(কবিতা দেয়ার দুঃসাহস দেখাইলাম। ডরে আছি। )
অর্থহীন বিষণ্ণতা ঘিরে ধরে আমাকে তার ধূসর আবরণে,
অথবা শুধু ঘিরে ধরে না, গ্রাস করতে চায় আমার সত্তাকে।
আমি তাকে ধরতে পারি না , সে আমাকে ছুয়ে যায়,
আমার বোধ গুলোকে শুধুই এলোমেলো করে দেয়।
অদ্ভুত সে আমাকে আচ্ছন করে ফেলে কোন অজানা মোহে,
আধারের বুকে নিঃসঙ্গ আমার পাশে জেগে রয় পাহারায়।
বিঃধস্ত পরাজিত জীবন সৈনিকের হাল ছেড়ে দেয়া হতাশা নয়,
মায়াবী সন্ধ্যায় প্রেম প্রত্যাখ্যাত কোন যুবকের দীর্ঘশ্বাসে নয়,
তীব্র রোদে ক্লান্ত নিরুপায় কোন বৃদ্ধের রিকশা টানার বেদনা নয়,
খদ্দের বিদেয় করা অসহায় কোন পতিতার পরাজিত অশ্রুতে নয়,
অর্থহীন স্বমেহন শেষে অবসাদ গ্রস্ত কোন কিশোরের গ্লানিতে নয়-
তার বসবাস শুধুই আমার মত দুঃখ বিলাসীর অবসন্ন চিত্তে,
কঠিন বিষণ্ণ সময়গুলোতে সে আসে তার তীব্র মূর্তি নিয়ে।
আমাকে সে জড়িয়ে ফেলতে চায় তার তীব্র আবরণে
আর আমি- শুধুই তলিয়ে যেতে চাই সহজ শিকার হয়ে।
আর সে আমার মাঝেকার অজানা দুঃখকে জাগিয়ে তুলে
কোন এক জোছনা রাতে অনিঃশেষ জোছনায় নিঃশোষিত করে।
নাহ! এই সপ্তাহ টাকে সিসিবি কবিতা সপ্তাহ নাম না দিয়া কোন উপায় নাই দেখি। 😉 😉
আমিন ভালো ছিলো 😀
থ্যাঙ্কু। আমি অসুস্থতার কারণে কয়েকদিন আসি নাই। মাত্র ঢুইকাই দেখি কবিটা।
তাই আমার আগের লিখা এই কবিতাটি দিলাম।
সাইকো সপ্তাহ, সিনেমা সপ্তাহের পর এখন কবিতা সপ্তাহ :clap: :clap:
পুরা লাইফেও মনে হয় এতো কবিতা পড়িনাই 😀
শরীরের এখন কি অবস্থা আমিন?
কবিতা ভাল্লাগছে :clap:
সংসারে প্রবল বৈরাগ্য!
শরীর এখন একটু ভালো। নার্ভের ঔষধ খাইয়া টানা কিছু করতে পারতে ছিলাম না গত কয়েকদিন। এখন স্বাভাবিক প্রায়।
কবিতা ভাল্লাগছে শুনে ভালো লাগলো ভাইয়া।
আগে হইলে এই কবিতা পড়েই ডেন্টিস্টের কাছে দৌড় দিতাম... ;))
কিন্তু এখন... B-) B-) B-)
আমিন... :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
থ্যাঙকু ভাইয়া। 🙂 🙂 🙂
কিন্তু ডেন্টিস্ট কেন?
আমি তো খুব সহজ শব্দ ব্যব হার করি (আসলে কঠিন শব্দ তেমন জানি না।) 😀 😀 😀
আন্দালিবের লেখা পড়তে পড়তে এখন এসব কবিতা পানির মতো সুজা লাগে B-) ।
কোবতে ভাল হইছে। ওয়েলডান আন্দালিব :clap: ক্রেডিট গউস টু ইউ, নট আমিন 😛
ওই ব্যাডা বেকুব, পানি কি সুজা নাকি?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
তাইলে বস পানি কি ??
রেজা ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ভাজা মনে হয় 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
ধুর! আপনাদের কারো টা হয় নাই।
পানি হইলো ভেজা 😛
আমিন, ভালো বিষন্ন কবিতা! :clap: :clap:
দুঃখবিলাসের মত এটাকে বিষন্নতাবিলাসও বলা যায় মনে হয়।
:thumbup: :thumbup:
ওরে খাইছে ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
😀
আমার বিষণ্ণতায় হাসার জন্য তানভীর ভাই্যের ব্যঞ্চাই। 🙂 🙂 🙂
নাহ পোলাপাইন কবিতা বুঝাইয়াই ছাড়ব দেখি। 😕
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হুম।ভাইয়া ।(কানে কানে: আমি কিন্তু কবিতা বুঝি না , বুঝার ভান করি।) 🙂 🙂 🙂 🙂
বিষন্নতা একটি রোগ ...
অবহেলা না করে দ্রুত ডাক্তার দেখান ...
(বিষন্নতা জিনিসটা আসলেই অর্থহীন ... কবিতাটা খুব সুন্দর করে লিখছিস আমিন।)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আপনের প্রশংসা পেয়ে বিষণ্ণতা কেটে গেছে।বস । 😀 😀 😀
কবিতাটা অনেক সুন্দর হইসে...
কিন্তু এতো বিষন্নতা কেন,ভাই?
অফটপিকঃ শরীরের যত্ন নিও...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ভাইয়া আমি কিন্তু কবিতার জন্য এটা লিখি নাই।
কোন এক কারণহীন বিষাদগ্রস্ত অবস্থার বোধ ফুটানোর চেষ্টা করেছি।
বিষণ্ণতা কেন জবাব দেয়া কঠিন। আমি এমনিতেই একটু অন্তর্মুখী স্বভাবের। কিন্তু ................
থাক বেশি কওয়া যাইব না। এমনিতেই আমার কবিতা লেখার কথা শুনলে পোলাপান হাসা শুরু করবো তার উপর আবার .............
অফটপিক: শরীর এখন প্রায়ই সুস্থ। অফিসের কাজের চাপে ব্লগে হাজিরা দিতে পারি নাই গতকালকে।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বিষাদ মাখা কবিতা টা ভাল লাগলো।
🙂
শরীরের যত্ন নিও আমিন।
শুভ কামনা রইলো।
সৈয়দ সাফী
অনেক ধন্যবাদ ভাইয়া।
সামুতে আপনার ব্লগে আমি যাই মাঝে মাঝে।
আপনাকে ধন্যবাদ এবং শুভকামনা।