প্রেম ভালবাসা আর উবুন্টু লিনাক্স … …

অনেক দিন থেকেই ভাবছি উবুন্টু নিয়ে একটা পোস্ট দিব। কিন্তু সময় হয়ে উঠছিল না।অনেক দিন থেকেই লিনাক্সের জনপ্রিয় (???) ভাসর্ন উবুন্টু ব্যবহার করছি, এক কথায় এর প্রেমে হাবুডুবু খাচ্ছি, তাই অন্যদের সাথে এই প্রেমটা একটু শেয়ার করতে চাই আর কি !!!

Windows Vs Linux:
আমি মোটেই উইন্ডোজ-বিরোধী নই। কারণ windows অনেক কিছুরই পথিকৃত।তাই আমি শুরুতেই এ কথা বলব না যে, In a world without walls and fences – who needs windows and gates?! (ও বলেইতো ফেললাম … … এ রকম আরও জোকস পাবেন এখানে এবং এখানে ) যাই হোক, উবুন্টু-কে ভালবাসি। ভালবাসি “মুক্ত সোর্স” আদর্শকে। তাই আমি কখনোই অযথা Windows এর বদনাম করতে যাবো না, তবে আমার জান্টু-পাখি উবুন্টুর গুণগান করতে ভুল করব না।উবুন্টুর জন্মপ্রক্রিয়া নিয়ে আমি বেশি কথা লিখব না। কেউ যদি জানতে চান, তাহলে একটু লিংক দেই: উইকিতে উবুন্টু।

প্রেম ও ভয়:
অনেকেই আছেন, যারা উবুন্টু নাম শুনেছেন, ওর অনেক গুণগান শুনেছেন, নিজেও ব্যবহার করতে চান, কিন্তু ভয় হচ্ছে যে ওর সাথে ভাব-প্রণয় হতে সময় লাগবে … আমার ডেস্কটপটা দেখেন …

দেখেনতো আপনার “পাইরেটেড (২ নাম্বার !!!) উইন্ডোজ” সাথে আমার ” মাগনা (অরিজিনাল) উবুন্টু”র কোন পার্থক্য খুজে পান কি না !!!
Start Menu , Quick Launch … … সবই আছে … আছে Desktopএর My Computer আইকন ও … … খালি উইন্ডোজের “This copy of Windows is not genuine. You may be the victim of software counterfeiting” মেসেজটি নেই !!! !!! ভয় কি একটুও কমলো ??? না, কমার কথা না, কারণ কম্পিউটারতে খালি ডেস্কটপ নিয়ে বসে থাকি না … আরও অনেক কাজ করতে হয়, উবুন্টুতে কি আর এত কিছু করা যায় ??? ??? ও তাইতো, উবুন্টুতে তো অনেক কিছুই করা যায় না … … চলুন দেখে নেই উবুন্টুতে কী কী করা যায় না … …

Windows এ অনেক সহজেই MS Office দিয়ে লেখালেখি, হিসাব-নিকাশ, প্রেজেনটেশন ইত্যাদি করা যায়, উবুন্টুতে এগুলো সহজে করার কোন উপায় নেই … …

কি যে বলেন ভাই, আছে Open Office. এইটা দিয়ে করা যায় সব … … দেখতে আপনার MS Office এর মতই। কিন্তু একটাই সমস্যা, উবুন্টু Install করার পর এটা আর অলাদাভাবে Install করতে হয় না, কোন ফাঁকে যে এইডা install হয়ে যায় – আল্লাহই জানে ।
তবুও আপনার MS Office ই লাগবে ? কারণ আপনি অনেক কষ্ট করে বাসার পাশের কম্পিটার দোকান থেকে MS Officeএর একটা চোরাই ভাসর্ন ৫০ টাকা দিয়ে কিনেছেন, ঐ ৫০ টাকার কি কোনই দাম নাই ??? আচ্ছা , তাইলে শোনেন, Ubuntuতে MS Office ও চলে … … Wine (উবুন্টু একটা সফটওয়্যার প্যাকেজ) দিয়ে MS Office ও চালানো যায় … … হায় , হায় , কয় কি !!! MS Office উবুন্টুতে চলে !!! !!! চাপা মারার আর জায়গা পায় না … … ঠিক আছে, প্রমাণ দেখেন, নিচের ছবিটা দেখেন :


Windows এ গান শুনি , ছিনেমা দেখি;শুনছি উবুন্টুতে এইডি করা অনেক ঝামেলা … :
ঠিকই শুনছেন, উবুন্টুতে গানও শোনা যায় না, মুভিও দেখা যায় না … কিন্তু ওইডা উবুন্টুর ল্যাদা-কালের কথা, আরবের মানুষেরা যখন গুহায় বাস করত … VLC Media Player এর নাম শুনছেন ??? উবুন্টুতে এইটা আছে … … এইটা দিয়ে গান শোনা , মুভি দেখা সবই করা যায়।কিন্তু Video Editing , sound Recording ??? ??? আরে ভাই, এগুলা উবুন্টুতে দুধ-ভাত ব্যাপার। Just উবুন্টু install করেন, মেনু থেকে Sound & Video → এরপর দেখেন যে আপনার কী কী লাগে, আর এখানে ওগুলার কী কী নাই … … কিছু পাইলে আমারে ফোন দিয়েন … …

আরে ভাই Internet চালাবো কেমনে ???
এইটা আপনার চালানো লাগবে না, উবুন্টুই চালাইয়া দিবে … নেট কানেকশন কীভাবে সেট-আপ করবেন, সেটা পরে বলছি। তার আগে শুনেন, Ubuntu Install করার সময় কখন যে সে মজিলা ফায়ারফক্স install করে নিবে আপনি টেরই পাবেন না !!! আর চাইলে নিজের প্রয়োজন মত অন্যান্য ব্রাউজারও install করে নিতে পারেন । ও ভাল কথা , আপনিতো আবার ইয়াহু, ফেইসবুকে chat করেন। এগুলো করার জন্যে উবুন্টু আপনাকে না জানিয়েই Empathy Install করে রাখবে … এইটা দিয়ে একই সাথে দুনিয়ার মোটামুটি সব Chat Client এ কানেক্ট করা যায় … … মানে, আপনি একই মেসেনজার দিয়ে Yahoo!messenger, Google Talk, Msn , Facebook ইত্যাদি সবগুলোতে Chat করতে পারবেন । কি , খুশি ??? ও ভাল কথা এইটা দিয়ে Voice Call , Video Call ইত্যাদিও করা যায় । তারপরও যদি Yahoo! আর Gtalk ই চান, তাহলে Wine তো আছেই … … Wine দিয়ে Windows এ চলে , এমন মোটামুটি সব কিছুই Ubuntu তে চালানো যায় … … কেমন ভৌতিক সব কথা বলতেছি , তাই না ??? হমমম Wine আসলে একটা ভুতই … … আর আপনি যদি হন Download Master, তাহলে আপনার জন্যে আছে Multiget Download Manager , আছে Jdownloader , টরেন্ট নিয়ে চিন্তা ? আছে Transmission , তাও আবার উবুন্টু নিজেই আপনার জন্যে ইনস্টল করে রাখবে … …

কিন্তু ভাই, MS Paint আর Windows Movie Maker কই পাবো ? এটাতো আর Wine দিয়ে install করতে পারবো না … …
ও তাইতো , MS Paint কই পাবেন ? জীবনে কোন দিন OpenOffice Drawing ব্যবহার করেছেন ??? এটা ব্যবহার করার পরে MS Paint এর নামই ভুলে যাবেন । কিন্তু আপনিতো Advanced User, এই সব পেইন্ট-ফেইন্টে আপনার কাজ হয় না, আপনি ব্যবহার করেন ফটোশপ … shit !!! এইবার ধরা … উবুন্টু ১০.০৪ এ ফটোশপ নাই, নাই ফটোশপের কোন বিকল্পও !!! কিন্তু ভয় নেই, বেশি সময় লাগবে না, “মাত্র ২ মিনিটেই ঝটপট ম্যাগী নুডুলস রেডী … ” … থুক্কু ম্যাগী না, GIMP … … আপনার মেনু থেকে Ubuntu Software Center এ ক্লিক করুন, লিখুন GIMP, চাপুন install … … এইটা এক্কেবারে ফটোশপের নকল … … ফটোশপে করা যায়, এমন সবই ইনি করতে পারে … Gimp সম্পর্কে আরও জানতে http://www.gimp.org/features/ এখানে একটা ঢুঁ মারেন … … আর video Editing এর জন্যে ডিফল্ট হিসেবে পাবেন pitivi. উবুন্টু ইনস্টল হয়ে গেলে Sound & Video → তে যান, দেখেন pitivi হাজির !!!

আচ্ছা, উবুন্টুতে ব্লুটুথ কীভাবে ব্যবহার করবেন ???
একবার উবুন্টু ইনস্টল করেই দেখুন না … অন্যান্য অনেক জিনিসের মতই আপনাকে না জানিয়েই উবুন্টু এই কাজটা সেরে ফেলবে … আপনার কাজ শুধু Add a new device এ ক্লিক করা আর pair করা … …

পিডিএফ রিডার, CHM viewer ও কোন কিছু পিডিএফ -এ রুপান্তর করা – এগুলো করব কেমনে ???

PDF দেখার জন্যে কোন চিন্তা নাই , উবুন্টু install করারা পর যে কোন পিডিএফে Double Click করেন, আর দেখেন জাদু … … আপনি কিন্তু Adobe PDF Reader install করনে নাই !!! !!! CHM ( Compiled HTML ) দেখার জন্যে Ubuntu Software Center কম করে হলেও ১০ টা সফটওয়্যার পাবেন , আর সবই ফ্রি ! নিজের ইচ্ছামত যে কোন একটা ইনস্টল করে নেন।আর pdf creator / editor হিসেবে আছে pdf-edit । তবে ওপেন অফিস দিয়েই সব ডকুমেন্টকে সহজেই পিডিএফে কনভার্ট করা যায়।

আপনি হয়ত উইন্ডোজে Nero Image Drive বা Magic ISO ব্যবহার করেন। ISO File কে Virtual Drive হিসেবে ব্যবহার করার জন্যে Gmount-ISO । উবুন্টেতে পাবেন Gshutdown, এটা আপনার নির্ধারিত সময়ে পিসিকে অটো-অফ করে দিবে … … আরও আছে Gpart : এটা দিয়ে খুব সহজেই হাডর্ডিস্কের পার্টিশন এডিট করা যায়।

আচ্ছা , আপনার কি printer , scanner এই সব আছে নাকি ??? তাইলেতো সমস্যা।
উবুন্টুতে আবার স্ক্যান করার জন্যে কি কি যেন করা লাগে … … কী কী করা লাগে শুনেন, ubuntu ইনস্টল করুন → মেনু → Graphics → simple Scan, গুনে গুনে তিনটা ক্লিক … … ব্যাস , কাজ শেষ … … আর প্রিন্টার ??? প্রিন্টারটা পিসিতে লাগান, আর যে কোন জায়গা থেকে খালি Print ক্লিক করুন … বাকি কাজ ubuntuর।

Gwibber:
এটা নিয়ে বেশি কিছু লিখব না। কিছু ললনার গালে হাসলে টোল পড়ে , দেখেছেন কখনো ???

ভারী মিষ্টি , তাই না ??? আমার কাছে এই Gwibber টাকে মনে হয় উবুন্টুর গালের টোল। জীবনে (!!!) কখনো যদি উবুন্টুতে আসেন, Gwibber টা একবার চেখে দেখবেন … …

আসুন উবুন্টুকে দেই উইন্ডোজের চেনা রূপ
উবুন্টুতে নতুন ইউজার (windows এ অভ্যস্ত)দের প্রথম দিকে কিছু সমস্যা হয়, যেমন: এখানে start menu নেই, বিভিন্ন indicator icon, desktop icon নেই । ভয় পাবেন না , এগুলো সবই ubuntu তে আছে। উবুন্টু ইনস্টল করার পরে Ubuntu Software Center এ যান, টাইপ করুন : GnoMenu , ক্লিক করুন install ।
ব্যাস এসে গেল আপনার start menu ( আমার ডেস্কটপের চিত্রটাতে দেখুন)। এরপর নিজের ইচ্ছে মত এটাকে এডিট করে নিন। আবার Ubuntu Software Center এ যান, টাইপ করুন Tweak, ক্লিক করুন install। এবার Start Menu (GnoMenu) থেকে system Tools → Ubuntu Tweak এ যান। নিজের ইচ্ছেমত এডিট করুন আপনার কম্পিউটার। আমার desktop এর টাস্কবার (উবুন্টু এটাকে বলে প্যানেল) এর মাঝখানে একটা Dock (অনেকটা Windows এর Quick Launch এর মত) আছে, এটা আপনার চাই ??? Ubuntu Software Center এ গিয়ে লিখুন Docky, ক্লিক করুন install . ব্যাস আপনার Docky রেডী। GnoMenu থেকে Accessories এ Docky তে ক্লিক করুন, আর নিজের মত কাস্টমাইজ করে নিন। আর উবুন্টুর Top-Panel & Bottom-Panel এ যে সব আইকন (ইন্ডিকেটর) দেখা যায়, এগুলোর সবই ইচ্ছেমত Move করা যায়, তাই নিজের সুবিধা মত উইন্ডোজের সাথে মিল রেখে সাজিয়ে নিতে পারেন।

ভাই, সবইতো বুঝলেন, কিন্তু বাংলা লিখবেন কীভাবে ??? তার আগে বলেন, আপনি কী জব্বার সাহেবের বিজয়, নাকি এ যুগের অভ্র চান ??? বিজয়ে লেখার জন্য এখানে ঘুরে আসুন। বিস্তারিত লেখা আছে, পোস্ট অনেক বড় হয়ে যাবার ভয়ে আর লিখলাম না। Avro Phonetic এ বাংলা লিখতে চাইলে এই লিংকে ঘুরে আসুন।

কেন উবুন্টু ব্যবহার করি ???

এটা ফ্রি, তাই ব্যবহার করি – এটা আমার যুক্তি নয়। তবে ব্যবহার করার এটা অন্যতম একটা কারণ। শুধু ফ্রি বলে ব্যবহার করি বললে, মানেটা এমন দাড়ায় যে , সামর্থ্য হলে এটা আর ব্যবহার করব না, টাকা দিয়ে কিনে উইন্ডোজ ব্যবহার করব – ব্যাপারটা মোটেই এমন নয়। উবুন্টু ফ্রি – এর মানে এই নয় যে এটা মাগনা পাওয়া যায়। “ফ্রি” মানে স্বাধীনতা। চাইলে এই লিংকটা পরে দেখতে পারেন। কিছুটা ধারণা পাবেন।”উবুন্টু” শুধু কোন অপারেটিং সিস্টেম (OS) নয়, উবুন্টু একটা দর্শণ, “ওপেন সোর্স” একটা “আদর্শ”।

যদি উবুন্টু / লিনাক্স ব্যবহার করতে আগ্রহী হন:

ভয়ের কিছু নেই, উবুন্টু এখন আর command line typing এর যুগে নেই, এখন সবই গ্রাফিকাল। আর প্রথম দিকে windows এর পাশাপাশি Dual Boot করে ব্যবহার করে দেখুন, ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবেন।প্রয়োজনে Start Up Manager ব্যবহার করুন। এটা Ubuntu Software Center এ পাবেন, নতুনদের জন্য বেশ কাজের। যারা ডুয়েল বুট ব্যবহার করেন, তারা সহজেই এটা দিয়ে Windows কে ডিফল্ট হিসেবে সেট করতে পারবেন। আর ইন্সটল করতে একটু বেশি ভয় পেলে windows এর ভিতরেই ইনস্টল করুন অন্য যে কোন সফটওয়্যার এর মত। এরপর ব্যবহার করুন।

ও ভাল কথা, এত কিছু যে বললাম, সবই ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আপনার বিভিন্ন হার্ডওয়্যারের জন্য উবুন্টু ড্রাইভার কই পাবেন। এটা বলা যাবে না, আগে বাসায় ইফতারির দাওয়াত দেন, তারপর বলব … … … … আরে উবুন্টুতে এইসব ড্রাইভার-ফ্রাইভার লাগে না রে ভাই … … অনেকটা Plug & Play টাইপ, কেবলমাত্র install & enjoy … … ও ভাল কথা, উবুন্টুতে কোন Anti-virus ব্যবহার করবেন, সেটাতো বলা হল না। আরে ভাই, উবুন্টু ব্যবহার করতে গিয়ে যখন ভাইরাস দ্বারা আক্রান্ত হবেন, তখন এই পোস্টে এসে আমাকে একটা গালি দিয়ে যেতে ভুলবেন না যেন, গালি খেয়ে আমি Anti-virus এর নাম বলে দেব।

উবুন্টুর আরও বিভিন্ন দিক (যেমন : বিস্তারিত Installation Process, Internet Connection SetUp ইত্যাদি ) জানতে এখানে ক্লিক করে উবুন্টু-গাইডটা নামিয়ে নিন। আর আপনার যে কোন প্রয়োজনে চলে আসুন যান এই ঠিকানায়; দুনিয়া জুড়ে হাজার হাজার বন্ধু বসে আছে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবার জন্যে … …

উবুন্টু-বাংলাদেশ
বিডি-লিনাক্স-ফোরাম
Worldwide Ubuntu Forum

OS নিয়ে আরও জোকস পাবেন এখানে
ভাল থাকবেন … … শুভ উবুন্টিং … …

৩৯ টি মন্তব্য : “প্রেম ভালবাসা আর উবুন্টু লিনাক্স … …”

      • সৌমিত্র (৯৮-০৪)

        ডাক্তারী করার সরকারী অনুমতি পাওয়ার পরীক্ষা চলছে। পরীক্ষা প্রায় শেষ। দু'সপ্তাহের ব্যবধানে আর মাত্র দুটো পরীক্ষা বাকি। পাস করলেই ডাক্তার (পাস করলে হয়)।
        যাহোক, লিনাক্সে বিজয় আসকি ব্যবহার সম্পর্কে জানতে চাচ্ছিলাম। কারণ আমি একটু আধটু লেখালেখির কাজ করি। ইউনিকোড ও আসকি - দুটোতেই বাংলা টাইপ করার অভ্যাস আছে। তবে সমস্যা হলো আমাদের দেশের প্রকাশকেরা এখনো বই কম্পোজের কাজে বিজয় আসকি ব্যবহার করে। তাই অনিচ্ছাসত্ত্বেও আমার বই-লেখা সংক্রান্ত কাজ আসকিতে করতে হয়। ইউনিকোডে টাইপ করে সেটাকে আসকিতে কনভার্ট করা চলে, তবে তাতে ফরম্যাটিং নষ্ট হয়ে যায় এবং আবার নতুন করে করতে হয়। তাই বলছিলাম, লিনাক্সে সরাসরি বিজয় আসকি টাইপ করা যায় কি না। যদি না যায় তবে আমার জন্য অসুবিধা।

        জবাব দিন
  1. গুলশান (১৯৯৯-২০০৫)

    উবুন্টুর বাচ্চাকালে একবার ব্যবহার করার চেষ্টা নিছিলাম। অনেক সমস্যা ছিল। তাই আর আগাই নাই। এই পোস্টটা দেইখা একটু সাহস হইল। কিন্তু... এখন তো আর ভার্সিটিতে নাই। ঐখানে থাকলে কত ভাল হইত। হাতের কাছেই উবুন্টুর সিডি পাওন যাইত। একটা চেষ্টা নিতাম... এখন অনেক ঝামেলা...

    জবাব দিন
  2. আরিফ (১৯৯৭-২০০৩)

    ওই পোলা, আমি তো আগেই উবুন্টু ব্যাবহার করতাম, মাগার উইন্ডোজের এক ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আমারে "ব্যাক টু দি প্যাভিলিওন" কইরা দিল...এখন কি করুম কও দেহি। বাকি সবই ঠিক আছে। :(( :(( :bash:


    মুছে যাক গ্লানি/ঘুচে যাক জরা
    অগ্নিস্নানে শুচি হোক ধরা

    জবাব দিন
  3. আজহার (২০০০-২০০৬)

    উবুন্টু উইন্ডোজের চে' সবদিক দিয়েই ভাল, এইটা মানি। কিন্তু গেমারদের জন্য উইন্ডোজের কোন বিকল্প নেই। আমাদের মত গরীব পোলাপাইন(যাদের প্লেস্টেশন ৩ বা এক্স বক্স ৩৬০ কেনার টাকা নাই)তাদের জন্য পিসিই গেম খেলার একমাত্র ভরসা। লিন্যাক্সে চলা সবচেয়ে ভাল গেম আমার জানা মতে কোয়াক ৩, যেটাইপের গেম উইন্ডোজে আরো ৬-৭ বছর আগে খেলা হত। লিন্যাক্সে যদি বর্তমান গেমগুলা খেলা যেত, চোখ বন্ধ করে এখুনি লিন্যাক্সে সুইচ করতাম।

    জবাব দিন
  4. মাহবুব (৯৯-০৫)

    লেখা টা মনে হই সামুতে পরসিলাম ।
    আমার লিনাক্স ব্যাবহার এর অভিজ্ঞোতা বেশ খারাপ কারন উইন্ডোজ এর ভিতর মনে হই পাচ ছয় বার এর মত ইন্সটল করছি । কিন্তু দুর্বল মানসিকতার হওয়ার কারনে আবার আন ইন্সটল । তবে এবার আবার ট্রাই করব ভাবতেছি

    ** গেমস নাকি Wine দিয়ে ইন্সটল করা যায়। সামুতে একবার এক্তা লেখায় পরছিলাম

    জবাব দিন
  5. সৌমিত্র (৯৮-০৪)

    এই মন্তব্য করে কোনো জবাব না পাওয়ায় আবার দিচ্ছি...
    লিনাক্সে বিজয় আসকি ব্যবহার সম্পর্কে জানতে চাচ্ছিলাম। কারণ আমি একটু আধটু লেখালেখির কাজ করি। ইউনিকোড ও আসকি – দুটোতেই বাংলা টাইপ করার অভ্যাস আছে। তবে সমস্যা হলো আমাদের দেশের প্রকাশকেরা এখনো বই কম্পোজের কাজে বিজয় আসকি ব্যবহার করে। তাই অনিচ্ছাসত্ত্বেও আমার বই-লেখা সংক্রান্ত কাজ আসকিতে করতে হয়। ইউনিকোডে টাইপ করে সেটাকে আসকিতে কনভার্ট করা চলে, তবে তাতে ফরম্যাটিং নষ্ট হয়ে যায় এবং আবার নতুন করে করতে হয়। তাই বলছিলাম, লিনাক্সে সরাসরি বিজয় আসকি টাইপ করা যায় কি না। যদি না যায় তবে আমার জন্য অসুবিধা।
    ... দয়া করে কেউ সদর্থক উত্তর দেবেন। 🙂

    জবাব দিন
  6. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    স্পেলাইজড সফটওয়্যার যারা ব্যবহার করেন তারা চাইলেও এখনও উইন্ডোজকে তালাক দিতে পারবেননা। আমি আমারটা বলতে পারি। এখনও পর্যন্ত ডিজাইনের জন্য এডোব, কোরেল, অটোডেস্ক এর মত পাওয়ার হাউজগুলো তাদের সফটওয়্যার গুলোর কোনধরণের লিনাক্স ভার্সন বের করেনি। কিন্তু মেশিন স্পেসিফিক ম্যাক ভার্সন ঠিকই বের করেছে সবসময়। এদের সবগুলোরই লিনাক্সের জন্য বিকল্প আছে। তবে এটাও সত্যি gimp এখনো ফটোশপের কিংবা pitivi এখনো প্রিমিয়ার বা ফাইনাল কাট প্রো এর সমকক্ষতো দূরের, প্রফেশনাল কাজের জন্য ধারে কাছেও পৌছেনি। ক্যাড বা থ্রি ডি'র জন্য বিকল্প ব্রাইস কিউক্যাড লিনাক্স ক্যাড এখনো থ্রিডি স্টুডিও ম্যাক্স, মায়া বা অটোক্যাডের সমান হয়নি। আর এসব লাখ লাখ ফিচারওয়ালা সফটওয়্যারগুলোতে অভ্যস্ত হওয়া বেশ সময়ের ব্যাপার, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় কোন ব্যাবহারকারী নির্দিষ্ট কয়েকটি ইন্টারফেসেই দক্ষ হয়ে উঠেন, এসকল কম্পলিকেটেড সফটওয়্যার একই ঘরানার অনেকগুলো শেখা বেশিরভাগের জন্যেই কঠিন। সাধারণ ব্যবহারকারীদের [বিনোদন সাথে হয়তো অফিস প্যাকেজ] জন্য লিনাক্সের কোন সহজ ডিস্ট্রিবিউশন আসলেই কার্যকরী অল ইন ওয়ান ওএস হিসাবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লিনাক্সকে জনপ্রিয় করতে হলে সফটওয়্যার জায়ান্টদেরকেই এগিয়ে আসতে হবে। আল্লাহ মালুম সেইদিন কবে আসবে। ইউনিকোডের এত জয়জয়কারের মধ্যেও এখনও পর্যন্ত আসকি বেজড চলছে পুরো বিশ্বের প্রিপ্রেস। বিখাউজ বিজয়ের ফন্টে কনভার্ট করে যেকোন বাংলা প্রিন্টিং ম্যাটেরিয়াল নিয়া কাজ করা লাগে এখনও, এর চেয়ে দুঃখের আর কি আছে 🙁


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।