আন্দা’র কবিতা পড়ে পড়ে নিজেকে বড় নিঃস্ব, রিক্ত মনে হয়। শক্ত, কঠিন, রস রসায়িত গদ্যায়িত পদ্য লিখতে উসখুশ করে মন ও মগজ। কলম, কাগজ, কি-বোর্ড আর মাউস বড় বেশি মিছিল, মিটিং আর আন্দোলন করে … তবু … বাঁধাগুলোই যেহেতু চিরজীবন আমার প্রেরনা, বাঁধা গূলোকে বেঁধে লিখতে থাকি … ঋণাত্বক আর ধণাত্বকের কাষ্ঠ্য কোবতে …
হর্ষেরা বিশাদের সাথে ঝগড়া করে
দুঃখকে ভালবাসে সুখ
বিশালত্বকে নিয়ে ক্ষুদ্রের প্রহাস
দেহকে অপ্রাপ্তি দেয় মুখ
শূণ্যতা পূর্ণতাকে অকথ্য ভাষায় করে গালাগালি
ডাকবিভাগের সাথে বাক বিভাগের চিঠি চালাচালি
কাক, কোকিলেরে কয় কালো
বাসা ভাল, নাকি ভালবাসা ভাল
বাসা আর ভালবাসা একই খাটে শোয়
মৃত্যু বলে জীবনটা বড় বেশি ছোয়
সঙ্গীতের সাথে কবিতার দ্বন্দ
সুগন্ধের সাথে সহবাস করে দুর্গন্ধ
কু বলে সু কে তুই বড় বেহায়া
আলোকে উপেক্ষা করে ছায়া
আর পারতেছিনা … শরীরেরও তো একটা শরীর আছে … মনের একটা মন। আন্দা … চোখে দেখি আন্ধা …
ওরে দোস্ত, এই গভীর রাইতে এইটা কি দিলিরে মামা :boss: :boss:
ঋণাত্বক আর ধণাত্বকের কাষ্ঠ্য কোবতে পড়তে গিয়াতো মুই পুরা মার্ডার হয়ে গেলুম যে। :clap: :clap: ভাষা প্যাচ খায়া যাইতাছেরে, কি টেপ্তে কি টেপ্তে আছি বুঝতার্ছিনা B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
আপাতত টিপাটিপি বন্ধ কর ...
রাত গভীর ...
ভাষা এখানে স্থবির ...
দেখি কি বলে জুনা কবির ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কাইয়ূম ভাই,
আপ্নের দৌড় কতই আর হবে...!!! 😛
সাত পাঁক কিংবা কলেমার শৃংখলে যে তৃষিত যুবক এখনো বাঁধা পড়েনি সে 'কি টেপ্তে কি টেপ্তে আছি...'র ভ্রমে কিই বা করতে পারে???? :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সিনিয়ররে আকারে ইঙ্গিতে কাব্যের ঢং এ তৃষিত বলায় জুনার ব্যাঞ্চাই 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
পরপর দুইটা এমন 'আইটেম'...????? 🙁
মাফ চেয়ে গেলাম... :bash:
:(( :(( :((
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
পরপর দুইটা আইটেম দেইখা পড়ছে জুনায় ফান্দে
পিরা মিরার ডরে দেখি ডাল ছড়ায়া কান্দে 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
জুনা মরলে দোষ পুরাটাই আন্দা'র
আবেশে চুম্বক, কি দোষ এই বান্দার
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
চুম্বকের আর দোষ কি রে বল বন্ধু
মাল দেখলে এম্নেই সে টানবে
তাই বলে এই অবলা জুনাই কেনবা
ডাল পাতা সব ছড়ায় ছিটায় কানবে?
সংসারে প্রবল বৈরাগ্য!
আল্লাগো এই জিনিস মিস করছি কেমনে??? 😮 😮 😮 :bash: :bash: ও মনে পড়ছে- আমি তখন পাতায়া সীবিচে ছিলাম :shy:
আন্দার দোষ, নাকি বান্দার-তাতে কিই বা এসে যায়...
এদিকে অধমের প্রাণ যে ওষ্ঠাগত প্রায়...
মরিলে আমি
জানেন অন্তর্যামী
সে দোষ কারো তো নয়...
শৈশবে পাঠে মন না দিয়ে কত সময় করেছি অপচয়...
জীবনের এই সায়াহ্নে এসে মনঃকষ্টে আমি ভাবি-
'জ্ঞানের অথৈ সাগরে কেন যে খাচ্ছি এত খাবি?'
ভাষার বুনন শিখতাম যদি তবে কি আর হত এমন দশা
আরে ধুর! কয়েল জ্বলছে...তবুও কামড়াচ্ছে কেন মশা???
অফ টপিকে কথা বললাম কেন?
হয়েছে কি অনেক রাত???
আরে তাই তো অনেক বেজেছে...
যাই, বিছানায় হই কাত...
বেঁচে থাকলে, কাল কথা হবে
হবে ফের মোলাকাত...
আজ তবে যাই
তাইফুর ভাই...
বাই বাই...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনারে জুনা
কবিতাটা কুব্বালা হয়েছে সুনা।
কাইউম
আপাতত ব্লগ ছেড়ে ঘুম যাও ... ঘুম।
এত রাতে
ইয়াহুতে
থাকে যেই ললনা
ভুল না
গুল না
মেয়েগুলা ভাল না
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:)) :)) :))
বস, পাংখা...পাংখা!!!
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ললনাতো মেরিকান, রাত সবে হয় হয়
গুলে কি বা এসে যায়, ভালোবাসা মিছে নয় 😡 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
:-* :-* :-* :-* :-*
কাইয়ুম ভাই এইটা অন্য মেয়েদের প্রতি
মানে আপনাদের দুই বছর ছোট যারা
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
মেরিকান ললনা
জানে শুধু ছলনা
ঘুরে ঘুরে তার পিছে
কাইয়ূম ভাই মরে মিছে =((
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আন্দালিবের এফেক্ট কাইয়ুম ভাই এর উপর ভাল ভাবে পরসে, আগেই জানতাম। আজকে দেখলাম তাইফুর ভাইও কম যায় না। কিন্তু তাই বইলা জুনা 😮 😮 😮
:boss: :boss: :boss:
😮 😮 😮 😮 ~x( ~x( ~x( ~x( ;)) ;)) ;)) :gulli2: :gulli2: :bash: :bash:
সংসারে প্রবল বৈরাগ্য!
😮 😮 😮
😮 😮 😮
😮 😮 😮
😮 😮 😮
😮 😮 😮
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
লেজে হোমো'র কবিতা মনে হইতাছে ... 😉
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
🙁
পুরা ব্লগে দেখি আন্দালিব দিয়া ভইরা গেছে। যাই কয় উপ্রে দিয়া যায়।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস, বাইচা গেছেন ...
নীচে দিয়া যায় নাই। :khekz: :khekz: :khekz:
(ফয়েজ ভাই ... মাফ কইরা দিয়েন ভাই)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ওরে নারে, হাসতে হাসতে মরেই গিলাম। তাইফুর ভাই আপনি ভাই কি দিলেন এইটা। আপনারে তো কবিতায় পাইছে ...
খাইছে রে খাইছে ...
আমাকে তাহলে বুঝি
কবিতায় পাইছে ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ওরে পৃথিবীটা তো কবিদের দখলে চলে যাচ্ছে !
তাইফ,
বাড়িয়ে বলছি না- সত্যি দুর্দান্ত হইছে রে।
সাবাশ। :gulli2:
সৈয়দ সাফী
বস আপাতত ব্লগটা কবিদের দখলে চলে যাচ্ছে বলে মনে হচ্ছে।
আমি যে কবি না, এতে কুন ডাউট নাই।
আমারে অল্পকিছুদিনের জন্য
কবিতায় পাইছে
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
শাবাশ শাবাশ :boss: :boss: :boss: :boss: :clap: :clap: ।
Life is Mad.
লিখতে গিয়ে কি-বোর্ড ভাঙলো, পড়তে গিয়ে দাত
তবু শুধু শাবাশ, খালি শাবাশ ...
দুইন্যা থিকা উইঠা গ্যাছে গদ্য-পদ্যের ভাত
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
অফিসে আসার পরেই টানা ২ টা আইটেম, মাথার ভিতর গিট্টু লাইগা গেছে। ~x(
তাইফুর ভাই লেখা খুব ভাল হইসে।
গিট্টূ লাগা মাথায় কি বলতে কি বললি
লেখা ভাল হইছে বইলা মললি তুই মললি
আর একটা আইতাছে
আমারে আবারো দেখি কবিতায় পাইতাছে
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
গিট্টুর উপর গিট্টু দিয়ে
তাইফুর ভাইয়ের কি লাভ 😕
না জানি আজ অফিস টা মোর
পদ্যে হয় সয়লাব :((
সেরম হইছে তাইফুর ভাই
এমন আরো কবিতা চাই :thumbup:
আর যদি তা নাহি পাই
কবি ও কবিতার ব্যাঞ্চাই :thumbdown:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আপাতত খাচ্ছি আমি
ইউসুফ সাহেবের ভূষি
কষা থেকে মুক্তি পাব
তাতেই আমি খুশি
ব্যাঞ্চায়া, জোড় করিস না
আবার হবে কষা
ক্যাম্নে বলি, ক্যাম্নে ভুলি
অসহ্য সে ঘষা
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাও ভাল কাইয়ুম ভাইয়ের সিরিষ ঘষা খান নাই
ঘষা খাওয়ার আসল স্বাদ এখনও যে পান নাই :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
সিরিষের যাতনা বুঝিবে সে কিসে
কভু আশী সিরিষে ঘষেনি যারে
নিঃশেষে প্রাণ, সে করিবে দান
খায় নাই, যে খায় নাই।
~x( ~x( ;)) :chup:
ধুর কি লেখলাম এইডা, শীট ~x( ~x( একটা ঘুম দিয়াই দেখি সব উলটা পালটা কইরা ফেলছি ~x( ~x( যাই আবার আগের টুথ ব্রেকিং লেখাগুলা পইড়া সাইজ হইয়া আসি 😡 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
নাহ তাইফুর ভাই নামটা ভাল ছিল
মানুষ তার স্বপ্নের সমান বড়
তাইফুর ভাই, আপনার কবিতা এত ভাল হইছে যে কি বলব বুঝে উঠতে পারছিনা! :no: :no:
দাদা, কোবতেটা না পুরো জীবনমুখী,
আপনার লেখা পেয়েছি, তাতেই আমি খুশি। 😀
ধুর! এইটা কি লেখলাম! ছন্দ তো মিল্লনা! ~x( ~x(
মেল্লে মেল্ল,
না মেল্লে না মেল্ল,
ছন্দের দ্বন্দ তো ছেল্ল
(রেডিমেইড কোবতেটা মেরে দেওয়ার এই চান্স
তবু যদি খুশি হয় আমাদের তান্স)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাইয়ের কবিতা,
ভালো লাগে সবি তা! 😀 😀
কবি তাইফুর ভাইকে :salute:
নিজেকে বড় অমায়িক মনে হচ্ছে তোর সালাম পেয়ে ... 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:salute: :salute:
আমি অমায়িক, রবিন চো
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
=)) =)) =)) ছি ছি কি যে বলচেন এসব রবিনদাকে নিয়ে...
অফ টপিকঃ :frontroll: :frontroll:
সৃষ্টির আদি লগ্ন থেকে যে গন্ধর্বের
চাতুর্যি চেতনায় বিশ্লিষ্ট হয়ে জীবঙ্কে মৃত্যু থেকে
কৃষ্টির দিকে নিতে গিয়েও মধ্যবিত্ত চেতনার.........।
ফ্যানাটিক ম্যাটামরফোজিক ক্যাওয়াস থেকে মুক্ত হয়ে
সাম্ভব্য বস্তুগত ধারায় চিত্রিত করে তা যেনো বিদগ্ধ মনোজাগতিক।
এই সবাক বেদনার অন্তেষ্টিক্রিয়ার ছলনায় না ভুলে
বলতে হবে মানুষ মানুষের জন্যে, সেই ব্যাকুল চেতনা
জীবন প্রাক্কালিত এক সৌজন্য সঙ্খ্যা
কেউ নেয় না কেউ পড়ে না
আর পৃথিবীর যা কিছু প্রবাকীয় প্রথন
বিশ্লেশিত হয়ে তা মরুময়দগ্ধচেতনার দিকে ধাবমান...।
তাইফুর ভাই আমি জানি আপ্নিও আমার মতো সেই আবেগের কথাই বলছেন। :thumbup:
কামরুল,
দাঁত ভাইঙ্গা মাটিতে গড়াগড়ি খাওয়ার ইমোটা কইরে? ~x(
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
এই জন্যেই সিরিয়াস কমেন্ট করি না। নইলে আমিওবা কম কিসে?
😉
এতদিনে অরিন্দম কহিলা বিষাদে
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
খাইছে!!!
এইটা আমি কি পড়লাম???? 😮 😮 😮
যাই, দাঁত চেক কইরা আসি সব ঠিক আছে কিনা!!!
কামরুল ... এইটা তুই কি দিলি ?? 😮
তুইতো দেখি রিয়াল ভস :salute:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
😮 😮 😮 😮 😮 😮
😮 😮 😮
😮 😮 😮
😮 😮
সবার হইছেটা কি??.............. :-B
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কামরুল ... সিরিয়াস ... চ্রম লিখছিস ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সিরিয়াস কোবতে দেয়ায় তাইফুর ভাই আর কামরুলের ব্যান চাই।
আসলে বলতে চেয়েছিলাম মানুষের অন্তরের ভিতরে স্লোগান মোহিত বেদনার যে ফল্গুধারা তা সত্যি বুকের গভীরে গিয়ে আত্মশ্লাঘার সৃষ্টি করে। তা বিদীর্ন করে আজ আমাদের উচিত মানবিক মুল্যবোধের প্রবাক প্রথনে প্রকৃষ্ট হয়ে প্রবৃষ্ট হয়ে যাওয়া। কেননা পাজরের ঘভীরে লুকায়িত যে বোধ তা প্রকাশিত হওয়ার দরকার। কেননা এই চেতনা , এই আত্মদগ্ধ ব্যাকুল আপনাকে কি দিয়েছে? আমাকে কি দিয়েছে? মানুষ্কে কি দিয়েছে? প্রহেলিকাময় এক অনাঘ্রাত অহসিকায় পর্যেবেশন ছাড়া আর কিছু না।
আপনি হয়তো আমার সাথে একমত হবেন না, কিন্তু আমি আমারটাই বিশ্বাস করি। 😉
আমার ভিন্ন মতটা ... দাড়া ... কইতাছি ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
না...না...
দোহাই লাগে বস, আর কিচ্ছু বলবেন না :((
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
হুম...
সহমত... :thumbup:
:khekz: :khekz: :khekz:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমি জানতাম জুনা একমত হবে।
রোভো বোর্লেন বলেছেন, মানবিক সমুদ্র মন্থনে যে জাতি তার কৃষ্টির অন্তরবর্তী বেগবান ধারায় মুল্যবোধের অবক্ষয় বুঝতে চায় না, তারা আপন গতিতে বিচ্যুত হয়ে ছিটকে পড়ে। 😉
রোভো বোর্লেনও জানতেন ... জুনা একমত হবে।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
নস্টালজিক শূণ্যতায় কোষ্ঠকাঠিন্যের আর্তনাদ
আদিগন্থ নির্ভুমে ক্যানবেরাবর্জিত ফ্লেভার
সপ্তর্ষীর চুড়ায়;
অন্তহীন দিশান্বতায় মগ্ন হে কবি
শুধুই বাগাম্বরসুলভ অপলাপ।
হায়ারোগ্লিফিকের উচ্ছন্নতায় কোন মরুরোদের পৃষ্ঠ প্রদর্শন
প্রিয়াংশুতনয়ার আহবানে ....
(নাহ , কারেন্ট গেলোগা। বাকি টুকু পরে আইসা লিখতেসি ~x( ~x( )
সাতেও নাই, পাঁচেও নাই
:khekz: :khekz: :khekz:
বেরসিক কারেন্টের ব্যাঞ্চাই ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ধু্র! সবার ব্যাঞ্চাই
ওরে জিহাদ,
একটু মায়া কর রে!!! x-(
আল্লাহ পর্যন্ত তার বান্দাদের উপর তোদের এই অত্যাচার সহ্য করতে না পাইরা কারেন্টরে তুইলা নিয়া গেসে...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
খালি জিহাদ ... কামরুলই বা কম কিসে ??
:just: :pira:
:khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ওরে নারে! আমি তো ভুইলাই গেসিলাম আমি এত বড় কবি :khekz: :khekz:
সাতেও নাই, পাঁচেও নাই
বাকীটুকু লেইখা যা
কারেন্ট আসে নাই এখনও ??
:khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর তুমি পোলাটা মাল আছো।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
নিজের প্রোফাইলে দুইটা সাদা ময়ূরের ছবি লাগাইয়া তাইফুর ভাইকে মাল বলায় ফয়েজ ভাইয়ের ব্যাঞ্চাই 😉
নিজে হিথ লেজারের ছবি দিয়ে 'দুইটা সাদা ময়ূরের ছবি লাগাইয়া তাইফুর ভাইকে মাল বলায়' এই অজুহাতে ফয়েজ ভাইয়ের ব্যান চাবার কারনে, আমি কামরুল ভাইএর ব্যান চাই... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
নিজে হিথ লেজারের ছবি দিয়ে ‘দুইটা সাদা ময়ূরের ছবি লাগাইয়া তাইফুর ভাইকে মাল বলায়‘ এই অজুহাতে ফয়েজ ভাইয়ের ব্যান চাবার কারনে, আমি কামরুল এর ব্যান চাওয়ার কারণে জুনার ব্যান চাই…
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
'আমি' হবে না
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
নিজে হিথ লেজারের ছবি দিয়ে ‘দুইটা সাদা ময়ূরের ছবি লাগাইয়া তাইফুরকে মাল বলায়‘ এই অজুহাতে ফয়েজ ভাইয়ের ব্যান চাবার কারনে, 'আমি কামরুল এর ব্যান চাওয়ার কারণে জুনার ব্যান চাই'… বলেও পরে আবার 'আমি হবেনা' বলার জন্য টিটোর ব্যান চাই B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
নিজে হিথ লেজারের ছবি দিয়ে ‘দুইটা সাদা ময়ূরের ছবি লাগাইয়া তাইফুরকে মাল বলায়‘ এই অজুহাতে ফয়েজ ভাইয়ের ব্যান চাবার কারনে, ‘আমি কামরুল এর ব্যান চাওয়ার কারণে জুনার ব্যান চাই’… বলেও পরে আবার ‘আমি হবেনা’ বলার জন্য টিটোর ব্যান চাবার কারনে কাইয়ুম ভাইয়ের ও ব্যাঞ্চাই 😉
আমিও ব্যাঞ্চাপো......... :(( :(( :((
চেইন ব্যাঞ্চাওয়া শুরু হইছে দেখি ...
আমি বাত কাই
আমি সাদা বাত কাই
আমি সাদা বাত তরকারি দিয়া কাই
আমি সাদা বাত তরকারি দিয়া মাকাই মাকাই কাই
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমি সাদা বাত তরকারি দিয়া মাকাই মাকাই কোঁৎ করি গিলি কাই... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমি সাদা বাত তরকারি দিয়া মাকাই মাকাই চাবাই চাবাই কোঁৎ করি গিলি কাই......... :ahem:
আমি তুমি ও সে সাদা বাত তরকারি দিয়া মাকাই মাকাই চাবাই চাবাই কোঁৎ করি গিলি কাই
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আমি কেন হতে চাইল না...???? 😮
আমি'র ব্যান চাই... 😡
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমি’র ব্যান চাওয়ার কারণে আবারো জুনার ব্যাঞ্চাই...........কাইয়ুম ভাই.......তাইফুর ভাই.......আমি’র ব্যান চাওয়ার কারণে আবারো জুনার ব্যাঞ্চাই
ব্যাঞ্চাওয়া আবারো জুনাতে গিয়ে শেষ হবে
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আমির ব্যান চাওয়াতে জুনার ব্যান চাওয়ায় টিটোর ব্যান চাই।
দুর ালা
ব্যানের ব্যান চাই।
মামলা ডিসমিস।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কি হইতে কি হইয়া গেল,
তাইফু বাই...
ভস ভস আপনে ভস... :boss: :boss: :boss:
ম্যালাদিনপর লেখাটা পইরা কমেন্ট অংশে আইসা আর নিজেরে ধিরা রাখতে পাল্লাম না। :pira:
কেম, জুনা, ফৌজিয়ান, টিটো ...
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আহা! আগে কী লিখতাম আর কী কমেন্ট করতাম :))
ফিরিয়ে দে আমার সেই ২০টি বছর। (ইয়ে মানে এইটা সিনেমাটিক তুই-তোকারি আর সিনেমাটিক ২০ বছর। 😛 )
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আগে কি সোন্দর দিন কাটাইতাম আহা :dreamy:
আগে কি সোন্দর দিন কাটাইতাম আহা :dreamy:
একা একা দাঁত কেলায় হাসতেছি। :))
এখন আর সেই দিন নাই, কবিতাও নাই! আফসুস! 🙁
🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
আচ্ছা এই জিনিস কিভাবে মিস করলাম আমার মাথায় এখনো ঢুকতছেনা... 😮 😮 😮
মিস করছিস ভালো। এখন আবার গণ্ডারের মতোন সেটা সবাইরে জানাইতেছিস কেনু কেনু কেনু? =))
:(( :(( তাইফুর মামা, আন্দাদা আমারে গন্ডার কইছে :(( :((
=)) =)) =))
🙁 🙁
আগের লেখা পড়তে লাগে কতো ভালো,
এই লেখক আর কমেন্টক রা কোথায় হারিয়ে গেলো
হুম 🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বইসা থাকতে আর ভাল্লাগতেছিল না, তাই এইখানে আইসা আবার পইড়া এবং :pira:
আগে কি সুন্দর দিন কাটাইতাম , আহা :dreamy:
কমেন্টস পড়েই হাসতে হাসতে :pira:
=)) =)) :khekz: :khekz:
ব্লগ পৈরা ফিদা হইয়া প্রিয়তে
কমেন্ট পৈরা ভাবতেসি প্রিয় গুলার জন্য একটা আলাদা প্রিয়র লিস্ট রাখা যায় না
বহুদিন পরে হাসতে হাসতে হাসতে হাসতে পিরা মিরা যাচ্ছিলাম :)) :))
এইডা এতোদিন পর খুঁইজ্যা বাইর করার জন্য আম্মাজানের ভ্যাঞ্চাই...........
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
হাসতেই আছি...আমার ভ্যাঞ্চায়া কোন লাভ নাই, এর আগে কতটি ভ্যাঞ্চাইছে খালি দেখেন... =))
এই ধরেনের পোস্টগুলার কমেন্টদিয়া একটা ই-বুক হওন দরকার
আহহারে...........সোনার খাঁচাও নাই................দিনগুলাো নাই...আফসুউউউউউউউস :(( :(( :((
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ঐ .....।
আমারর মন খারাপ থাকলে এই পোস্টের আর ফয়েজ ভাইয়ের কালজয়ী ইসসিরে পোস্টের কমেন্ট পড়ি।
মন ভালো হয়ে যায়।
:((
সাধুবাদ ।। :boss:
বিশ্ব মেতেছে আজ 'আগুন-ঝরা-ফাগুন'-এর উৎসবে। রক্তস্নানে তুষ্ট হৃদয়। প্রতিটি নিঃশ্বাসে শকুনের আনাগোনা অনবরত।