(কামরুল ভাইয়ের পুরান লেখা দেওয়ার খোঁচায় রাগিত হইয়া নতুন পুরা গরম গরম একটা লেখা দেওয়া হইল । ইহাকে আপনার স্মৃতিকথা বা ব্লগর ব্লগর যা ইচ্ছা বলিতে পারেন । লেখা ভাল না লাগিলে আমার দোষ নাই যত দোষ কামরুল ভাইয়ের)
গতকাল রাতে কথা হচ্ছিল ইশতির সাথে । তখন কথায় কথায় অনেক পুরান কথা মনে পড়ল । ভার্সিটিতে তখন প্রায় নতুন নতুন । ডিপার্টমেন্টের কার সাথে তেমন খাতির হয় নাই। প্রায় আউল ফাউল ঘোরা ঘুরি করি । এই সময় কেম্নে কেম্নে জানি পরিচয় হয়ে গেল অন্য ডিপার্টমেন্টের কিছু ছেলেমেয়ের সাথে । আর সেই স্মৃতি থেকে আজকের ব্লগের সূত্রপাত।
সারাজীবন পড়িয়া আসিয়াছি বালক বিদ্যালয়ে তাই মেয়েদের সাথে গ্রুপে গল্প করতে গেলে তখন কিছুটা ভয় কিছুটা লজ্জা আর বেশির ভাগ সময় অসস্তিতে থাকি । আর এই সময় একদিন ঘটিল এই ঘটনা । আমাদের সেইদিন ক্লাস নাই তাই আউল ফাউল ঘোরাঘুরি করে ফোন দিলাম আমার নতুন পরিচিত গ্রুপের একজনকে । সেই ব্যাটা বলে আমি তো ক্লাসে তো তুই টিএসসির কোনায় দেখ বাকিদের পাইলেও পাইতে পারিস ।
টিএসসির কোনায় গিয়ে দেখি একি বিপদ । কেও নাই খালি গ্রুপের সবচেয়ে বেশি কথা বলা মেয়েটা একা একা বসে কি জানি করে । আমি ভাবলাম একা একা মেয়েদের সাথে গল্প করার থেকে পালান ভাল । তাই উলটা ঘুরে যেই মাত্র হাটা দিলাম ঠিক তখনি শুনি কে যেন পিছন থেকে ডাকে রাশেদ , এই রাশেদ , এদিকে আয় । আমি মনে মনে বলি আল্লাহ রক্ষা কর । আর শেষ পর্যন্ত কোন উপায় না দেখে কি আর করা ভেবে মেয়ের সামনে গিয়ে বসলাম।
ভাগ্যিস বসিয়াছিলাম নাইলে আমার ভয়, লজ্জা আর অসস্তি কোন দিন কাটিত কিনা সন্দেহ । প্রথমে কোন কথা আমি না খুজিয়া পাইলেও সমস্যা হয় নাই কারন এই মেয়ে একাই দশজনের সমান কথা বলতে পারে । আস্তে আস্তে দেখি- আরে এই মেয়ে তো প্রচুর গল্পের বই পড়েছে । আর তখন আমার আর লাগে কি । আমিও আমার প্রিয় সাবজেক্টের গল্পে ডুবিয়ে গেলাম সাথে মেয়েও।
যদিও গ্রুপের এই মেয়ের সাথে আমার কথা শুরু হয় সবার শেষে কিন্তু পরে দেখা গেল এর সাথেই আমার খাতির বেশি । আমরা খালি বইয়ের গল্প করি নানা ক্লাসিক সিনেমা দেখার জন্য কালচারাল সেন্টার গুলোতে ঘুরাঘুরি করি । এইভাবেই অন্যদের ভাষায় তথাকথিত আঁতেল ভাবেই আমাদের সময় কাটিতে লাগিল । আঁতেল আঁতেল ভাবেই মেয়ে আমাকে বলে দেখ রাশেদ সাবধান তুই আবার আমার প্রেমে পরিস না । আমিও আঁতেল আঁতেল ভাবে উত্তর দিই ছি এই সব কি বলিস । আমাকে দেখলে কি এরকম মনে হয় । কিন্তু সর্বনাশ যা করার মেয়ে তা করে দিয়েছে পাগল কে সাঁকো নাড়ানোর কথা মনে করিয়ে দিয়েছে ।
পাগল কে সাঁকো নাড়ানোর কথা মনে করিয়ে দেওয়ার ফলশ্রুতিতে সেই রাতেই আমার মনে হতে থাকল মেয়েটা আসলে কেমন ? যতই ভাবি ততই মনে হয় খারাপ না বরং আমার জন্য পারফেক্ট । দুইজনেই আঁতেল । এই ভাবে দেখি মনের মাঝে সুক্ষ কিছু অনূভূতির দোলাচালের খেলা শুরু হল । আমার কাজকাম এই দোলাচালে প্যাঁচায়ে যেতে লাগল । আর এই বেসামাল অবস্থায় মনের উঁড়ুউঁড়ু সময়ে লিখে ফেললাম কবিতা আর ছড়ার সংমিশ্রনে নিচের অদ্ভুত এই জগাখিচুড়ি-
অনুভূতির সুক্ষ কাঁপন
হৃদয় মাঝে সুখের নাচন
উদাস হাওয়ায় ভাসিয়ে দিলাম আজ-
মনের যত চিন্তা ।
বলছি তোদের মাতাল আমি
পাগল আমি তারি ঘোরে
যায় ভেঙ্গে যাক মনের যত বদ্ধ দুয়ার
আজ হতে হব আমি তারি প্রেমে মগ্ন ।
তারপর ??? তারপরের ঘটনা আসলে বয়স জনিত কারনে স্মৃতিবিভ্রাট রোগে ভোগায় মোমেন্টা সিনেমার মত পুরান ঘটনা মনে রাখিতে পারি না । স্মৃতি ফিরিয়া আসিলে বাকি ঘটনা নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করা হবে ।
x-( x-( x-(
ব্যাড লাক শওকত ভাই কিছুই মনে পড়তেছে না 😀 বাই দ্যা ওয়ে আপ্নারে পরিচিত মনে হচ্ছে 😉
মানুষ তার স্বপ্নের সমান বড়
😕 :gulli2:
সিনেমায় দেখছি মাথায় বাড়ি মারলে পুরান কথা মনে পড়ে :chup:
প্রথমে - শওকত জানি কে ????
তারপর একখানা :chup:
এইবার মনে পড়ছে এটা তো শওকত ভাই 😀 আমাদের ব্লগার 😀
এরপর আরেকটা :chup:
আরে শওকত ভাই আমাদের সিনিয়র :salute: এই কেও উনারে নিয়া দুষ্টমী করবেন না 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
চিন্তা কইর না... 😉
শওকত ভাইএরও ভুলে যাবার বাতিক আছে... :-B
কেউ দুষ্টামি করলেও উনি মনে রাখতে পারবেন না... ;))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:bash: :bash: :bash: দেখি কিছু মনে পড়ে কিনা
কত আশা নিয়া পড়া শুরু করছিলাম এই ভেবে যে সিসিবির কবিতা উৎসবের মাঝে একটা পোস্ট পাইলাম আমার মত সাধারন বুদ্ধির পাঠকের জন্য, কিন্তু শেষে আইসা দেখি সমকালিন সিসিবিও ধারা রাশেদ সমুন্নত রাখছে।
তবে রাশেদের কবিতা পইড়া মনে হল সামান্য হইলেও জ্ঞান-বুদ্ধি আমার আছে, কারন আমি কবিতা বুঝতেও পারছি, সাথে ভালও লাগছে। :thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এইতা যে টাটকা লেখা এই ব্যাপারে কেও কোন উতসাহ দিল না 🙁
আকাশ ভাই বুঝেন তো সিনিয়রদের দেইখা আমরা শিখি 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
সহমত!
কাব্যকল্পদ্রুম পড়তে পড়তে গিট্টু লাইগা গেসে ~x( ...একটু আরাম পাইলাম...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
দাগা খাইলে কারো কিছু মনে থাকে না। সমস্যা নাই। কয়দিঙ্গেলে সব মনে পড়বে। 😉 😉
আর ছবিটার নাম 'মোমেন্টা ' না, 'মেমেন্টো' :grr:
সবাই খালি ভুল ধরে :bash: :bash: :bash: না থাকুম না এইদেশে :bash:
মানুষ তার স্বপ্নের সমান বড়
তাও একজনরে পছন্দ হইছিলো তোর। 🙂 আমার ডিপার্ট্মেন্টরে পুরা কার্জন হল ডাকতো এফডিসি। সব মেয়েদের ফিগার ওখানকার নায়িকাদের মতো ছিলো কিনা !! 😉 😉
আরে কাহিনি বুঝেন নাই ~x( মেয়ে আসলেই অন্য ডিপার্ট্মেন্টরে 🙁 মেয়েরে দেখলে আমার এখন কেমন কেমন জানি লাগে :awesome: :awesome:
মানুষ তার স্বপ্নের সমান বড়
বাংলা ছবির খাসিগুলা নাতো...????
:grr: :grr: :grr: :grr: :grr:
:shy: আর আমার ডিপার্টমেন্টে তো মাশা আল্লাহ...(ফেসবুক দ্রষ্টব্য) :shy:
কি আছে?খাসা না খাসি? 😐
কামরুল ভাই দাগা কি 🙁 কিছুই মনে পরে না ~x(
মানুষ তার স্বপ্নের সমান বড়
টি-শার্ট খুইলা দেখ, বডিতে লেখা আছে 😉
ছোট বেলায় পড়াশুনা ঠিকমত করা হয় নায় 🙁 বডিতে যে কি লেখা :-B
মানুষ তার স্বপ্নের সমান বড়
:goragori: :goragori: :khekz: :khekz: :pira: :pira:
তাইফুর : এই পোলারে সোজা :gulli2: :gulli: :gulli2: :gulli: কর।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
তাইফুর ভাইয়ের থাকতে পারে :gulli2: কিন্তু আমার আছে :gulti: তাই লাভ নাই 😀
তা লাবলু ভাই আজকে দুপুরের টক ঝাল শোতে উপদেষ্টার সাথে তো আপ্নিই ছিলেন 🙁 নাকি ছিলেন না 🙁 কিছুই মনে করতে পারতেছি না ~x(
তবে শো ভাল ছিল :hatsoff:
মানুষ তার স্বপ্নের সমান বড়
x-( x-( x-(
হ, "অপরাজিতা"। তুমি শুইন্যা ফালাইছো নাকি? কথাবন্ধু হওয়ার চেষ্টায় আছি। 😀 😀 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস্, কইছিলেন্না জুনারে ক্রিয়েটিভ পাঙ্গা দিলে আমাদেরকে একটা সুযোগ দিবেন। দেখছেননা, একদিনের পাঙ্গানির চোটেই রূপান্তরিত জুনারে আপ্নারা সবাই কিরম মাল বলা শুরু করছেন 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
লাইগ্যা থাকো। 😀 😀 😀 পাঙ্গাইতে থাকো। :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
চিন্তা কইরেন না বস। ওর পাঙ্গা চলছে চলবে ।
বিলাডি জুনা , আইজকা তুই শেষ। 😉 😉
আমি কি কলেজ বেল হয়ে গেলাম নাকি??? 😕
যার যখন ইচ্ছা বাজায়া যাইব... :(( :((
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমরা নিজেদের ইচ্ছায় বাজাচ্ছিনা B-)
সিনিয়র ভাইয়ের কমান্ড, সো নাথিং টু ডু বাট বেল রিংগিং :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
রাশেদ তুই মনে হয় কিছু কইলি ...
সানা ভাইয়ের আদেশ বইলা কথা
তুই গুলতি বাইর কর ... আমি ব্রাশ ফায়ার শুরু কইরা দিছি
:gulli2: :gulli2:
:duel:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই
উড ইউ প্লীজ এলাও মি
রাশেদ রে পাঙ্গানের জন্যে অনেকদিন ধইরা আমি খুজতেছি :grr: :grr: :grr:
কিলাস সেভন কে পাঙ্গানের জন্য শেষে দুইজন 😮 নাহ সিনিয়ররা তাইলে এখন ভয় পায় :grr: :grr:
মানুষ তার স্বপ্নের সমান বড়
ক্লাস সেভেন সেইরকম 😉 হইলে দুইজন ক্যান পুরা ইনটেকও চইলা আসতে পারে...কি কন কাম্রুল ভাই..? 😀
x-( x-( x-(
সংসারে প্রবল বৈরাগ্য!
যাহোক, আসল কথায় আসি।
গরমা গরম টাটকা সদ্য উনুন থেকে নামানো যেকোনো জিনিসই ফ্রিজের জমানোর চেয়ে ভালো লাগে, আর সেটা যদি এরকম দারুন মিষ্টি প্রেমের দুষ্টু কবিতার মত চমৎকার পরিবেশনাময় হয় তাহলেতো কথাই নেই। :clap: :clap:
এইবার পাঙ্গানির হাত থেইকা বাচার লাইগা সব কিছু কুইক মনে কইরা ফেল :grr: :grr:
লেখা দারুন হইছে :clap:
সংসারে প্রবল বৈরাগ্য!
কায়য়ূম ভাই দাড়ান নামাইতেছি 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
সব ব্লগ বাড়ানোর ডিজিটাল ধান্ধা... 😡
মেজাজ এমন খারাপ হইল যে, টাটকা লেখাটা পড়ে যে ভাল লাগছে তা আর কমুই না... :thumbdown:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মানুষ তার স্বপ্নের সমান বড়
উল্টা-পাল্টা উদ্ধৃতি করার জন্য তোর ব্যান চাই... 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
লেখা অসাধারণ হইছে ... গরম গরম তাই সুস্বাদুও
আর চ্রম জায়গায় ঝুলাইয়া রাখছিস
সাবাস ব্যাটা ক্লাইমেক্স'এর ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর খালি ভাল মানুষ :thumbup: নেন একটা গান শুনেন :guitar:
মানুষ তার স্বপ্নের সমান বড়
x-( x-( x-( x-( x-(
খারা তোর খবর আছে......... :chup: :chup: :chup:
সমস্যা নাই 😀 রাজায় রাজায় লড়াই হবে :duel:
মানুষ তার স্বপ্নের সমান বড়
x-( x-( x-( x-( :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2:
একজনের কথা মনে পড়তেছে। :(( :(( :(( :(( :(( :(( :((
সেও কি বলসিলো খবরদার আমার প্রেমে পড়িস না? 😉
সাতেও নাই, পাঁচেও নাই
:khekz: :khekz:
এইখানে তাইলে এই ব্যাপার 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
ঈশপীয় উপদেশটা কি হইল?
কেউ যখন বলবে " আমার প্রেমে কিন্তু সাবধান পড়িস না"
তখন কি প্রেমে পড়তে হবে নাকি ১০০ হাত দূরে থাকতে হবে।
মাইয়া যখন এই কথা বলে তখন বুঝতে হবে তিনি অলরেডি প্রেমে পড়ে গেছেন।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই, আপনার তো অনেক অভিজ্ঞতা! আমাদের সাথে একটু শেয়ার করা যায় না বস?
:thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ুম তুমি জুনিয়রের কথায় আংগুল উপ্রে তুলছ ক্যান? x-(
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:thumbdown: :thumbdown: :thumbdown:
;))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:boss:
:bash: :bash: :bash: এইটা কী হইলো!!!!!!!!!!!
আমি পরের কাহিনী শুনবো :(( :(( :((
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
পুলাপাইম খালি অধৈয্য হয় x-( অপেক্ষা কর 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
রাশেদ, প্রথমেই অভিনন্দন টাটকা লেখা দেয়ার জন্য। :clap: :clap:
কাহিনীটা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। পরের পর্ব তাড়াতাড়ি দিয়ে দাও রে ভাই।
ধন্যবাদ তানভীর ভাই 🙂
পরের পর্ব লিখতে গেলে তো নিজের ঘটনা ঘটাইতে হবে 😉 দাড়ান দেখি মেয়েকে রাজি করান যায় নাকি :-B
মানুষ তার স্বপ্নের সমান বড়
নিজেই নিজেকে আতেল শ্রেনী ভুক্ত করায় এই পুলার ভ্যান গাড়ি চাই।
তয় লেখা ভালা হইছে। দুইটা বাড়ি মারি :chup: :chup:
মাথায় হাতুড়ির পিটা খাইলে স্মৃতি আপা ফিরা আসে বড় ভাই কইছে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বাড়ি একটা মারাই ঠিক ছিল 🙁 দুইটা মারায় এখন সিনিয়র জুনিয়র চিনি না ~x( খালি ক্লাসমেট চিনি 😛
আচ্ছা জনাব ফয়েজ আপনি কি আমার সিনিয়র না জুনিয়র 🙁 কিছুই বুঝতেছি না ~x(
মানুষ তার স্বপ্নের সমান বড়
x-( :chup:
এইবার চিনছ।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এইবার চিনছি 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
তুই একটা মাল............ :khekz: :khekz: :khekz:
:pira: :pira: :pira:
ঠিকাছে, রাশেদ।
ঠিক লাইনেই আগাইতেছ! 🙂
www.tareqnurulhasan.com
আমার গাইড বলছিল সিনিয়র যা বলবে তা রাইট 😀 তারেক ভাইয়ের উদাহারন যেহেতু সামনে আছে তাইলে আমি রাইট 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
এই যে দেখ, গাইড বই দিয়া গেলাম। টুলিফাইং কইরো ঠিকমতন। 🙂
www.tareqnurulhasan.com
হুম। অনেক আগেই পড়া আবার পড়লাম। এ+ এইবার ঠেকায় কে :guitar: :tuski:
সাতেও নাই, পাঁচেও নাই
তারেক ভাই আপনার লেখা টা পড়লাম , ঐ খানে আপনি তিথি আপুর আরেকটা লেখার কথা বলছেন এই ব্যাপারে । ওনার সেই লেখাটার লিংক কি দেওয়া যাবে বা উনি সামুতে কি নামে লিখেন ???
মানুষ তার স্বপ্নের সমান বড়
কোন লেখাটা মনে নাই, তবে তারিখ দেইখা মনে হইলো এইটা হইতে পারে।
www.tareqnurulhasan.com
তারেক ভাই, আপনার এই লিখাটা যে আমার কি প্রিয়, কি যে প্রিয় :dreamy:
আমি একটা কবিতা লিখতে চাই.........।
কবি সুমন ভাই আপনাকে গুড লাক :thumbup:
মানুষ তার স্বপ্নের সমান বড়
অই তোরা কে কই আছস, ভাইয়ার জন্য একটা ফাইটের ব্যবস্হা কর।
নাহ!আর থাকা গেলনা..
:thumbup: :thumbup: :thumbup:
কুমিল্লার পণ্য তুই পুরা বন্য 😀 :boss:
মানুষ তার স্বপ্নের সমান বড়
তাড়াতাড়ি টয়লেটে ঢুক।
লেখা ভাল লাগছে।
এখন তোম্র বাকিটুকু মনে পড়ুক - সেই কামনা করি/
ভাল থেকো রাশু।
সৈয়দ সাফী
ধন্যবাদ ওবায়দুল্লাহ ভাই 🙂
একটু একটু করে মনে পড়তেছে 😉
দেখা হবে ওবায়েদ ভাই অন্য কোন লেখায় 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
খুব খিয়াল কইরা, কারণ কবি বলেছেনঃ
প্রেম পিরিতি ভালোবাসা
এই তিন সর্বনাশা।
এখন কথাটা হইতাছে, এইরকম ক্লাইমেক্সে থামলো ক্যান? 😡 😡 😡 😡 😡
অতি সত্বর মনে পড়ার তেবরো দাবী জানাই।
লেখা সেইরকম। :hatsoff:
হুম...... প্রেম পিরিতি খাইল ছেলেপেলেদের 🙁
আপনার জন্য একখান :salute:
মানুষ তার স্বপ্নের সমান বড়
রাশেদের বাচ্চার আব্বা,এইরকম গাছে তুইলা মই কাইড়া নেওয়ার অফ্রাধে তোর পশ্চাদ্দেশে কইষা গদাম লাত্থি চাই x-( শিগগিরি নেক্সট পার্ট দে x-(
দিতাছি বস 🙁 :just: কয়েকদিন অপেক্ষা করেন 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
রাশেদের যদি পশ্চাৎদেশ হয় তাহলে আপনেরটা মনে হয় পশ্চাৎমহাদেশ.. :khekz: :khekz:
মাসরুফ, জুনিয়র তোমাকে নিয়ে হাসাহাসি করে???? 😮 😮
জুনিয়রের সাথে পিরিতি কর নাকি, হ্যাঁ???? :chup:
(টিপিক্যাল কূটনা সিনিয়রের মতন করলাম... :grr: )
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:frontroll: :((
:frontroll: :((
:frontroll: :((
:frontroll: :((
:frontroll: :((
মানুষ তার স্বপ্নের সমান বড়
তারপর কি হইল রে? :dreamy:
দাড়া মেয়ের কাছ থেকে পারমিশন নিয়া নিই :shy:
মানুষ তার স্বপ্নের সমান বড়
:just: অসাধারন ।
ধন্যবাদ আদনান ভাই
মানুষ তার স্বপ্নের সমান বড়
জটিল............। :gulli2: :gulli2: :gulli2: :gulli2:
তাই নাকি খান সাহেব 😉
মানুষ তার স্বপ্নের সমান বড়