মুহুর্তটা আমার জন্য বিশেষ

সিসিবি’র সদস্য সংখ্যা এইমাত্র ৭৩৫ হল। এটা আমার ক্যাডেট নম্বর। B-)

এই নম্বরটা শুধুই একটা নম্বর নয়। এটা আমার জীবনে নানাভাবে জড়িয়ে আছে। আমার ই-মেইল আইডি, কিছু কিছু পাসওয়ার্ডের অংশবিশেষ।

এই নম্বরের দৌড় শুধু ইহকালে না, পরকালেও। একদিন স্বপ্নে দেখেছি, মৃত্যর পরে আমার নাম মেরিট লিস্টে, 😮 বিশ্ববিদ্যালয়ে ভর্তির মতো। আমার সিসিআরের এক বন্ধুর সাথে ব্যাপক গবেষণা, তালিকা কি বেহেস্তের না দোজখের তাই নিয়া। আমি কই, আমার মতো একটা ভালা পোলা বেহেস্তেই যামু। আমার বন্ধু কয়, আমার পারফর্মেন্স নাকি দোজখের মেরিট লিস্টে যাবার মত :grr:

বেহেস্ত-দোজখের চিন্তা পরে, আপাতত খানিকটা নাইচা লই, ৭৩৬ আসার আগেই :awesome: :tuski:

২,২৩৪ বার দেখা হয়েছে

৩৯ টি মন্তব্য : “মুহুর্তটা আমার জন্য বিশেষ”

  1. ইউসুফ (১৯৮৩-৮৯)

    আমার ক্যাডেট নম্বর আসতে আরও ৩৭৯টা পোস্ট লাগবে।

    মাহমুদ তুমি ১২৭টা, ফয়েজ ১২৬টা আর আদনান ১২৬টা পোস্ট দিয়ে দাও তো ভাই।

    ফৌজদারহাটের আমাদের ব্যাচ বা তোমাদের কাছাকাছি সিনিয়র কেউ একই আদেশ দিলে পরে বিপদে পড়বে কিন্তু। You can refer me that time.

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    আসিতেছে। ৯৫৫।
    ভাবতেছি পুরান আইডি বাদ দিয়া ৯৫৫ নাম্বারে নতুন কইরা রেজিস্ট্রেশন করুম সিসিবিতে। 😀


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
    • মাহমুদ (১৯৯০-৯৬)

      আমরা পুরান-জমানার ক্যাডেট ত, তার উপরে আমি আবার আর্টস-পার্টি। ক্যাডেট কলেজ থেকে আর্টসে গেলে তো মেরিট-লিস্টে টাইনা নিয়ে যাইতো, এক্সট্রা চেস্টা করা লাগত না। B-)


      There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

      জবাব দিন
  3. নাজমুল (০২-০৮)

    আমার মোবাইল নাম্বার,ইমেইল আইডি,বিভিন্ন ফোরাম এবং সাইট এর ইউজার নেম সব ই আমার ক্যাডেট নাম্বার B-)
    ১২৩৮ আস্তে বেশী দেরী নাই মনে লয় 😕
    মাহমুদ ভাই congratulations :clap:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।