চাকরি-বাকরি আর করবো না! কতোদিন আর অন্যের চাকর হয়ে থাকবো? দিনের পর দিন একই কাজ……… ক্লান্তিকর দিনযাপন!! ঘড়ির এলার্ম শুনে ঘুম ভেঙে দাঁত মাজা, বড় কাজ, ছোট কাজ, নাস্তা-স্নান, তারপর দে ছুট। অফিস, কাজ, চাকরি। রাতে আবার বাসায় ফিরে খাওয়া-দাওয়া, টিভি দেখা, রেডিও শোনা, শেষে ঘুম। দিনের পর দিন- এই তো রুটিন! একদম বাজে। এইসবই তো করে আসছি। যেন দম দেয়া মানুষ, মানুষের চেহারায় রোবট!
আমি পূর্ণিমার চাঁদ দেখবো বালি কিম্বা গোয়ার সৈকতে শুয়ে। জোৎস্না মাখবো পুরো শরীরে। আমি লীন হবো আমার নিজের ভেতরে। দেশ-সমাজ-পরিবার নিয়ে ভাবনা, আর না। যথেষ্ট হয়েছে। এবার আমি নিজের কথা ভাববো, নিজেকে নিয়ে। আমার যা ভালো লাগে, তাই করবো। চে’র মতো মটর সাইকেল না হোক, ভাঙা মটর গাড়ি নিয়ে ভবঘুরের মতো ঘুরবো। দেশ দেখবো, মানুষ দেখবো।
আমি বই পড়বো এভারেস্টের চুড়ায় বসে, অমাবশ্যায় নগ্ন হয়ে ঘুরে বেড়াবো মাচু-পিচুর শিখরে-শিখরে। আমি বিশ্বের সব সেরা চলচ্চিত্র দেখবো। গান শুনবো যা ইচ্ছে। ইচ্ছে হলে নাচবো সিন্ডারেলার সঙ্গে। আমি অলস দুপুরে আল-বুর্জের সুইমিংপুলে ভাসতে ভাসতে পান করবো সবচেয়ে পুরনো আর দামি সুরা।
আমার ইচ্ছেগুলো সব ঘুড়ি হয়ে উড়বে আকাশে। একটার পর একটা ধরবো, আর বাঁচবো শত-সহস্র বছর। ইচ্ছে হলে আমি রাস্তার পাগলটার মতো হিসি করে ভাসিয়ে দেবো আমার সব স্বপ্নকে। অসহ্য সুন্দর কোনো নীল নয়নাকে বাহুলগ্ন করে আমি নৌকায় চড়ে পাড়ি দেবো ভূমধ্যসাগর।
আমার এতো সব ইচ্ছে হঠাৎ করে বাঁধভাঙা উচ্ছাসের মতো বেরিয়ে আছে কেন? আমি তো চাইলেই সব ছেড়েছুড়ে দিতে পারিনা! আমি তো এতোটা আবেগপ্রবণ নই! আমি বাস্তববাদী মানুষ। আর দশজনের মতো ভাত-মাছ খাই, সমাজ-সংসারে বাস করি। নিয়ম মেনে কাজ করি, বেতন-ভাতা পাই, সেটা দিয়ে দিনযাপন করি। আমার ভালোবাসার স্ত্রী আছে, আদরের সন্তান আছে। আমার স্নেহপরায়ন মা, ভাই-বোন; আমার সমাজ-সংসার সব আমাকে লতাপাতার মতো ঘিরে আছে। আছে সিসিবি। আমি চাইলেই কি সব বন্ধন ছিড়তে পারি, ভাঙতে পারি নিজেকে?
আজ কিছুক্ষণ আগে নিচের মেইলটা পেয়ে আমার সব লুকনো-গোপন ইচ্ছেগুলো এভাবেই তড়তড় করে বেরিয়ে এলো। একেবারে জোয়ারের পানির মতো। এরকম মেইল পেলে তুমি কি করতে?
From: “agent.gibbs@btinternet.com”
To: …@bellnet.ca
You have won 750,000 GBP:Contact with Name,Address
দেখি চেষ্টা করে......।।
যাক, আমিই প্রথম... 😀 😀 😀 :clap: :clap: :clap:
এখন পইড়া আসি...।।
হাসান ভাই কি এইবার ফার্স্ট ফার্স্ট হইলেন?
না, আগেও একবার হয়েছিলাম......।। এরপর আবার তোমার লেখাও প্রথম হয়েছি......।। আজ দিনটাই ভাল যাচ্ছে।
চেষ্টা করে যাও...........
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সবই সিনিয়রদের দোয়া......।। :salute: :salute:
ওয়াও!!!! এত্ত টাকা :thumbup: :thumbup: .........
আমাকে কিছু দিয়ে দেন ভাইয়া। :tuski: :tuski:
ইচ্ছে গুলো কিন্তু জটিল হয়েছে...... আমারো ইচ্ছা করে...।।
:dreamy: :dreamy: :dreamy:
টাকা তো দেখি ইচ্ছের তুলনায় বেশি না, মাত্র ৯/১০ কোটি টাকা!! :(( :(( :((
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানাউল্লাহ ভাই, জানেন-ই তো এগুলি আজাইরা।
আমার কাছে একবার এরকম এলো, আমি কিছুটা প্রসিড করলাম। এরপর ওরা বলে টাকা পাঠানোর জন্য কিছু প্রসিজার আছে সেটার জন্য কিছু পে করা লাগবে। আমি বললামঃ "আমাকে যেটা দিচ্ছ সেখান থেকে কেটে রাখো তাহলেই তো হয়।" ... ব্যাস, ঐ শেষ!! :))
=)) =)) :goragori: :goragori:
আদনান : এইসব মেইল তো স্প্যামেই চলে যায়, কেম্নে জানি ফাঁক গলে এইটা বক্সে আইস্যা পড়ছিল। অনেকটা ঘুলগুলির ফাঁক দিয়া বিকেলের রোদ ঢুকে পড়ার মতো। নইলে কি এই লেখাটা হইতো? জীবনটা এমনই তো। সব সময় একটা ঘোরের মধ্যে কাটানো। এতোসব ইচ্ছে আর স্বপ্ন না থাকলে বাঁচবো কি করে??
(চান্সে একটা বক্তৃতা দিয়া ফালাইলাম!!) 😉 😉 😉
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
তাতেই হবে...... :tuski: :tuski:
অনেক লোভ লাগায়া দিলেন...... এমনিতেই গত কয়েকদিন লাইফের রুটিনের কথা চিন্তা করে হতাশায় ভুগছি 🙁
আর এরকম মেইল এখন পেলে সরাসরি spam এ পাঠানো হতো, অতীতে হলে অবশ্য ভিন্ন কথা 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:))
মানুষ তার স্বপ্নের সমান বড়
:clap:
হায় এই মেইল গুলি যদি সত্যি হইত :dreamy: :dreamy: :dreamy: তাইলে এতদিনে আমি বিলিনিয়র হয়ে যাইতাম 🙁 🙁 🙁
আর আমি একটা কমপ্লিট স্টুডিও বানাইতাম :dreamy:
লাবলু ভাই
৭৫০০০০ পাউন্ড থেইকা আমারে কয়ডা টাকা দিয়েন।
বেনসন আর ভদকা খামু। 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামরুল : তুমি নিজে যেই ট্যাকাগুলা প্রতি সপ্তাহে মেইলে পাও, ওইগুলা দিয়া ভদকার পুকুর আর বেনসনের পাহাড় বানাইয়া ফালাও। আমার ট্যাকা কাউরে দিমু না। খালি নিজের খায়েশ মিটাবো!! 😀 😀 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাইয়া আমি প্রতি সপ্তাহে একটা না একটা পাই।
সব গুলা যোগ করলে বিল-গেটসের কাছাকাছি আছি আমি মনে হয় 😀
আমার মনে হইছিল একটা দ্বীপ কিনব, প্রশান্ত এর মাঝামাঝি জায়গায়।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ওয়াও!! দূর্দান্ত ইচ্ছে! ওই দ্বীপে আমাদের মাঝে-মধ্যে বেড়াইতে ডাইক্যো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
দ্বীপ কেনা লাগবে না। এখনও অনেক দ্বীপ আছে যা মালিকানা বিহিন পড়ে আছে, শুধু পৌছাইতে পারলেই হবে। আল্লাহর নাম নিয়ে :just: রওনা করেন। :thumbup: :thumbup: :thumbup:
:khekz: :gulti:
ফি আমানিল্লাহ ফয়েজ ভাই। সাবধানে যাইয়েন। ;;;
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
একা যামু, নাকি ব্লু-লেগুনের নায়িকা দুইডারে লইয়া যামু ;;;
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
লইয়া যান। ব্রুক শিল্ডও আইজকাল বুড়া হইয়া গেছে, আপনার সাথে মানাইবো ভালো !! ;;;
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:gulli2: জলদস্যু আক্রমন করলে একটা ফোন দিয়েন.........।।
(সাথে করে সিটিসেল নিতে ভুল্বেন না কিন্তু :khekz: :khekz: )
citycell ken?
ইচ্ছা করলেও সিটিসেল নেটওয়ার্কের বাইরে যাইতে পারবেন না তাই। ডীপ সি তেও নেটওয়ার্ক পাবেন......।। :no: :no:
:khekz: :gulti:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
অসাধারন...... :clap:
আমি শনি গ্রহের কাছাকাছি একটা স্পেস ষ্টেশন বানিয়ে তাতে থাকতে চাই ...... :dreamy: :dreamy: :dreamy: :dreamy: :dreamy: :dreamy:
তা শনির কাছাকাছি কেন? কেন বুধ, বৃহস্পতি, শুক্র না? আমি কিন্তু ওইখানে যামু না, কারণ ফিরনের কোনো ঠিক নাই। শেষে সারাজীবন মহাশূণ্যে ভাইস্যা থাকতে হইবো!! 😕 😕 😕
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
শনি গ্রহের বলয় আছে ...... দ্যাখতে সোন্দর ...... :dreamy: :dreamy: :dreamy:
নৃত্যরতা পরী!! :shy: :shy: :shy:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
🙁 আমি একটা ইচ্ছা প্রকাশ করছিলাম কৈ গেল? 🙁
তুমি আর কি ইচ্ছা জানাইবা? নিশ্চয়ই তোমার বিয়াতে ডায়নোসোরের রোস্ট খাওয়া!! :)) :)) :))
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
=)) =)) =))
:shy: :shy: না মানে কইতেছিলাম কি,নাহ থাক শরম লাগে :shy: :shy:
আমি দেখতাছি আজকাল তুমি অল্পতেই শরম পাও। ঘটনা কি? সময় কি কাছাইয়া আইছে নাকি? মুখে একটা রুমাল নইলে :just: ওড়না (??) বাইন্ধা রাখো!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
=)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
কি মাস্ফ্যু? দুর্লভ সব প্রজাতির গাছ দিয়ে নিজের একটা বাগান বানাতে চাস।
:pira:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
:)) :))
সংসারে প্রবল বৈরাগ্য!
আহারে প্রতি সপ্তাহে আমিও তো কত টাকা পাই এইরকম একটা লেখা তো আইল না। যাই হোক এখন মনে হইতাছে ইশশ থিমটা মিস হয়ে গেল তার আগেই স্বপ্নগুলারে মর্ত্যে নামিয়ে দিয়ে আসলাম এই লেখা পড়ার আগেই। নইলে...
এই মুহুর্তে একটাই ইচ্ছা করতাছে, হোস্টমনস্টার বদমাইশগুলার কাছ থেইকা সিসিবিরে উদ্ধার করতে 😡
সংসারে প্রবল বৈরাগ্য!