এবিসি রেডিও’র ওয়েবসাইটটা দাঁড়াচ্ছে। এখনো অনেক কাজ বাকি। খবরটা নিয়মিত আপডেটও হচ্ছে না। অনুষ্ঠানের কিছুই দেওয়া নাই। সংগ্রহশালা (আর্কাইভ) খালি। তবে ডামিটা দেখে হয়তো তোমরা ধারণা পাবে।
লাইভ স্ট্রিমিং করতে নাকি বিটিআরসির অনুমোদন লাগে। তাই ওই সুযোগ এখন রাখা হচ্ছে না। তবে নিশ্চয়ই এক সময় সেটা পারা যাবে। আসলে এটা নিয়মিত আপডেট করার জন্য মানুষ নাই। তবে শিগগিরই আইটিতে আরো দুজন লোক নিচ্ছি।
বিস্তারিত»