আমি মিউজিশিয়ান মানুষ। আমার কমেন্ট একটু কড়া হইবো পিলিজ মাইন্ডাইবেন নাঃ
১/ মিউজিক কম্পোজিশন খারাপ না; একুস্টিক বেজ্ড... সুইং আছে... ভাল ছিল।
২/ গলা স্ট্রেইট টাইপ মনে হইসে। মডিউলেশন দরকার ছিল। ওটার অভাবে ডিটিউনড্ লাগসে; কেমন জানি অফ-পিচ অফ-পিচ ভাব।
৩/ মিক্সিং যিনি করসেন তিনি রিভার্ব সেটিং সুন্দর করেননাই। কেমন যেন মনে হচ্ছে বাথ্রুমে বসে রেকর্ড করা (নো অফেন্স)। গানের পটভূমির সাথে রুম রিভার্ব যায় না। আরেকটু ওয়াইড করা লাগসিলো।
৪/ ব্যাকআপ ভয়েস হারমোনাইজিং ভাল লাগসে; ফিল আছে।
হেহ্ হেহ্ হে, না শুইনাই পরথম। অখন শুনুম
২য় B-)
এখন শুইনা আসি 😀
ফিরোজ ভাই কি ডিফেন্সে? গান ভালো লাগছে। 🙂
Mortuza vai ekta lekha dan.
সাজ্জাদ ভাই,
ব্লগে স্বাগতম............ :duel:
গানটা :just: সুন্দর............। :thumbup: :thumbup: ।
আমি মিউজিশিয়ান মানুষ। আমার কমেন্ট একটু কড়া হইবো পিলিজ মাইন্ডাইবেন নাঃ
১/ মিউজিক কম্পোজিশন খারাপ না; একুস্টিক বেজ্ড... সুইং আছে... ভাল ছিল।
২/ গলা স্ট্রেইট টাইপ মনে হইসে। মডিউলেশন দরকার ছিল। ওটার অভাবে ডিটিউনড্ লাগসে; কেমন জানি অফ-পিচ অফ-পিচ ভাব।
৩/ মিক্সিং যিনি করসেন তিনি রিভার্ব সেটিং সুন্দর করেননাই। কেমন যেন মনে হচ্ছে বাথ্রুমে বসে রেকর্ড করা (নো অফেন্স)। গানের পটভূমির সাথে রুম রিভার্ব যায় না। আরেকটু ওয়াইড করা লাগসিলো।
৪/ ব্যাকআপ ভয়েস হারমোনাইজিং ভাল লাগসে; ফিল আছে।
ওর নাম ফিরোজ। ও physical injury কারনে আর্মি থেকে চলে আসতে বাধ্য হয়েছে। এখন গান করে কিছু একটা করার চেষ্টা করতেছে। তাই ওকে প্রমোট করার জন্যই পোস্ট।
এই জন্যি তো সমালোচনা, সো দ্যাট ভাইয়া আরো কেয়ারফুল হবেন ভবিষ্যতে। চর্চা আরো বাড়বে। কোয়ালিটি আরো বেশি বেশি বেরোবে।
বাপ্পা মজুমদারের প্রথম দিককার গান গুলো আর এখনকার গানগুলো তুলনা করলেই আমরা বিষয় টা বুঝতে পারব।