি কথা বলে, কেউ কথা রাখে না, থিসিস লেখেন এক্ষুনি :gulli: :gulli:
লেখা ভাল লাগছে।
আর ১১২৭ তম পুস্টের জন্য শুভেচ্ছা।
:clap:
সৈয়দ সাফী
থেঙ্কু ভাইয়া 🙂
এই অন্য কলেজগুলা, দেখছ আমার শ্যালিকা কি সুন্দর ব্লগিং করে... :grr: :grr: :grr:
আছো কেমন, সামিয়া? 🙂
:-B :-B :-B
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এইটার ইতিহাস আছে, তুই মনে হয় দেখছিলি। আমারে সামিয়া প্রায় ধরায়া দিছিল, আমি এখন এন্টিডোট বাইর করছি। 😀
আমি কিছুই ভুলি না... :grr: :grr: :grr:
:chup: ....... নাহ, তাও মনে পড়ল না :no:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
খুবই ভালো আছি তৌফিক ভাই, এইরকম ভালো মনে হয় আর কখনো ছিলাম না =)) :))। আপনে আছেন কেমন? সেইদিন ডিরেক্টরী ঘেটে বের করলাম আপা তো এমেকের বোর্ডের মেম্বার :hatsoff:
এন্টিডোট বের করে লাভ নাই, আমি এন্টিএন্টি ডোট বাইর করতেসি দাঁড়ান :grr: :grr:
অফটপিকঃ তৌফিক ভাই, আমার পোস্টে আপনার কমেন্ট দেখলে যে কি ভালো লাগে, আপনার প্রত্যেকটা কমেন্ট আমার জন্য খুবই ইন্সপায়ারিং
আইহায় রেলের চাক্কায় পাম দিয়া ফেলাইসি, এখন ভাগি যাই :tuski: 😡
ক্যাডেট নম্বর প্রীতি দেখে প্রীত হলাম।
আমারটা দেরি আছে ১৮৬১। আর তার চেয়ে বড় কথা টার দুই আগে তৌফিক আছে। 🙂 🙂 🙂
তৌফিক ভাইয়ের ভাতও আপনি মেরে দেন, একসাথে তিনটা পোস্টাবেন :grr: :grr:
অনেকদিন পরে লেখা দিলা আপু? পরীক্ষা কেমন হচ্ছে? ইশশ আমিও আমার টা মিস করলাম ১০৪৭। ওকে ১৫৪৩৭ নম্বর লেখার অপেক্ষায় আছি আমার ভর্তি পরীক্ষার ইনডেক্স নম্বর।
জ্বী পরীক্ষা খুব ভালো হইতেসে, সব কিছুই খুব ভালো হইতেসে, আমিও খুব ভালো আছি 🙂
:party:
সামিয়া, সচলের লেখাটা কি তোমার?? যদি তোমার হয়ে থাকে তাহলে দাঁত তোলার কাহিনী আমাদের বল নাই কেন? x-(
মনে হয়না। লেখাটা ওর স্টাইলের সাথে যায়না
সাতেও নাই, পাঁচেও নাই
আমি লিখি নাই ভাইয়া 🙂
এই অবস্থা আর কতদিন চলবে ভাই? 😀
দুইদিন চলসে
ছুডু ভইন গ্যাছে কই আল্লাহ মালুম... সামীরে জিগাইতে হইব 😛
কিন্তু এইডা কি 😮 😮 আমিতো মাথামুন্ডু কুস্তাই বুঝলাম্নায় ~x(
তৌফিকের পোস্টের মতন কেইস নাকি?
সংসারে প্রবল বৈরাগ্য!
ঈশশী!!! মাথার চুল আর একটাও থাকবেনা। 😛
আসলেই-ত কেইস খারাপ কাইয়ুম ভাই!!!!!!!!!!!!!!!!!!১১১১১ 😮 😮 😮
এটা কি কপি পেষ্ট করছে নাকি অন্য কেউ????
স্যাম কই???
সেদিনও দেখলাম এরকম কাজ করে প্রথম আলো ব্লগে একজন ব্যান খাইছে।
রিপোর্ট করলাম লিংক সহ। এইগুলারে ধইরা লুঙ্গি পড়ায়া কেয়ামত পর্যন্ত লংআপ করায়া রাখা দরকার। x-(
সাতেও নাই, পাঁচেও নাই
এইগুলারে ধইরা লুঙ্গি পড়ায়া কেয়ামত পর্যন্ত লংআপ করায়া রাখা দরকার
জিহাদ ভাই, আমিতো দেখলাম। অসূর্যসর্প্সশা ... মেয়ে মনে হইলো? 😕
পরথমে বুঝিনিনাই, ভেবেছিলাম আমাদের সামিয়া বোধহয়। পোষ্টের নাম খালি বদলালো। বাকী সবতো কপি-পেষ্ট।
😕 😕
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মেয়ে হইলে লুঙ্গি পড়াইয়া লঙ্গাপ করানো বোধহয় ঠিক হবে না।
এটলিস্ট স্কার্ট পড়ানোর প্রস্তাব করছি। B-)
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:khekz: :khekz: :khekz:
সংসারে প্রবল বৈরাগ্য!
লেখা দেখি সরায়ে ফেলসে। লেখক সরাইলো নাকি সামু থেকে সরাইলো এইটা বুঝার উপায় কি? :-S
সাতেও নাই, পাঁচেও নাই