ছবি ব্লগঃ ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৫১’তম প্রতিষ্ঠা বার্ষিকী

২,৮২৪ বার দেখা হয়েছে

৩৮ টি মন্তব্য : “ছবি ব্লগঃ ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৫১’তম প্রতিষ্ঠা বার্ষিকী”

  1. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    মহিউদ্দিন ভাই : খালি ছবি দিয়া প্রথম পোস্টটা নামাইলেন? একটুও লেখলেন না? এরপর আপনার লেখার অপেক্ষায় থাকবো।

    সিসিবিয়ান্স : সিনিয়র ভাই আইসা গেছে। এইবার আমার খবর আছে মনে হয়!! ~x( এতোদিনের ভাব লওয়া সব শ্যাষ!! :dreamy:

    রকিব ভাইয়াকে এখনো চা দেয় নাই?? 😡 নাহ পোলাটারে কিছুটা রগরানো দরকার। আর আমি ভাইয়ের জন্য তেলের ড্রাম নিয়া আসতাছি! :salute:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    ব্লগে স্বাগতম ভাইয়া... ছবি গুলো দেকেহ খুব ভাল লাগল, আশা করি আগামি পোস্টে লেখাও পাব।

    রকিব পোলাডারে কোথাও দেখতেছি না... আমিই দিয়া দেই... নেন :teacup: খান।

    আহ সানা ভাইয়ের মুখে ভাই ডাক টা কি যে মধুর শুনাইলো

    ;)) ;))


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. রাশেদ (৯৯-০৫)

    অবাককান্ড 😮 আমি তো ফৌজদারহাট দেখে ভাবছিলাম সানা ভাই এর ব্লগ 🙁 কিন্তু না উনি তো দেখি আর সিনিয়র :salute:
    এইবার শেষ 😀 কি বলেন সানা ভাই 😀


    মানুষ তার স্বপ্নের সমান বড়

    জবাব দিন
  4. মাহমুদ (১৯৯০-৯৬)

    মহিউদ্দীন ভাইকে সিসিবি'তে স্বাগতম :salute:

    সেরের উপরে সোয়া সের.....(এখানে কোন ইশারা নাই কিন্তু 😛 )

    আমি পালাইলাম। 😀


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  5. জুবায়ের অর্ণব (৯৮-০৪)

    ওমা! আপনি তো দেখি সানাউল্লাহ ভাইয়েরও সিনিয়র। ব্লগের সবচেয়ে সিনিয়র মেম্বারকে ব্লগের পক্ষ থেকে স্বাগতম। প্রত্যাশা করি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।

    জবাব দিন
  6. ইউসুফ (১৯৮৩-৮৯)

    মহিউদ্দিন ভাই, ব্লগে স্বাগতম। আশা করি লেখালেখির মাধ্যমে আমরা আপনার সান্নিধ্য পাব অনেক।

    আর, ইয়ে, মানে আপনি যদি ব্লগের ডিসিপ্লিন এর কোন হেরফের দেখেন তাহলে আওয়াজ দেবেন। ঐ দায়িত্বটা আমার।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।