সিসিবিতে পুরান পাগল আছে, আছে নতুন পাগল, ভাবের পাগলও আছে! পুরান হইলো আমার মতো যারা প্রেম-ট্রেম শ্যাষ কইরা অহন নব্যদের প্রেম দেখে, আর কয় কি কলিকাল আইলো? নীল খাম, টেলিফোন-মোবাইল প্রেম যুগ শ্যাষ। চলতাছে সাইবার প্রেম।
নতুন পাগল আছে মাস্ফ্যু, আবীর, আকাশ আরো জানি কেডা, কেডা!! এমুন পাগল, রীতিমতো চিক্কুর দিয়া প্রেম করতাছে। মজাই লাগে এইসব পুলাপাইনের লম্ফঝম্প দ্যাখতে। আসলে প্রেমে পড়লে সব কালে,
বিস্তারিত»