একটি গান- ফিরোজ 98 ব্যাচ FCC

এই গানটি গেয়েছে আমাদের FCC এর একজন এক্স ক্যাডেট। গানটা শুনে দেখা যায়।

৮ টি মন্তব্য : “একটি গান- ফিরোজ 98 ব্যাচ FCC”

  1. আদনান (১৯৯৭-২০০৩)

    আমি মিউজিশিয়ান মানুষ। আমার কমেন্ট একটু কড়া হইবো পিলিজ মাইন্ডাইবেন নাঃ

    ১/ মিউজিক কম্পোজিশন খারাপ না; একুস্টিক বেজ্‌ড... সুইং আছে... ভাল ছিল।
    ২/ গলা স্ট্রেইট টাইপ মনে হইসে। মডিউলেশন দরকার ছিল। ওটার অভাবে ডিটিউনড্‌ লাগসে; কেমন জানি অফ-পিচ অফ-পিচ ভাব।
    ৩/ মিক্সিং যিনি করসেন তিনি রিভার্ব সেটিং সুন্দর করেননাই। কেমন যেন মনে হচ্ছে বাথ্রুমে বসে রেকর্ড করা (নো অফেন্স)। গানের পটভূমির সাথে রুম রিভার্ব যায় না। আরেকটু ওয়াইড করা লাগসিলো।
    ৪/ ব্যাকআপ ভয়েস হারমোনাইজিং ভাল লাগসে; ফিল আছে।

    জবাব দিন
    • আদনান (১৯৯৭-২০০৩)

      এই জন্যি তো সমালোচনা, সো দ্যাট ভাইয়া আরো কেয়ারফুল হবেন ভবিষ্যতে। চর্চা আরো বাড়বে। কোয়ালিটি আরো বেশি বেশি বেরোবে।

      বাপ্পা মজুমদারের প্রথম দিককার গান গুলো আর এখনকার গানগুলো তুলনা করলেই আমরা বিষয় টা বুঝতে পারব।

      জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।