মনে হয় পূর্ণিমা ছিল সেই রাতে। বাসায় ফিরতে ফিরতে সাড়ে এগারোটা। খেতে খেতে আরো এক ঘন্টা। সাড়ে ১২টার সময় বউ এসে জানালার পর্দা সরিয়ে বললো, দেখো কি সুন্দর চাঁদ। আমার চোখে ঘুম, আগ্রহ বেশি ঘরের চাঁদের দিকে, তাই কোনো রকম বাইরে তাকিয়ে বললাম, ওঃ তাইলে আজও চাঁদ উঠছে!! 😮
পরের দিন বউ ঘোষণা দিল আমি হইলাম এই বিশ্বের সেরা আন-রোমান্টিক ছেলে। আমার মধ্যে নাকি রোমান্টিসিজমের কিছুই নাই। 😕
প্রতিদিন একই কথা শুনতে হইলো অনেকদিন।
একদিন অফিসে বইসা আছি, কোনো কাজ নাই। ভাবলাম বউয়ের সাথে একটু রোমান্টিকতা করি। ফোন হাতে নিয়া এসএমএস করলাম, আই মিস ইউ। ভাবলাম, রোমান্টিক হবোই যখন বেশিই হই। আরেকটা এসএমএস করলাম, আই লাভ ইউ। সাথে সাথে আমার বউয়ের ফোন। উদ্বিগ্ন কণ্ঠস্বর, ‘তোমার কি হইছে, শরীর খারাপ? কিছু উল্টা পাল্টা খাইছো নাকি?’ =((
পরের দিন আবার চালাচালি করলাম একই এসএমএস। দুই দিন চালাবার পর তৃতীয়দিন বউ কইলো, এই সব ঢং যেন আমি ছাইরা দেই। জোর কইরা নাকি রোমান্টিক হওয়া যায় না। এসএমএস যদি আরো করি এইরকম তাইলে নাকি আমার খবর আছে!! :((
আমি কি বউরে ঢরাই? আমিও চালাইয়া গেলাম। রেজাল্ট কেউ শুনতে চায়?
তাইলে বলি, একটা নতুন মোবাইল সেট গিফট পাইছি, বউ দিছে। নোকিয়া ৩৬০০ স্লাইড, দাম ১২ হাজার ৭শ টাকা। :party:
এইটা একটা তাজা লেখা। তবে সামুতে দেওয়া হইবে।
৮৬ টি মন্তব্য : “আমার একটু রোমান্টিক হওয়ার চেষ্টা”
মন্তব্য করুন
১ম
আমি রোমান্টিক হপো... :(( :(( :(( :((
আমারে কেএএএএএএএএএএএএউ মোবাইল গিফট করে না... :(( :(( :(( :((
ভাই লেখা পইরা পুরা কাইত হইয়া গেলাম... 🙁 🙁 🙁
কবে যে বিয়া করুম..................... :bash: :bash: :bash:
এতো তারাতারি মৃত হইয়া কি লাভ?
মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে...
:guitar: :guitar: :guitar: :guitar:
তাজা লেখার অভিনন্দন 😀 😀
মোবাইল সেটটাএ এখনো তাজা
মাসুম ভাই,মোবাইল সেটে তাজা হইয়া লাভ কি?আপনি তাজা থাকলেই আমরা খুশি.........।তাইলে এইরম অনেক মোবাইল সেট পাইবেন............হা হা হা............ :just: :just: :pira: =)) =)) :gulli2:
😀
খুব মজা পাইসেন মনে হয়...
কি কন কমু কিছু...???
কই...... :grr: :grr: :grr:
কইলাম কিন্তু.......... :grr: :grr: :grr: :grr:
শুনতে চাই
x-( মাসুম ভাই,ছুড ভাইদের কথা শুনতে অয়না কৈতাছি
কি কইবি রে শালা? x-( এক্কেবারে মুখে কুলুপ আইটা বইসা থাক খবরদার কইতাছি x-(
ম্যাস্ফ্যু ভাই..
সব জায়গায় কুলুপ এটে বসে থাক বললে থ্রেটটা মনে হয় আরেকটু জোরদার হত :-B
এনিওয়ে,এমনিতে খারাপ হয় নাই... 😀
আহারে! কবে বিয়া করমু! কবে আমার বউ আমারে বলবে আনরোমান্টিক! 🙁 🙁
তাজা লেখার অভিনন্দন ভাইয়া। :thumbup: :thumbup:
🙂 😀
আমারও একটা নতুন সেট দরকার এইটার মত। ১১০০ দিয়া আর কতদিন। 🙁
তাই ভাবতেসি শেষ পর্যন্ত করেই ফেলবো 😉
সাতেও নাই, পাঁচেও নাই
আমারো ১১০০ 🙁 বুঝছি বিয়া না করলে এইটা আর পাল্টাইবে না :shy: জিহাদ মেয়ে আমার জন্য ও দেখিস 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
বেলাডি জিহাদ , রাশেদ
সিনিয়ররা-ই এখনো বিয়া করে নাই , আর তোরা প্ল্যান করতেছিস?
ওই জুনা এই দুইডারে রগড়া দে তো 😉 😉
কামস, ওদের লং আপ কইরা রাখ। আমি হ্যাংগার টা নিয়া আসি
আমার মনে হয়, ওদেরকে বিয়ে দিয়ে তারপর লংআপ করাইলে ভাল হবে... :-B
পকেট থেকে তাহলে সেট পড়ে যাবে... 😉
তারপর সিজ করার নাম করে... B-) 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz: :khekz:
সেট নেন সমস্যা নাই। বৌ থাকলেই হৈলো। :-B
সাতেও নাই, পাঁচেও নাই
:thumbup:
আবার সিনিয়াররাও মাত্র একটা বিয়া করছে। এখনো তো আরো তিনটা বাকী 😀
আপানার তো বিনিয়োগ উঠে আরো অনেক 'লাভ' হইয়া গেলো দেখি!
দেখি একটা বেকারের কেক খাওয়ান তো নইলে ভাবিরে কইয়া দিমু।
আর সেটটা দেখে খুব লোভ হচ্ছে বস। ভাবির চয়েজ :thumbup:
এইটা হইলো মৃতের শান্তি.....
বস বিশাল টিপস দিলেন তো। :boss:
ব্যচেলর গুলা এই টিপসে আর কি বুঝব কন? ~x(
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস আমি বুঝছি।
২টাকা ৩০ পয়সা কইরা ডেইলি ২ টা এসএমএস। ৪ টাকা ৬০ পয়সা।
এইভাবে এক সপ্তাহ। মোট খরচ ৩২ টাকা ২০ পয়সা। বিনিময়ে পাবো ১২ হাজার ৭শ টাকার নোকিয়া ৩৬০০ স্লাইড। লাভ হবে ১২৬৬৭ টাকা ৮০ পয়সা।
হিসাব ঠিকাছে না? 😉 😉
:thumbdown: :thumbdown:
সাধে কি আর ব্যচেলর বইলা গালি দিছি। তোরা জীবনের দেখছচটা কি?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
পুরুষ মানুষ দু প্রকার , ১. জীবিত ২. বিবাহিত 😉 😉
আহারে ফয়েজ ভাইয়ের জীবনডা লাইফ হয়ে গ্যালো 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
:)) :))
:pira: :pira: :khekz: :khekz:
মরা মাইনষের আবার লাভ-লোসকান 🙁
বস্, তাজা মুবারাক :thumbup: কবে তাজা বিয়া করুম, কবে তাজা মোবাইল কিনুম, কবে বেলাডি তাজা চাঁদ উঠবো, আর কবে লিখুম 😡
নাহ, বিশাল লিস্টি, এই জীবনে বুঝি আর হোলোনা :((
সংসারে প্রবল বৈরাগ্য!
শওকত ভাই, আপ্নে ভাবীরে কতটা পছন্দ করেন তা কিন্তু বস বুইঝ্যা ফালাইলাম... :-B
তা না হইলে নতুন সেট টা গিফট করার আগে ভাবী যে পুরান সেট টা আছড়ায়া ভাংছিলেন (এসএমএস করার জন্য... 😛 )তা আমগো কইতেন... ;;)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনায়েদ ভাই, জানলেন কিভাবে? ঝাতি ঝানতে ছায়???
ভাই আপনার আইডিয়াটা জটিল লাগসে 😉 কাহিনিটা পড়ে আমার অবস্থা এখন :dreamy: :dreamy: :dreamy:
:guitar: :guitar: :guitar:
আপনি দেখি রিয়াল বস :boss:
:khekz: :khekz: :khekz:
সেটটার স্লাইড ঠিক মত চেক কইরা দেইখেন তো বস। আপনার এসএমএস রোমান্টিসিজম বন্ধ করার লাইগা ভাবি আবার বুতাম টিপার অংশটা দোকানে ফালায়া আসেন নাই তো।
(আপনার বুদ্ধি কাজে লাগানো অলরেডি শুরু করি দিছি ... আগামী সাতদিন আমার বউ সেইম মেসেজ পাইতে থাকব।)
শেষের লাইনের "শিক্ষণীয়" বিষয়টা সবার নজর কাড়ুক এই প্রত্যাশায় ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
:thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:thumbup: :thumbup: 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
ওই মিয়া আপ্নারা দুইডা খালি একজন আরেক জনরে আঙ্গুল দেখান ক্যান? :thumbup:
:thumbup: :thumbup: 😀
যা তোরে দাতও দেখাইলাম
সংসারে প্রবল বৈরাগ্য!
কামরুল ভাই, খেয়াল করে দেখলাম- আপনি ঠিকই বলেছেন... :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আসলেই সবাই ঠিক। :thumbup: :thumbup: :thumbup:
ঠিকই বলছিস :thumbup: :thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
গ্রেট মেন কমেন্ট এলাইক... :thumbup: :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup:
আরে! জুনার এই কমেন্টও দেখি ঠিক! :thumbup: :thumbup:
ঠিক ঠিক একদম ঠিক... :thumbup: :thumbup: :thumbup:
ঠিক ঠিক :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup:
তাইফুর মামা,মামীজানরে সেই সাথে এই লিখার লিঙ্ক ও দিয়েন 😛
😀 😀 :thumbup: :thumbup:
:clap: :clap: :boss: :boss:
ভাবীরে :salute: :salute:
Life is Mad.
শওকত ভাই আপনার লেখা বরাবরের মতোই মজার(বরাবরের মতোই রসবহুল লেখতে চেয়েছিলাম, কিন্তু রস, রসময় এইসব শব্দ কেমন যেনো লাগে)। যাই হোক তাজা লেখার জন্য অভিনন্দন। সামুতে প্রকাশিত বা অন্যকোন বাসী লেখা পড়লে, নিজেরে হাউজ হাসব্যান্ড মনে হয়; চাকরীজীবি বউ এর ফ্রিজ এর খানাদানা, মাইক্রোওয়েভ, ফাস্ট ফুড আমার নিতান্তই অপছন্দ।
আপনার লেখার ধারাবাহিকতা আমার পছন্দ হয়েছে। একবার বাহারওয়ালীর গল্প আরেকবার ঘরওয়ালীর গল্প।এক তারাফ হে ঘরওয়ালী আর আরেক তারাফ বাহারওয়ালী। গুড টিপস ভাইজান। আমিও ঘরওয়ালীর আর বাহারওয়ালীর সাম্যতা আনতে চাই। গাহি সাম্যের গান!!!
কিন্তু বউরে একতা কাপুর ডেইলী সোপস বা বিবিসির ইস্ট এন্ডার দেখা থেকে বিরত রাখার কোনো টিপস নাই???
:thumbup: :thumbup:
কিংবা ষ্টার-প্লাসে?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সিরিয়ালগুলার নায়িকাদের প্রেমে পড়ার চেষ্টা করো, আর বউরে সেইটা জানাইয়া দেও। এক লগে দেখার জন্য আগ্রহ দেখাইতে থাকো। রুপের বর্ননা দাও। বাকি যা আছে সেইগুলার `রসময়' প্রশংসাও করা যাইতে পারে। সিওর সাকসেস। 😀 😀
দারুন আইডিয়া তো। শওকত ভাই, আপনে আসলেই বস্ পাবলিক। আপনেরে :salute:
আর হ্যাঁ, সেই সাথে ভাবীরেও :salute: ফর হার চয়েস (সেট এবং মানুষ বউথ :thumbup: )
কেন যে, বড় ভাইদের লেখাতেও এইসব লাইনের দিকে চোখ চলে যায়... ~x( :frontroll: ~x(
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
বস,
তাজা লেখার জন্য :salute:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ব্লগটা পইরা ডিশিশান নিলাম বিয়াটা করুম...পাত্রীও ঠিক কইরা ফালাইসি.. :grr:
মাসুম ভাই দ্যাখেন তো বস,চেহারা দেইখা কি মনে অয়,সেট দিবো??? 😕
করতে পারো বিয়া, তয় সেটটা নিয়াই ফুইটা যাইও 😉
আগে শিউরিটি দেন,সেট দিবোনি?? 🙁
আগে কও বাসর রাইতের পর তোমারে খুইজা পাওয়া যাইবোনি
কেন ভাই খুইজা পাওন যাইব না কেন? ও কই যাইব? :-B :-B :-B :-B :-B
আমি বলবো না, আমি মাসুম, আমি পচা কথা বলি না 😕
আমি বন্য..আমি পচুর পচা কতা ভলি 🙁
পাত্রী কো্নটা ??? বুঝলাম নাতো :-/ :-/
ওই যে একদম পিছে..খালি গলাটা দেখা যাইতেসে ওইটা.. 😀
হুম, ভালোই , খারাব না 😉 😉
বন্য, এতো দেখি আসমানের পরি!!! ( অদৃশ্য...)
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হ,দেখলে আসমানের কথাই মনে পরে... 🙁
কি আর করা..সবাইকেই একদিন দুইন্না ছাইড়া যাইতে হইব :grr:
এত দিন আমি জানতাম ...
কারন, গত ৩-৪ বছর প্রতিদিন এই ডায়লগ শুনছি কয়েকবার
এখন দেখি আমার দলে আরও লো্কজন আছে...
হায়রে,আমি এত্ত রোমান্টিক..এত্ত রোমান্টিক..তাও কোন কাম অয়না ক্যান? :bash:
রোমান্টিক হইয়া কি করবা মিয়া, বউয়ের সাথে রাত-বিরাতে চাঁদ-তারা দেখন লাগবো। আর না হইলে নোকিয়া-৩৬০০ স্লাইড,মূল্য.......
:gulli2: :gulli2: :gulli2:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কারে আবার গুলি করতাছেন লাবলু ভাই? 🙁
বস,গুলি কইরা ফায়দা নাই..সময় থাকতে এসএমএস করেন ;))
:duel: :duel: :duel:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
শওকত ভাই।
দারুন একটা লেখা। :clap:
খুব খুব ভাল লাগলো। :boss:
এখন কিন্তু এই লেখা পরে তো আমার পুরাতন একটা সিরিজ এখানে নামানোর ইচ্ছা হচ্ছে। 😛
দেখি ফয়েজ ভাই রে সালাম দিয়া ছাইড়ে দিমুনে। :frontroll:
এলাহী ভরসা।
:salute:
সৈয়দ সাফী
পুরা :gulli2: :gulli2: :gulli2:
সেইরকম শওকত ভাই।
:just: :pira:
=)) =)) =)) =))
আমিতো আর বাঁচিতে চাই না এই সুন্দর ভুবনে, কবে যে মিরা যাব :dreamy:
ক্যান ভাই,সুন্দর ভূবনের সব সুন্দরিদের কি দেখা শেষ নাকি?