সিসিবিতে আমন্ত্রন

পল্লি কবি জসীমঊদ্দিনের নিমন্ত্রন কবিতা অবলম্বনে

সিসিবিতে আমন্ত্রন

তুমি যাবে ভাই যাবে মোর সাথে
আমদের সিসিবিতে
গেলেই তুমি নিজেই দেখবে
প্রমান হাতে নাতে

মোর শিশুকাল কাটিয়েছি যেথা
মোর সাথিরা সবাই সেথা
তুমি যদি ভাই ক্যাডেটের হও
তাহলে হয়তো মাঝে মাঝে যাও

যেতে যেতে তুমি বুঝে নিতে পার
নানান রকম ব্লক
তুমিও তো ভাই করে নিতে পার
তোমার নিজের ছক

লিখ আর তুমি নাইবা লিখ
তাতে কিবা আসে যায়
তোমায় প্রথমে আনতে হবে
এটায় আমার দায়

এরপর থেকে তুমি না আসলে
সিসিবিকে তুমি ভাল না বাসলে
তখন কিন্তু আমার না ভাই
তোমার একারই দায়

তুমি যাবে ভাই যাবে মোর সাথে
আমদের সিসিবিতে
পৃথীবির মাঝে ছোট্ট পৃথীবি
গড়িয়েছে মাঝরাতে

২৩ টি মন্তব্য : “সিসিবিতে আমন্ত্রন”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
    লিখ আর তুমি নাইবা লিখ
    তাতে কিবা আসে যায়

    বস্ , এইটাতো পুরা আমার মনের কথা 😀

    তুমি যাবে ভাই যাবে মোর সাথে
    আমদের সিসিবিতে
    পৃথীবির মাঝে ছোট্ট পৃথীবি
    গড়িয়েছে মাঝরাতে

    দারুন দারুন :boss:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  2. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    যুগে যুগে ক্যাডেট কলেজে কলেজে শামসুর রাহমানের "স্বাধীনতা তুমি"-র অসংখ্য প্যারোডি হয়েছে। এগুলা জমান গেলে একটা মহাভারত হইতো!!

    :hatsoff: প্যারোডির জন্য এডিসন।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  3. রহমান (৯২-৯৮)

    তাইফুর (৯২-৯৮) বলেছেনঃ

    (রহমান কি আপনার ছুড ভাই নি)

    তাইফুর, তোর এত বড় সাহস!!! 😡 সানা ভাই আর শওকত ভাই বাদে এখন সিসিবির প্রায় সবাই ই এডিসন ভাইয়ের ছুড ভাই। তোর কোন সন্দেহ আছে???

    ইয়ে মানে এডিসন ভাই, সময় থাকলে একটু আমার প্যারোডি ছড়া "আমাদের সিসিবি" টা একটু দেখে আসতে পারেন ;;) , আপনার ছড়ার সাথে আমার ছড়াটার বিষয়বস্তুর অনেকটা মিল আছে 🙂

    আপনার ছুড ভাই হইতে আমার কোন আপত্তি নাই।

    বড় ভাই, এজন্য আপনাকে :salute:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।