আমার একটু রোমান্টিক হওয়ার চেষ্টা

মনে হয় পূর্ণিমা ছিল সেই রাতে। বাসায় ফিরতে ফিরতে সাড়ে এগারোটা। খেতে খেতে আরো এক ঘন্টা। সাড়ে ১২টার সময় বউ এসে জানালার পর্দা সরিয়ে বললো, দেখো কি সুন্দর চাঁদ। আমার চোখে ঘুম, আগ্রহ বেশি ঘরের চাঁদের দিকে, তাই কোনো রকম বাইরে তাকিয়ে বললাম, ওঃ তাইলে আজও চাঁদ উঠছে!! 😮
পরের দিন বউ ঘোষণা দিল আমি হইলাম এই বিশ্বের সেরা আন-রোমান্টিক ছেলে। আমার মধ্যে নাকি রোমান্টিসিজমের কিছুই নাই। 😕
প্রতিদিন একই কথা শুনতে হইলো অনেকদিন।
একদিন অফিসে বইসা আছি, কোনো কাজ নাই। ভাবলাম বউয়ের সাথে একটু রোমান্টিকতা করি। ফোন হাতে নিয়া এসএমএস করলাম, আই মিস ইউ। ভাবলাম, রোমান্টিক হবোই যখন বেশিই হই। আরেকটা এসএমএস করলাম, আই লাভ ইউ। সাথে সাথে আমার বউয়ের ফোন। উদ্বিগ্ন কণ্ঠস্বর, ‘তোমার কি হইছে, শরীর খারাপ? কিছু উল্টা পাল্টা খাইছো নাকি?’ =((
পরের দিন আবার চালাচালি করলাম একই এসএমএস। দুই দিন চালাবার পর তৃতীয়দিন বউ কইলো, এই সব ঢং যেন আমি ছাইরা দেই। জোর কইরা নাকি রোমান্টিক হওয়া যায় না। এসএমএস যদি আরো করি এইরকম তাইলে নাকি আমার খবর আছে!! :((
আমি কি বউরে ঢরাই? আমিও চালাইয়া গেলাম। রেজাল্ট কেউ শুনতে চায়?
তাইলে বলি, একটা নতুন মোবাইল সেট গিফট পাইছি, বউ দিছে। নোকিয়া ৩৬০০ স্লাইড, দাম ১২ হাজার ৭শ টাকা। :party: nokia-3600-slide01
এইটা একটা তাজা লেখা। তবে সামুতে দেওয়া হইবে।

৮,২১৭ বার দেখা হয়েছে

৮৬ টি মন্তব্য : “আমার একটু রোমান্টিক হওয়ার চেষ্টা”

  1. আপানার তো বিনিয়োগ উঠে আরো অনেক 'লাভ' হইয়া গেলো দেখি!
    দেখি একটা বেকারের কেক খাওয়ান তো নইলে ভাবিরে কইয়া দিমু।

    আর সেটটা দেখে খুব লোভ হচ্ছে বস। ভাবির চয়েজ :thumbup:

    জবাব দিন
  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    বস্, তাজা মুবারাক :thumbup: কবে তাজা বিয়া করুম, কবে তাজা মোবাইল কিনুম, কবে বেলাডি তাজা চাঁদ উঠবো, আর কবে লিখুম 😡
    নাহ, বিশাল লিস্টি, এই জীবনে বুঝি আর হোলোনা :((


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  3. জুনায়েদ কবীর (৯৫-০১)

    শওকত ভাই, আপ্নে ভাবীরে কতটা পছন্দ করেন তা কিন্তু বস বুইঝ্যা ফালাইলাম... :-B
    তা না হইলে নতুন সেট টা গিফট করার আগে ভাবী যে পুরান সেট টা আছড়ায়া ভাংছিলেন (এসএমএস করার জন্য... 😛 )তা আমগো কইতেন... ;;)


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  4. তাইফুর (৯২-৯৮)

    আপনি দেখি রিয়াল বস :boss:

    ওঃ তাইলে আজও চাঁদ উঠছে!!

    :khekz: :khekz: :khekz:
    সেটটার স্লাইড ঠিক মত চেক কইরা দেইখেন তো বস। আপনার এসএমএস রোমান্টিসিজম বন্ধ করার লাইগা ভাবি আবার বুতাম টিপার অংশটা দোকানে ফালায়া আসেন নাই তো।
    (আপনার বুদ্ধি কাজে লাগানো অলরেডি শুরু করি দিছি ... আগামী সাতদিন আমার বউ সেইম মেসেজ পাইতে থাকব।)
    শেষের লাইনের "শিক্ষণীয়" বিষয়টা সবার নজর কাড়ুক এই প্রত্যাশায় ...


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  5. এহসান (৮৯-৯৫)

    শওকত ভাই আপনার লেখা বরাবরের মতোই মজার(বরাবরের মতোই রসবহুল লেখতে চেয়েছিলাম, কিন্তু রস, রসময় এইসব শব্দ কেমন যেনো লাগে)। যাই হোক তাজা লেখার জন্য অভিনন্দন। সামুতে প্রকাশিত বা অন্যকোন বাসী লেখা পড়লে, নিজেরে হাউজ হাসব্যান্ড মনে হয়; চাকরীজীবি বউ এর ফ্রিজ এর খানাদানা, মাইক্রোওয়েভ, ফাস্ট ফুড আমার নিতান্তই অপছন্দ।

    আপনার লেখার ধারাবাহিকতা আমার পছন্দ হয়েছে। একবার বাহারওয়ালীর গল্প আরেকবার ঘরওয়ালীর গল্প।এক তারাফ হে ঘরওয়ালী আর আরেক তারাফ বাহারওয়ালী। গুড টিপস ভাইজান। আমিও ঘরওয়ালীর আর বাহারওয়ালীর সাম্যতা আনতে চাই। গাহি সাম্যের গান!!!

    কিন্তু বউরে একতা কাপুর ডেইলী সোপস বা বিবিসির ইস্ট এন্ডার দেখা থেকে বিরত রাখার কোনো টিপস নাই???

    জবাব দিন
  6. সাকেব (মকক) (৯৩-৯৯)
    আমার চোখে ঘুম, আগ্রহ বেশি... ...

    কেন যে, বড় ভাইদের লেখাতেও এইসব লাইনের দিকে চোখ চলে যায়... ~x( :frontroll: ~x(


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  7. মেহেদী হাসান সুমন (৯৫-০১)

    এত দিন আমি জানতাম ...

    আমি হইলাম এই বিশ্বের সেরা আন-রোমান্টিক ছেলে

    কারন, গত ৩-৪ বছর প্রতিদিন এই ডায়লগ শুনছি কয়েকবার
    এখন দেখি আমার দলে আরও লো্কজন আছে...

    জবাব দিন
  8. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

    শওকত ভাই।

    দারুন একটা লেখা। :clap:

    খুব খুব ভাল লাগলো। :boss:

    এখন কিন্তু এই লেখা পরে তো আমার পুরাতন একটা সিরিজ এখানে নামানোর ইচ্ছা হচ্ছে। 😛

    দেখি ফয়েজ ভাই রে সালাম দিয়া ছাইড়ে দিমুনে। :frontroll:
    এলাহী ভরসা।
    :salute:


    সৈয়দ সাফী

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।