কিছুদিন ধরেই ওয়েট করছিলাম এফসিসির ৯৯তম পোস্ট এর জন্য, সানা ভাই এর চোখে না পড়লে ১০০তম পোস্টটা আমারই হতে যাচ্ছে। :awesome:
এই হাইকুটা পরে কখনো শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু এর থেকে ভালো সময় মনে হয় হবে না। ইন্ডিয়ান হাইকু সোসাইটির আমন্রণে আমি গত বছর ব্যাংালোরে ৯ম বিশ্ব হাইকু উতসবে যোগ দেই। সকল হাইকু লেখক তিনটি করে হাইকু জমা দেন এবং সেখান থেকে সেরা দশ হাইকুকে পুরস্কার দেয়া হয়। আমার এই হাইকুটি সেই সেরা দশে স্থান পেয়েছিল। 🙂
spring moon
sole witness of
the stolen kiss
আপনে তো দেখি পুরা হাইকু সম্রাট 😮 যা লিখেন তাই সেরাদের মধ্যে স্থান করে নেয় !!
:hatsoff:
সাতেও নাই, পাঁচেও নাই
ভাই ফার্স্ট প্রাইজ ছিল ১০০ পাউন্ড। :((
কমেন্টের জন্যে ধন্যবাদ 🙂
সেরা দশ হাইকু 🙂
spring moon
sole witness of
the stolen kiss
:clap: :clap: :clap:
😡 😡 😡
😀 😀 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:boss: :boss: :hatsoff: :hatsoff:
১০০ এর শুভেচ্ছা :clap: :clap:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সাবাশ! :clap: :clap:
stolen kiss -------- হুমমমমম ............... সুন্দর করে ব্যাখ্যা করতো ভাই ব্যাপারটা কেম্নে ঘটায় .........
এতদিন ধইরা প্রিপারেশন নিয়া রাখছিলাম এফ সি সি'র ১০০ নাম্বার পোস্ট টা ক্যাপচার করুম 😡 😡 কিন্তু আমার হাউজের পোলাটার লাইগাই পার্লাম্না 😡 😡
তিন লাইনের হাইকু পরে, আগে তিন ঘন্টা লং আপ হয়া থাক :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
ভাই রবীন্দ্র হাউসের কেউ করছে এইটা ভাইবা খুশি থাকেন :guitar: আর লং আপ এর তো ইমো নাই..কেমনে হমু? :grr:
ভাইডি এইখানে কি আপনে, আপনার পোষ্ট দেওয়ার কথা বুঝাইতে চাইসেন? 😕 :khekz:
তাইলে আর এফসিসি'র ১০০তম পোষ্ট জীবনেও হইতো না। :grr: :grr:
:khekz: :khekz: :pira:
ভাবীপ্পু আমার ধারণা ছিল এই পোস্টটা আপনার চোখে পড়ে নাই, কারণ এই পোস্ট দেয়ার অনেক পরে আপনি ব্লগে লেখালেখি শুরু করেন (যদি আমার ভুল না হয়)। এখন তো দেখতেছি আমার ধারণা ভুল, আপনি কি ব্লগের সব পোস্ট পড়ে ফেলছেন? :-B
:shy: চেষ্টাইয় আছি ভাবীপ্পু, দোয়া কইরো ;))
লাগে রহো দিহান ভাবীপ্পু 😀
এফ সি সি’র ১০০ না বইলা 'লাবলু ভাই একাই ১০০' বলা উচিত। বাকিরা সবাই তো দুধভাত। :grr: :grr: :grr:
১০০ এবং হাইকু'র শুভেচ্ছা :thumbup:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
;)) ;))
চেক করতে যেয়ে দেখলাম সানা ভাই এর ব্লগ সংখ্যা ৭৫ :hatsoff:
ফৌজদারহাটের সেঞ্চুরি শেষ পর্যন্ত !!! :clap: :clap: :clap:
হাইকু তপু বুঝবনে। কিন্তু সেঞ্চুরিটা মাইরা আমারে এসএমএস কিল্ল্যাইগ্যা? 😡 😡 😡 লং আপ তিন দিন, জলদি! অ্যাডজুটেন্ট রেস্টে আছে, কাইয়ুম গুনাগুনতি তুমিই করো। 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
দোয়া করি যেন FCC তাড়াতাড়ি ২০০ করে ফেলে 😀
ফৌজদারহাটের সবাই দেখি হাইকু সম্রাট। আলীম ভাই ফৌজিয়ান না??
ব্ল্যাকমোর্সের একটা গান আছে, Under a Violet Moon. ওই গানে স্টোলেন কিসের কথা আছে।
হুমমম ......... আমার প্রিয় গান গুলার মধ্যে একটা। কিন্তু কাহিনীটা কেম্নে ঘটায় সেটাই তো বুঝিনা .........
এটা কি সবার অগোচরে দেওয়া চুম্বন বোঝায় নাই? আমি তো তাই ভাবছিলাম।
কিন্তু যাকে দেয়া হচ্ছে, সেও না বুঝলে তো খুব ঝামেলা ......... :grr: :grr: :grr:
বুঝলেও ঝামেলা হইতে পারে। বুঝ না, চামে........................।। 😉
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ঠিকই ধরছেন সামি ভাই B-)
না রে তৌফিক, আলীম ভাই জেসিসির
x-( আলীম ভাই জেসিসির,কিকৈবার্চান্তৌফিকভাই? 😛
ভাই হাইকু সর্ম্পকে তোমার কাছ থেকে একটা বড় লিখার আশায় রইলাম।
আর তোমার হাইকু পড়ে সম্পূর্নরুপে মুগ্ধ।
ভাই ওই ফেস্টিভ্যালে যাওয়ার সময় ওনেক কাহিনী হইছে, সেটা নিয়ে বড় পোস্ট দেয়ার প্ল্যান আছে 🙂
আর আপনার ভালো লাগছে জেনে আনন্দিত হলাম :awesome:
আমি আদি জামাই ভাইয়ের দাবী সর্বান্তকরণে সমর্থন করিতেছি :grr:
দারুন লাগল হাইকুটা। :clap: :clap:
বাংলায় হাইকু লিখ তুমি? না লিখলে ইংরেজীগুলাই দিয়ে দাও এখানে।
ধন্যবাদ ভাই 🙂 তবে আমি বাংলায় হাইকু লেখি না, সেই সাহস করে উঠতেও পারি না 😐
ভাই আয়োজকরা ফেস্টিভালটা ইচ্ছা করেই পূর্ণিমার সময় করছিল :gulli: , আর ফেস্টিভালটা হয়েছিল একটা আশ্রমে। আমাদের থাকার ছোটো ছোটো বাংলো গুলো ছিল পাহাড়ের উপর 😀 বুঝতেই পারতেছেন কেমনে এইসব ছাইপাশ লেখা বের হইছে।
শুধু কি লেখাই বের হইছে নাকি সাথে সাথে ;))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কোনটা হইলে ভালো হয়? 😛
আমিও স্টোলেন কিস খাপো :((
আচ্ছা ............ তুমিই কি জামাই মাস্ফ্যু ???
:khekz: :gulti: :khekz: :gulti: :gulli2: :goragori:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:khekz: :khekz: :khekz: =)) =)) :pira: :pira: :gulli2: :gulli2: :gulli2:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মইনুল ভাই
আপনার উপরের কমেন্টটা সিসিবির 'কমেন্ট অব দ্যা উইক' হিসেবে ঘোষনা করা হইলো ।
:khekz: :gulti: :gulli2: :goragori:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:shy: :shy:
:(( :(( :(( :(( :(( মইনুল ভাই,একজন ব্যাচেলরকে "জামাই" নাম দেওয়ার অফ্রাধে আপনের স্বপ্নচারী নিক,আইপি, পিসি আর ইন্টার্নেট লাইন শুদ্ধা ভ্যান চাই
অফ টপিক-স্টোলেন কিসের সাথে এই নামের সম্পর্ক কি?ঠিক্কইরাকঙ্কিকৈবার্চান x-(
ব্যাচেলর লাইফ কি আর চিরদিন থাকে রে ভাই ??? :no: :no: :no:
:(( ওরে না রে না...মইনুল ভাই আমারে কুর্বানি করবার চায় :((
ওহ আপনেই তাইলে জামাই ভাই !!!
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:gulti: :gulli2: :goragori: :khekz: :just: :pira:
ওই মাসরুফ তোমার বাংলা প্রথম পত্র কেমন হইল?
ও ফয়েজ ভাই তাইলে এইসবই করতেন তাই না? 😛
@হাসান ভাই-বাঁশ খাইছি বস।২৮ বিসিএস হইল ২৯ বিসিএসের প্রিপারেশন আমার জুন্যে।দুয়া রাইখেন যানি ধৈর্য ধইরা রাখতে পারি...
আরে ব্যাপার না, 'হ্যায়া গেলেই হ্যায়া যাবে' 🙂 । (কপিরাইট: আলু ওরফে আমজাদ আলী)
অনেক ভাল লাগল………অপেক্ষায় রইলাম নতুন হাইকুর জন্য……… 🙂
ধন্যবাদ 😛 অপেক্ষায় থাকুন 😀
আগেরবার এইটায় কেমনে কমেন্ট মিস গেলো !!!!
স্টোলেন কিস :shy: (সম্পাদিত)
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ধন্যবাদ রকিব 🙂 কিন্তু সম্পা আমার ব্লগে কি চায়? 😕 😛