আন্দা … গদ্যায়িত পদ্য …

আন্দা’র কবিতা পড়ে পড়ে নিজেকে বড় নিঃস্ব, রিক্ত মনে হয়। শক্ত, কঠিন, রস রসায়িত গদ্যায়িত পদ্য লিখতে উসখুশ করে মন ও মগজ। কলম, কাগজ, কি-বোর্ড আর মাউস বড় বেশি মিছিল, মিটিং আর আন্দোলন করে … তবু … বাঁধাগুলোই যেহেতু চিরজীবন আমার প্রেরনা, বাঁধা গূলোকে বেঁধে লিখতে থাকি … ঋণাত্বক আর ধণাত্বকের কাষ্ঠ্য কোবতে …

হর্ষেরা বিশাদের সাথে ঝগড়া করে
দুঃখকে ভালবাসে সুখ
বিশালত্বকে নিয়ে ক্ষুদ্রের প্রহাস
দেহকে অপ্রাপ্তি দেয় মুখ

শূণ্যতা পূর্ণতাকে অকথ্য ভাষায় করে গালাগালি
ডাকবিভাগের সাথে বাক বিভাগের চিঠি চালাচালি
কাক, কোকিলেরে কয় কালো
বাসা ভাল, নাকি ভালবাসা ভাল
বাসা আর ভালবাসা একই খাটে শোয়
মৃত্যু বলে জীবনটা বড় বেশি ছোয়
সঙ্গীতের সাথে কবিতার দ্বন্দ
সুগন্ধের সাথে সহবাস করে দুর্গন্ধ
কু বলে সু কে তুই বড় বেহায়া
আলোকে উপেক্ষা করে ছায়া

আর পারতেছিনা … শরীরেরও তো একটা শরীর আছে … মনের একটা মন। আন্দা … চোখে দেখি আন্ধা …

১১,৮৩২ বার দেখা হয়েছে

১০৬ টি মন্তব্য : “আন্দা … গদ্যায়িত পদ্য …”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    ওরে দোস্ত, এই গভীর রাইতে এইটা কি দিলিরে মামা :boss: :boss:
    ঋণাত্বক আর ধণাত্বকের কাষ্ঠ্য কোবতে পড়তে গিয়াতো মুই পুরা মার্ডার হয়ে গেলুম যে। :clap: :clap: ভাষা প্যাচ খায়া যাইতাছেরে, কি টেপ্তে কি টেপ্তে আছি বুঝতার্ছিনা B-)


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    পরপর দুইটা এমন 'আইটেম'...????? 🙁
    মাফ চেয়ে গেলাম... :bash:

    আমি জ্ঞান হারাব
    মরেই যাব
    বাঁচাতে পারবে না কেউ...

    :(( :(( :((


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  3. সৃষ্টির আদি লগ্ন থেকে যে গন্ধর্বের
    চাতুর্যি চেতনায় বিশ্লিষ্ট হয়ে জীবঙ্কে মৃত্যু থেকে
    কৃষ্টির দিকে নিতে গিয়েও মধ্যবিত্ত চেতনার.........।

    ফ্যানাটিক ম্যাটামরফোজিক ক্যাওয়াস থেকে মুক্ত হয়ে
    সাম্ভব্য বস্তুগত ধারায় চিত্রিত করে তা যেনো বিদগ্ধ মনোজাগতিক।
    এই সবাক বেদনার অন্তেষ্টিক্রিয়ার ছলনায় না ভুলে
    বলতে হবে মানুষ মানুষের জন্যে, সেই ব্যাকুল চেতনা

    জীবন প্রাক্কালিত এক সৌজন্য সঙ্খ্যা
    কেউ নেয় না কেউ পড়ে না
    আর পৃথিবীর যা কিছু প্রবাকীয় প্রথন
    বিশ্লেশিত হয়ে তা মরুময়দগ্ধচেতনার দিকে ধাবমান...।

    তাইফুর ভাই আমি জানি আপ্নিও আমার মতো সেই আবেগের কথাই বলছেন। :thumbup:

    জবাব দিন
  4. জিহাদ (৯৯-০৫)

    নস্টালজিক শূণ্যতায় কোষ্ঠকাঠিন্যের আর্তনাদ
    আদিগন্থ নির্ভুমে ক্যানবেরাবর্জিত ফ্লেভার
    সপ্তর্ষীর চুড়ায়;
    অন্তহীন দিশান্বতায় মগ্ন হে কবি
    শুধুই বাগাম্বরসুলভ অপলাপ।
    হায়ারোগ্লিফিকের উচ্ছন্নতায় কোন মরুরোদের পৃষ্ঠ প্রদর্শন
    প্রিয়াংশুতনয়ার আহবানে ....

    (নাহ , কারেন্ট গেলোগা। বাকি টুকু পরে আইসা লিখতেসি ~x( ~x( )


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  5. তাইফুর (৯২-৯৮)

    ম্যালাদিনপর লেখাটা পইরা কমেন্ট অংশে আইসা আর নিজেরে ধিরা রাখতে পাল্লাম না। :pira:
    কেম, জুনা, ফৌজিয়ান, টিটো ...
    আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
    • সামিয়া (৯৯-০৫)
      নিজে হিথ লেজারের ছবি দিয়ে ‘দুইটা সাদা ময়ূরের ছবি লাগাইয়া তাইফুরকে মাল বলায়‘ এই অজুহাতে ফয়েজ ভাইয়ের ব্যান চাবার কারনে, ‘আমি কামরুল এর ব্যান চাওয়ার কারণে জুনার ব্যান চাই’… বলেও পরে আবার ‘আমি হবেনা’ বলার জন্য টিটোর ব্যান চাই B-)

      হাসতেই আছি...আমার ভ্যাঞ্চায়া কোন লাভ নাই, এর আগে কতটি ভ্যাঞ্চাইছে খালি দেখেন... =))

      জবাব দিন
  6. টিটো রহমান (৯৪-০০)

    এই ধরেনের পোস্টগুলার কমেন্টদিয়া একটা ই-বুক হওন দরকার
    আহহারে...........সোনার খাঁচাও নাই................দিনগুলাো নাই...আফসুউউউউউউউস :(( :(( :((


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।