উচ্চ নম্বরের সিঁড়ি-১ (আন্দা’র ভাগাড়ী পংক্তিগুলো)

ভাগাড়ী পংক্তিগুলো

বলতে দ্বীধা নাই, আরও অনেকের মত আমিও আন্দালিবের বিশাল ভক্ত। ছেলেটার লেখা যতই পড়ি ততই ওর চিন্তা ভাবনার রসাল রসে রসসিক্ত হই। মাঝে মাঝে এও ভাবি, সেদিন হয়ত দূরে নয়, আন্দালিবের কবিতা পাঠ্য বইয়ে চলে আসবে। সে যুগের কথা ভেবেই … ‘এ পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে দিয়ে যাব’ টাইপ কবিতার নোটবই …
আন্দালিব নিশ্চই মাইন্ড করবে না। বরং আমাকে মার্কিং করতে পারে ওর চিন্তার সাথে আমার ব্যাখ্যা কতটুকু মিলল … ওর ব্লগে কমেন্ট আকারে দিতে চেয়েছিলাম, বিশাল বড় হয়ে যায় … আন্দালিবকে আবারও বলি, তোর লেখাকে খাট করবার মত যোগ্যতা বা ক্ষমতা কোনটাই আমার নাই … কেউ আমাকে যেন আবার ভুল না বোঝে …


এভাবে একদিন আমার কথাও শুকিয়ে যেতে পারে এমন আশঙ্কায় আমি মূক।
হাসিও মুছে যেতে পারে হঠাৎ পিপাসা পাওয়া রাতে
এমনকি আমি বোধহীন হতে পারি, এ ঘটনাও অসম্ভব নয়
নিউরনে স্ফুলিঙ্গ থেমে গেলে আমি অরূপাক্ষ নদে ভেসে যেতে চাই।
***
অনূবাদঃ মৃত্যু আশংকায় বোবা হয়ে গ্যাছেন কবি। হাসিও মুছে গ্যাছে, কেননা উনার গভীর রাতে পিপাসা পেয়েছিল। মৃত্যুর পরে তিনি বোধহীন হবেন কি হবেন না তাই নিয়ে ভাবছেন। মৃত্যুর পর তার দেহ কে যেন অরূপাক্ষ নদে ভাসিয়ে দেয়া হয়, এই তার অন্তিম ইচ্ছা।


কাঠবেড়ালীর চকিত চাউনি আমার লঘুপায়ের সঞ্চারণে বিশ্বাস করে না।
বহু আগের স্মৃতি তাকে বাকলের গুঁড়োয় লুকিয়ে ফেলে
পাশে কিছু ব্যাধের শর পড়ে ছিল।
***
অনূবাদঃ পা টিপে টিপে, অতি সাবধানে এগিয়েও লাভ হল না। কাঠবেড়ালী ঠিকই বুঝে ফেলল। এর আগে একবার ‘তিন মিনিটের’ যেই ‘কাম’টা ঘটেছিল সেটা ভেবে কাঠবেড়ালী পারে তো গাছের বাকলে ঢুকে গিয়ে আত্ম্ররক্ষা করে। কিন্তু লাভ হল না … কারন পাশে কিছু ব্যাধের শর পড়ে ছিল।


চোখের তীর খুলে এসো, আমি বিঁধে ফেলার আগে কিছু ভাবিনি!
***
অনূবাদঃ আমি আসলে ইচ্ছে করে তোমার দিকে সেই রকম করে তাকাইনি। আমারও মা-বোন আছে। আমাকে ক্ষমা করে দিও।


এরকম প্রজননে আমার ক্লান্ত লাগে সত্যি,
বিধাতাহীন দেশে জন্মহার হ্রাস পাচ্ছে ধীরে।
***
অনূবাদঃ জন্মনিরোধক মোজা পরে অস্বস্তি বোধ করেন কবি। ক্লান্তও হয়ে পরেন দ্রুত। সঙ্গত কারনেই জন্মহার হ্রাস করার এ উপায়টি বিধাতার নীতি বিরুদ্ধ বলেই মনে হয় কবির কাছে।


ব্লাউজ সেলাইয়ে অরণী টেইলার্সে ভীড় জমে,
কারিগরের বউ খুব বোকা মেয়ে!
***
অনূবাদঃ অরণী টেইলার্সের কারিগর ব্লাউজ সেলাইয়ের সাথে ‘এইটা নিলে ওইটা ফ্রি’ সিস্টেম চালু করায় কাষ্টমারের ভীড় বাড়ে, আর কারিগরের বোকা বউ “ফ্রি” জিনিসটা কি হতে পারে তা ধারনাও করতে পারে না …


তুমি জানো যে
শরৎ খুবলে নিয়ে গেছে আকাশের মেঘ,
তবু এই শীতে এসেও নিনির্মেখ
চেয়ে থাকো কুয়াশার রোদে।
***
অনূবাদঃ শরতে আকাশে মেঘ জমে না তাতো সবাই জানে। তবুও শীতকালে কুয়াশার রোদের আশা করে সবাই …


কাজল হিসেবে প্রশ্ন মেখে আসা এক সুচতুর ছল
কারণ সব প্রশ্নের জবাব বিধাতাও দিতে পারে না!
***
অনূবাদঃ চোখে কাজলের (নায়িকা কাজল না সুরমা কাজল) মত করে প্রশ্ন মেখে সন্দেহের চোখে চেয়ে থাকাটা চতুরতার ছল মাত্র। এত প্রশ্ন করে লাভ কি ?? বিধাতাও সব প্রশ্নের উত্তর দিতে পারে না।


ধর্মতত্ত্ব
না, হাওয়া-কে আপেল খেতে
প্রলুব্ধ করেনি আদি সাপ
এ সবই শুধু
তথ্যের নির্জলা জালিয়াতি।
আদম খেয়েছে আপেলকে।
হাওয়া খেয়েছে আদমকে।
আদি সাপ খেয়েছে হাওয়াকে
কালোতম অন্ত্রের ভেতর।
বিধাতার কলহ-আহ্বান শুনে
আদি সাপ শুধু ক্রূর হেসেছিল
স্বর্গের মাঝে মধ্যাহ্ন-ভোজ
হজম করতে করতে।
[মূলঃ টেড হিউজ]
***
অনূবাদঃ ডেমিয়েন, ঈভকে এ্যাপল খেতে প্রলুব্ধ করেছিল … এটি একটি ভুল তথ্য। গুগ্লিং করে সঠিক যে তথ্য পাওয়া গ্যাছে তা হল ব্ল্যাকহোল’এ বসে এ্যাডাম খেয়েছিল এ্যাপল, এ্যাডামকে খেয়েছিল ঈভ, আর ঈভকে খেয়েছিল ডেমিয়েন। ঈশ্বরের ডাকাডাকি শুনে ডেমিয়েন মুচকি হেসেছিল … কেননা তখন অলরেডি তার খাওয়া শেষ … হজম পর্ব চলছে।


আমি সৎ নই, অনুভূতির ব্যাপারে স্বার্থ বুঝি
এবং স্বার্থের চেয়েও বেশি লালসা বুঝি
তোমার স্তনে দাঁত গেঁথে ফেলার আগে
আমি অনেক নারীবাদী ছিলাম।
***
অনূবাদঃ কবি যে সৎ লোক নন তা এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। অনুভূতির বেলায় তিনি স্বার্থ এবং লালসা কে অনেক বেশি প্রাধান্য দেন বলেই নিজেকে তার অসৎ মনে হয়। তিনি এক কালে নারীবাদী ছিলেন, পরবর্তীতে কোন এক জায়গায় কামড় দেবার পর বুঝতে পারলেন, তিনি এখন আর নারীবাদী নন।

৭,৩২১ বার দেখা হয়েছে

৮৭ টি মন্তব্য : “উচ্চ নম্বরের সিঁড়ি-১ (আন্দা’র ভাগাড়ী পংক্তিগুলো)”

  1. সাকেব (মকক) (৯৩-৯৯)

    বস,
    জাস্ট পিরার উপর পিরা গেলাম... :khekz:

    ছেলেটার লেখা যতই পড়ি ততই... ...রসাল রসে রসসিক্ত হই।

    কবি নাহয় স্বীকার করেছেন, যে প্রথমটি বাদে তার সকল কবিতাই যৌ*তা কেন্দ্রিক; তাই বলে বস, এতো অল্পতেই!!! :-/


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  2. সাকেব (মকক) (৯৩-৯৯)
    পরবর্তীতে কোন এক জায়গায় কামড় দেবার পর বুঝতে পারলেন, তিনি এখন আর নারীবাদী নন।

    আল্লাহর কসম! আমি আসলেই চেয়ার থিকা পিরা যাইতে নিসিলাম! :pira:


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  3. টিটো রহমান (৯৪-০০)

    তাইফুর ভাইয়ের উচ্চ নম্বরের সিঁড়ি থিকা পিরা গেলাম :khekz: :khekz: :khekz:
    প্রিন্টং মিস্টেকের কারণে আসল বইগুলা পইড়াও পিরা যাইতাম
    কিন্তু তখন রবিনের লগে পরিচয় হয় নাই তাই জানতেও পারি নাই ওইটারে পিরা যাওয়া কইত


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  4. রেজওয়ান (৯৯-০৫)

    উচ্চ নম্বরের সিড়ি...
    উচায় উডাইয়া এক্কেলে ফালাইয়া দিসে...
    হাস্তে হাস্তে প্যাডে সিক্স প্যাক বাইরাইয়া গ্যাসে......
    :)) :)) :)) :)) :))
    =)) =)) =)) =)) =))
    :goragori: :goragori: :goragori: :goragori:
    :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
    :awesome: :awesome: :awesome: :awesome:

    জবাব দিন
  5. তানভীর (৯৪-০০)

    বস্! আপনার মত গুণীজনেরা আছে বলেই আমরা আন্দালিবের কবিতা বুঝার চেষ্টা করতে পারি। :boss: :boss: :boss:

    আপনারে :salute: দিলেও কম হয়। তারপরও বার বার দিয়ে যাই :salute: :salute: :salute: :salute: :salute: :salute:

    একদম মিরা ফালাইলেন রে ভাই! :goragori: :goragori: :goragori: :pira: :pira: :pira:

    জবাব দিন
  6. কামরুলতপু (৯৬-০২)

    এতক্ষণ একটা রিপোর্ট লিখা জাস্ট সিসিবিতে ঢুকে তাইফুর ভাইর লেখা পইড়া একেবারে মিরা গিলাম হাসতে হাসতে। ভাইয়া ঝাক্কাস। অনেক আগে একবার জুনা ভাই কবিতার ভাব সম্প্রসারণ করত। উনি ছেড়ে দিছে কেন দুইজনের দুইটা গাইড থাকলে সুবিধা হইত। নোট বানাইতাম। (কলেজে দুইটা নোট বই থেকে মিলাই কেমনে যে নোট বানানো হইত ঠিক ঐরকম)

    জবাব দিন
  7. আন্দালিব (৯৬-০২)
    আল্লাহ জানে, আন্দা আমারে কি কয় … 😕

    নাহ্‌ বস আপনি কাজটা ঠিক করেন নাই। আমাকে এত খুশি করায়ে দিছেন যে জীবনে আমার পক্ষে এর চেয়ে বেশি খুশি হওয়ার আর কোন সম্ভাবিলিটি নাই।

    কবিতার যা বর্ণনা দিছেন, তাতে আমি ফেইল। তবে যারা পড়বে তারা শিঊর অতি উচ্চ নম্বর পাবে! :thumbup: :thumbup:

    :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute:

    জবাব দিন
  8. রহমান (৯২-৯৮)

    নাহ্‌ মামা, তোর প্রতিভার তারিফ না করে আর পারলাম না। কঠিন বিশ্লেষণ হইছে :thumbup: ।

    সমসাময়িক সিসিবি ধারায় তাই বলিঃ তুই আসলেই একটা মাল (ভাল অর্থে কিন্তু :-B )

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।