পল্লি কবি জসীমঊদ্দিনের নিমন্ত্রন কবিতা অবলম্বনে
সিসিবিতে আমন্ত্রন
তুমি যাবে ভাই যাবে মোর সাথে
আমদের সিসিবিতে
গেলেই তুমি নিজেই দেখবে
প্রমান হাতে নাতে
মোর শিশুকাল কাটিয়েছি যেথা
মোর সাথিরা সবাই সেথা
তুমি যদি ভাই ক্যাডেটের হও
তাহলে হয়তো মাঝে মাঝে যাও
যেতে যেতে তুমি বুঝে নিতে পার
নানান রকম ব্লক
তুমিও তো ভাই করে নিতে পার
তোমার নিজের ছক
লিখ আর তুমি নাইবা লিখ
তাতে কিবা আসে যায়
তোমায় প্রথমে আনতে হবে
এটায় আমার দায়
এরপর থেকে তুমি না আসলে
সিসিবিকে তুমি ভাল না বাসলে
তখন কিন্তু আমার না ভাই
তোমার একারই দায়
তুমি যাবে ভাই যাবে মোর সাথে
আমদের সিসিবিতে
পৃথীবির মাঝে ছোট্ট পৃথীবি
গড়িয়েছে মাঝরাতে
১ম 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
:thumbup:
মানুষ তার স্বপ্নের সমান বড়
ওরে পুরা উরাধুড়া কবিতা। একেরে মনের মতো হইছে। :thumbup:
সিসিবি রক্স... :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বস্ , এইটাতো পুরা আমার মনের কথা 😀
দারুন দারুন :boss:
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ুম, কবি এখানে মাঝরাত বলতে কি বুঝাতে চেয়েছেন বলতো? 😉
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস্, আমিতো মনে করছি কবি এখানে 'পৃথীবির মাঝে ছোট্ট পৃথীবিকে' মাইঝরাইতে ফ্রন্ট্রোল লাগাইছেন :-B ;;) ইয়ে মানে আমারতো সেরমই মুনে হইলো :bash:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমার ক্যমুন জানি সন্দ সন্দ লাগতেছে বুঝছ, আবার বড় ভাই এর পোষ্ট, ডাউট দিতে পারতেছিনা 😕
কিন্তু মাঝরাত কবি কেন বললেন? দিন কেন বললেন না?
নাহ সন্দ যাইতেছে না। কি যে করি? 😕
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
😉 :thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমার মনে হয় কবি এখানে নতুন সার্ভারে শিফট করার কথা বুঝাইছেন। ওইটা তো মাঝরাতে হইছিলো। মনে নাই, ওই যে ব্লগ এডু নোটিশ দিলো !! 😉 😉
যুগে যুগে ক্যাডেট কলেজে কলেজে শামসুর রাহমানের "স্বাধীনতা তুমি"-র অসংখ্য প্যারোডি হয়েছে। এগুলা জমান গেলে একটা মহাভারত হইতো!!
:hatsoff: প্যারোডির জন্য এডিসন।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সুন্দর প্যারোডি'র জন্য :salute:
(রহমান কি আপনার ছুড ভাই নি)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:thumbup: :thumbup:
জটিল হইসে... :clap: :clap: :clap: :clap:
সিসিবি রকসসসসস ......... :awesome: :awesome: :awesome: :awesome: :awesome:
হুম :thumbup: :thumbup:
সিরকম ভাই
চ্রম হইছে, :salute: :salute:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তাইফুর (৯২-৯৮) বলেছেনঃ
তাইফুর, তোর এত বড় সাহস!!! 😡 সানা ভাই আর শওকত ভাই বাদে এখন সিসিবির প্রায় সবাই ই এডিসন ভাইয়ের ছুড ভাই। তোর কোন সন্দেহ আছে???
ইয়ে মানে এডিসন ভাই, সময় থাকলে একটু আমার প্যারোডি ছড়া "আমাদের সিসিবি" টা একটু দেখে আসতে পারেন ;;) , আপনার ছড়ার সাথে আমার ছড়াটার বিষয়বস্তুর অনেকটা মিল আছে 🙂
আপনার ছুড ভাই হইতে আমার কোন আপত্তি নাই।
বড় ভাই, এজন্য আপনাকে :salute:
ভাইয়া, চরম হইছে।
:thumbup: :thumbup:
ভাল ছিল, তবে আরও ভাল করার অবকাশ ছিল। :-B
খাইছে কারে কি কই :frontroll:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:khekz: :khekz: :khekz:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
নিমন্ত্রণে আসলাম।
খাবার দাবার কই ? 😛
কবিটা টা ভাল হইছে এডিসন ভাই।
শুভেচ্ছা নিন।
:salute:
সৈয়দ সাফী
দারুণ দারুণ :salute: