(কবিতাটির নাম দেয়া যায় “আমার কবিতা লোখার অপপ্রয়াস”। যখন প্রিয়জনদের কাছ থেকে দূরে থাকার কষ্ট আমায় কুড়ে কুড়ে খায় তখন এই অপপ্রয়াসটা মাথার মধ্যে ঘুর ঘুর করে )
আকাশ দেখতে আমার বড্ড ভালো লাগে,
সকল প্রকারের আকাশ
চৈত্রের রোদে পোড়া রুদ্র আকাশ,
বৈশাখের হালকা মন খারাপ আকাশ
শরতের ঝলমলে আকাশ;
এমনকি বর্ষার স্যাতস্যাতে আকাশও
আমাকে প্রচন্ড আকর্ষণ করে ।

